সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আজকে আপনাদের মেজাজ গরম করানোর জন্য এসেছি। ভাবছেন এটা আবার কী বলছি। হ্যা আজ কিছু আলতু ফালতু কথা বলব। তবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কেননা এর মাঝেই আমার আজকের টিউনের মূল বিষয় লুকিয়ে আছে।
আমি কিছু দিন আগে এখানে জয়েন করেছি। আপনারা লক্ষ করলে দেখতে পারবেন যে আমি প্রতিদিন দুইটা টিউন করি। কিন্তু আরো একটু লক্ষ করুন। গতকাল একটা টিউনও করি নাই। কিন্তু কেন। গতকাল কী আমার শরীর খারাপ ছিল? আমি কি অসুস্থ ছিলাম? অথবা আমার জ্ঞান ভান্ডার কী শেষ হয়ে গিয়েছিল? আমার উত্তর হল না। আমার কিছুই হয় নাই। তবে কেন গতকাল কোনো টিউন করি নাই? আমি উইন্ডোজ ভিস্টা ব্যবহার করি। সবার মত আমিও ফ্রি ভার্সন ব্যবহার করি। আর প্রত্যেক ফ্রী ভার্সনে ৩০ দিন মেয়াদ তাকে। আর গতকাল আমার এই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আর তখনি আজকের এই টিউনের চিন্তা মাথায় আসল। এখন ভাবুন আপনার উইন্ডোজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু আপনার অনেক গুরত্বপূর্ণ ফাইল কম্পিউটারের সি ড্রাইভে রয়েছে অথবা কোনো কারণে সেই মূহুর্তে আপনার কম্পিউটার চালানোটা খুব জরুরী এখন কি করবেন?
হ্যা এর জন্য একটা উপায় আমার জানা আছে। আর সেই উপায়ে উইন্ডোজের মেয়াদ শেষ হয়ে গেলেও তা চালুনো যাবে। এখন প্রশ্ন হল উপায়টা কী? এখন এই উপায় টাই আপনাদেরকে বলছি। সেটা হল Safe Mode এ কম্পিউটার চালু করা। এই Safe Mode এ কম্পিউটার চালু করলে উইন্ডোজের মেয়াদ শেষ হবার পরেও তা ব্যবহার করা যাবে।
কিভাবে এটা করবেন? এটা হল মূল বিষয় কিভাবে এটা করবেন? এটা কোনো সফটওয়্যার না, এটা হল কম্পিউটার চালু হবার একটা অপশন মাত্র। কম্পিউটার চালু হবার অনেক অপশন আছে। এই বিষয় নিয়ে অন্য একদিন কথা বলব। এখন আবার মূল বিষয়ে আসা যাক। এটি করতে হবে উইন্ডোজ চালু হবার আগেই। এই জন্য কম্পিউটারে সুইচ অন করার পরে F8 বাটনে চাপ দিতে হবে। তাহলে কম্পিউটার বোট হবার অপশন পাওয়া যাবে। এবং সবার উপরের অপশনটাই হল Safe Mode। এবং এই অপশন টা সিলেক্ট করে Enter চাপতে হবে। এবার Safe Mode এর ফাইলগুলো লউড হবে এবং উইন্ডোজ চালু হবে। এবং আপনি আপনার কাজ করতে পারবেন।
তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এই Mode এ কম্পিউটার চালু করলে আপনি কিছু সুবিধা পাবেন না। যেমন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। এবং কোনো নুতুন হ্যার্ডওয়্যার ইন্সটল করতে পারবেন না। এই বিষয়টি বুঝতে সমস্যা হলে এই লিংকে এক নজর ঘোরে আসতে পারেন।
আশা করি এই টিউনটা আপনাদের উপকারে আসবে। তবে প্রথম দিকের ফালতু কথার জন্য কিছু মনে করবেন না। হঠাৎ ফালতু কথা বলতে ইচ্ছে হল তাই বলে ফেললাম। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blgspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
ধন্যবাদ