উইন্ডোজ সেভেনের মতো ভিস্তাতেও স্ন্যাপিং টুল ব্যবহার করা অর্থাৎ কোন সফটওয়্যার ছাড়াই স্ক্রীনশট নেওয়া

গত কয়েকমাস উইন্ডোজ সেভেন ব্যবহারে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিস্তায় এসে কিছুটা ঝামেলা ঝামেলা লাগছিল। যে সমস্যাটা সবচেয়ে বেশি অনুভব করছিলাম সেটি হলো “স্ন্যাপিং টুল” বা স্ক্রীনশট নেওয়া নিয়ে। আজ এই সমস্যাটা সমাধান হলো। ভিস্তাতেও উইন্ডোজ সেভেনের মতো স্ন্যাপিং টুল ব্যবহার করা যায়। এক্সপিতে যায় কিনা আমার জানা নেই।

স্ন্যাপিং টুলঃ
সাধারণত আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য যে কাজটি করি সেটি হচ্ছে কোন সফটওয়্যার ব্যবহার করা, কি-বোর্ডে PrtSc SysRq (প্রিন্ট স্ক্রীনশট) বাটন ব্যবহার করে পেইন্ট বা অন্য কোন ফটো এডিটিং সফটে পেস্ট করা। স্ন্যাপিং টুল হচ্ছে এমন একটি টুল যা উইন্ডোজ সেভেন বা ভিস্তায় ডিফল্টভাবেই থাকে। কোন ঝামেলা ছাড়াই এর সাহায্যে স্ক্রীনশট নেওয়া যায়। সাধারনত যারা টিউটোরিয়াল পোস্ট লিখেন তাদের জন্য এই স্ন্যাপিং টুলটি খুবই কাজের জিনিস।

ভিস্তাতে যেভাবে স্ন্যাপিং টুল এক্টিভেট করবেনঃ

“Control Panel” এর “Programs and Features” এ গিয়ে “Turn Windows features on or off“ তে ক্লিক করুন । এটা সাধারনত “Programs and Features” এর লেফট বার এ থাকে।

“Turn Windows features on or off“ এ ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন। সেগুলো থেকে “Tablet PC optional Components” অপশনটি খুঁজে বের করুন এবং এটির চেকবক্সে টিক চিহ্ন দিন।

এবার ওকে করে বের হয়ে আসুন।

স্ন্যাপিং টুল এর ব্যবহারঃ
Start Menu –> All Programs –> Accessories –> Snipping Tool থেকে স্ন্যাপিং টুল অপশনে যান । স্ন্যাপিং টুল সহজে পাবার জন্য স্টার্ট মেনুতে রাখতে পারেন।

স্ন্যাপিং টুল বাটনে ক্লিক করুন।

যে অংশের স্ক্রীনশট নিতে চান তা সিলেক্ট করুন।

এরপর সেভ করলেই হবে।

এর সাহায্যে নির্দিষ্ট অংশ বিভিন্ন রঙ্গে মার্ক করা ছাড়াও আরও কিছু কাজ করা যায়। উপরের অপশনগুলো নিয়ে একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন।

অন্যান্য যে সকল ব্লগে টিউনটি প্রকাশিতঃ
আমার ওয়ার্ডপ্রেস ব্লগ
সামহোয়্যারইন ব্লগ
প্রথম আলো ব্লগ

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এমনেই চালাই । অর্থাৎ Accessories এ আগে থেকেই এটা আছে !

Level 2

boss এই কপি টা না করলেও পারতেন !

    আপনি কি সামহোয়্যারইন ব্লগ বা প্রথম আলো ব্লগের কথা বলছেন?
    সেখানকার পোস্টগুলোও আমারই লেখা। কপি-পেস্ট কিভাবে হয়?

Level 2

আপনারা টিউনার বড় ভাই কপি মারলেই কি আর না মারলেই কি !

    কোথা থেকে কপি মারলাম ভাই? লিঙ্কটা দেবেন প্লিজ? দেখার খুব ইচ্ছা আমার।

    ভাইজান মনে হয় নতুন আসছেন । রনি ভাই সহ আমিও আমাদের পোস্টগুলো একসাথে অনেকগুলো ব্লগে পোস্ট করি । তাই একজায়গায় দেখে আরেকজায়গায় কপি পেস্ট না বলাই ভালো ।আশা করি বুঝে গেছেন।

রনি ভাই শুধু সেভেন ওয়ালাদের কথাই চিন্তা করলেন? এক্সপি ওয়ালারা কী করবে? এক্সপি ওয়ালাদের জন্য PrtScr আছে।

    এটা তো শেষ সম্বল। 🙂
    এই স্ন্যাপিং টুলের খোজ পাওয়ার আগে আমিও এটাই ব্যবহার করতাম 😀

Level 2

ভাই সর্বসাধারনের কথা ভেবেই বলছি !
আমরা টিউনার ভাইদের কাছে extra কিছু চাই !
not like this type of tune !
যা কিনা সব ব্লগ ই পাওয়া যায় (মামুন ভাই ও মেহেদি ভাই এর কথা অনুযায়ী) !
আশা করি ভুল বলি নাই !