বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
আজেকে যে বিষয় নিয়ে লিখবো এতক্ষনে আশা করি বুঝে ফেলেছেন। বুঝে ফেলারই কথা, কারন আমি কোন শিরোনামটি ফুস্তু
ভাষায় লিখিনি। যাক গে, মুল কথায় আসি, শিরোনামে যা দেখতছেন, এই সমস্যাটিতে অনেকেই পড়ে থাকেন, বা অনেকেই এই
সমসসায় পড়েননি, যারা পড়েননি তাদেরকে বলবো টিপসটি সংগ্রহে রাখুন, বলাতো যায়না পিসি যেহেতু use করেন সমসসায়
যে কোন সময় পড়তেও পারেন!!! আরে! শুধু বক বক করে যাচ্ছি, অথচ টিপসটিই এখনও শেয়ার করিনি...............
চলুন সমাধানের পথে যাই, my computer এ ঢুকুন, তারপর tools/folder option/view এ গিয়ে hide protected operating
system files (recommended) থেকে টিক চিহ্ন তুলে দিন, এবং show hidden files and folders অপশনটি নির্বাচিত করুন।
এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটা ফোল্ডার পাবেন,
এইবার ঐ ফোল্ডারের ভিতর সবগুলো ফাইল মুছে ফেলুন, সাবধান ফোল্ডারটি মুছবেননা। এভাবে প্রতিটি ড্রাইভের ভিতরেই
উল্লেখিত ফোল্ডারটি পাবেন, এবং ফোল্ডারের ভিতরের সবগুলো ফাইল মুছে ফেলুন। ব্যাস এবার দেখুন আপনার হার্ড ডিস্ক খালি হয়ে গেছে।
কাজ শেষ হলে আবার tools/folder option/view এ গিয়ে hide protected operating system files (recommended) এ
টিক চিহ্ন দিয়ে সিস্টেম ফাইলগুলো পুনরায় লুকিয়ে ফেলুন।
আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ.......................................।
কারও যদি উপকারে আসে অবশ্যই জানাবেন!!!!!!!!!!!!!!!!!!
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
system volume information ভিতরের ফাইল গুলো ডিলেক্ট করলে আবার চলে আসে ?? রিমোভ করা যায় না