পুরান গান গুলো কে করে নিন নতুন……

পুরান গান গুলো কে করে নিন নতুন  কথা টা শোনার সাথে সাথে খটকা লাগলো না???? আসলে আমি কোন software এর কথা বলবনা। সামান্য একটা টিপস দেব। তা হল্‌.......... আমাদের সবার বাসায় অনেক পুরনো অডিও ক্যাসেট আছে নিশ্চয় যা কিনা সংরক্ষন এর অভাবে নস্ট হয়ে যাচ্ছে আর দেরি নয়। আজই একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে আসুন আর গান গুলোকে সরাসরি নিয়ে যান কম্পিউটার এ কিভাবে????? আসুন দেখি .............

  • প্রথমত একটা two way 2.5 mm audio jack লাগবে
  • তারপর audio jack  টির এক প্রান্ত sound card এর  line-in  (নীল রঙ) পোর্ট এ প্রবেশ করান
  • তারপর আরেক প্রান্ত ক্যাসেট প্লেয়ার এর হেড ফোন চিহ্নিত পোর্ট এ  প্রবেশ করান
  • তারপর jet audio সফট টি ইন্সটল করে নিন (যাদের কাছে আছে software টি) আর জাদের কাছে নাই তারাএখানে ক্লিক করে download করে নিন
  • তারপর jet audio ডেস্কটপ থেকে launch করে record চিহ্নিত tab এ ক্লিক করুন
  • এবার এইরকম একটি উইন্ডো আসবে।তারপর চিত্রে চিহ্নিত  line-in সিলেক্ট করুন।এখন ক্যাসেট প্লেয়ার টা বাজান দেখুন জাদু। ক্যাসেট প্লেয়ার এর গান আপনার কম্পিউটার এ বাজছে। (যদি না বাজে তাহলে task bar এ চিহ্নিত ভলিউম আইকন এ ক্লিক করে line-in এর bar টা সিলেক্ট করে উপরে তুলে দিন mute করা থাকলে unmute   করে দিন।)
  • তারপর start button এ ক্লিক করুন আর ছিত্রে চিহ্নিত স্থান থেকে ফরমেট টা ঠিক করে দিন ব্যাস হয়ে গেল

আমি নতুন তাই আমার ভুল গুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এই টিউন টা আগে হয়ে থাকলে আমকে লিঙ্ক টা দিয়া দিবেন আমি টিউন তা তুলে নিব। ধন্যবাদ আর সবাই অনেক অনেক অনেক বেশি কমেন্ট করবেন।

Level New

আমি অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিনসে আপনাকে স্বাগতম।
একজন নতুন টিউনার হিসেবে তো আপনি ভালোই লিখেছেন। চালিয়ে যান। আপনার কাছ থেকে এরকম টিউন আরো আশা করি।

    Level New

    ধন্যবাদ আনুপম। আপনি কি আমকে এক্তু সাহায্য করতে পারবেন আমি ছবি গুল আপলোড করতে পারছিনা

পুরনোকে নতুন করে পাবার জন্য আমাদের সব চেষ্টা সার্থক হোক।
ধন্যবাদ অপু।

    Level New

    ভালো কথা বলেছেন ধন্যবাদ।এভাবে আমাকে support করলে আমি অবশ্যই আরো ভাল কিছু দেয়ার চেশটা করব

অনেক প্রয়োজনীয় বিষয়।আর একটু বিস্তারিত দেন।

    Level New

    কি রকম বিস্তারিত চান বুঝিয়ে বলুন অবশ্যই চেশটা করব

Level 0

carry on !!!

জানা ছিল, তবু ধন্যবাদ, সবার কাজে আসবে। অনেকে আরো বিস্তারিত চাচ্ছে, আপনি একটা ভিডিও করে সবাইকে এর কর্মপদ্ধতি দেখিয়ে দিন, তাহলে হয়তো তারা বুঝতে পারবে

এমন একটি টিউন দেয়ার জন্য ধন্যবাদ ………………।

Level 0

চাইলে করে mp3 তে save করতে পারেন । লাগলে বলবেন soft = upload দেব ।

খুবই ভালো জিনিস…………..