ইনক্রিপশনের মাধ্যমে ফোল্ডারে নিরাপত্তা দিন

ফোল্ডার পাসওয়ার্ড দেবার জন্য আমরা কতই না সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এক এক সফটওয়্যারের এক এক সীমাবদ্ধতা আছে। কিন্তু ওয়ান সেকেন্ড ফোল্ডার ইনক্রিপশন সফটওয়্যার দ্বারা সহজেই যেকোন ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়। ফলে উক্ত ফোল্ডারটি মুছে ফেলা, কপি করা, মুভ করা বা খোলা যাবে না। এই সফটওয়্যারটি উইন্ডোজ ’৯৮ এ সমর্থন না করলেও ৯৮ পরবর্তী সকল সংস্করণে সমর্থন করে। মাত্র ৩৬১ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://www.dvdcopyrip.com/1-second-folder-encrypt.html থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি ইনষ্টল করার পরে পাসওয়ার্ড সেট করুন। এখন ফোল্ডার লক করতে সফটওয়্যারটি চালু করুন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার Encrypt অপশন নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডার ইনক্রিপ্ট করতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করুন তাহলে উক্ত ফোল্ডারটি ইনক্রিপ্ট হবে। এবার দেখুন ফোল্ডারটি কতটা নিরাপদ হয়েছে। একইভাবে আপনি Decrypt নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি ডিক্রিপ্ট করতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করলে ফোল্ডারটি ডিক্রিপ্ট হবে।

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

মেহেদী আকরাম ভাই বড় একটা উপকার করলেন ধন্যবাদ।

আসলেই মেহদী আকরাম ভাই দারুণ একটা খবর দিলেন। অজস্র ধন্যবাদ। আর আপনি নিয়মিত টিউন করছেন দেখেও ভাল লাগছে।

ধন্যবাদ আপনাকে, ওনেক দিন থেকে খুজছিলাম।

Level 0

অজস্র ধন্যবাদ, ওনেক দিন থেকে খুজছিলাম।

Level 3

Decrypt হয় না কেন ???
[email protected]

Level 0

দারুন জিনিস একটা, ধন্যবাদ বড় ভাই।

এইডা সমভবত এনটিএফএস এ কাম করে না…..

Level 0

not satisfied.bcoz any unknown user can unstall it without any password checking