ফেইসবুকের যে প্রাইভেসী সেটিংসগুলো অন্তত একবার হলেও আপনার চেক করা উচিত

ফেইসবুকের নতুন প্রাইভেসী সেটিংস ঘোষনার সাথে সাথে আপনার প্রাইভেসী সেটিংসে ডিফল্টভাবেই যে পরিবর্তন এসেছে হয়তো আপনি তা খেয়ালই করেননি। কিন্তু অন্তত একবার হলেও আপনার উচিত নিচের প্রাইভেসী সেটিংসগুলোতে চোখ বুলানোঃ


১। ছবির এ্যালবামের প্রাইভেসীঃ
আপনার ছবির এ্যালবামের প্রত্যেকটিতেই আপনি আলাদা আলাদা প্রাইভেসী যোগ করতে পারবেন, অর্থাৎ কোন এ এ্যালবামটি কে দেখতে পারবে আর কোনটি কে দেখবে না। ছবির এ্যালবামে প্রাইভেসী সেট করার জন্য এখানে ক্লিক করুন

২। এপ্লিকেশানঃ
হয়তো বছর খানেক আগে আপনি কোন একটি কুইজ দিয়েছিলেন। এর অর্থ আপনি সেই থার্ড পার্টি এপ্লিকেশান বা সাইটকে আপনার প্রোফাইলের তথ্য ব্যবহার করার পূর্ণ অধিকার দিয়েছেন। আর এখনও সেই সাইট/এপ্লিকেশান আপনার তথ্য ব্যবহার করতে পারে! ভয়ঙ্কর ব্যাপার না!!!
এখানে ক্লিক করে আপনি যে এপ্লিকেশানগুলো ব্যবহার করেছেন/করছেন সেগুলোর তালিকা পাবেন। সেখান থেকে কোনগুলোকে কতটুকু অধিকার দিতে চান তা নির্ধারণ করে দিন।

৩। আপনাকে কে এবং কোথা থেকে সার্চ করতে পারবে
এখান থেকে নির্ধারন করে দিতে পারেন কে আপনাকে ফেইসবুকে সার্চ করে পাবে। যেমন- আপনি আপনার ফ্রেণ্ডলিস্টের বাইরের কাউকে দেখাতে চান না যে আপনার ফেইসবুকে একাউন্ট আছে। সেক্ষেত্রে এটা কাজে লাগবে। তাছাড়া গুগল ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিন আপনাকে খুজে পাবে কিনা তাও নির্ধারণ করে দিতে পারেন এখান থেকে।

৪। কারা আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে?
আপনার প্রোফাইলে গিয়ে Friends এর এডিট বক্সে ক্লিক করে নির্ধারণ করে দিতে পারেন আপনি কয়জন বন্ধুকে সবার সামনে দেখাবেন, অথবা নির্দিষ্ট কিছু বন্ধু সবসময় প্রদর্শিত হবে কিনা অথবা সবাই আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে কিনা!

৫। আপনার বন্ধুরা আপনার সম্পর্কে কি কি শেয়ার করতে পারবে?
যেমন ধরুন, আপনার বন্ধুর “গ্রিটিং কার্ড” এপ্লিকেশান আপনার জন্মদিনের তথ্য ব্যবহার করতে পারে। কিন্তু আপনি এটা ব্যবহার দিতে চান না। আপনার বন্ধুকে আপনার সম্পর্কে কি কি বিষয় শেয়ার করার অনুমতি দিতে চান তা নির্ধারন করে দিন এই লিঙ্কে গিয়ে।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো হয়েছে……………….. 🙂

ধন্যবাদ, আপনাকে আমার মত নতুন ইউজারদের কাছে লাগবে।

হুম প্রথম দিনেই চেক করে সব ফিটফাট কইরা ফালাইছি

    সাবটাইটেল মামুন says:
    প্রথম দিনেই চেক করে সব ফিটফাট কইরা ফালাইছি

Level 0

রনি পারভেজ ভাই খুব ভালো হয়েছে ।
আরো Facebook সম্বন্ধে টিউন চাই । 😆

ফেইসবুকের প্রাইভেসী গুলো আমার চেক করা আছে…
আসলে সবারি এ ব্যাপারে সচেতন থাকা দরকার.
ধন্যবাদ আপনাকে

ভাই, আমার সার্ভার এডমিন তো ফেইসবুক বন্ধ কইরা দিছে, এখন আর ঢুকতে পারি না, এমনকি সব প্রক্সি সাইটও বন্ধ কইরা দিছে। এখন একটা উপায় দেন, না হয় আমি মইরা যামু। কারন, ফেইসবুক ছাড়া আমার একদিন ও চলে না। সকল টিউনার ভাইদের কাছে পরামর্শ চাই।

Level 0

রনি পারভেজ ভাইজান আফনেরে দণ্যভাধ (ধন্যবাদ)৷ আমাগর লগে এই হগল জিনিসি শেয়ার করার লাইগ্গা৷

Level 0

রনি পারভেজ ভাইজান আফনেরে দণ্যভাধ (ধন্যবাদ)৷ আমাগর লগে এই হগল জিনিি শেয়ার করার লাইগ্গা৷