(উৎসর্গ – Specially আজগর,রোমান,আশিক ও আমার সকল বন্ধুদের... )
ধরুন,আপনি Rapidshare এর একটি ফাইল পেলেন যা Download করা খুবই দরকার এবং আপনার কোন Premium account নেই, আপনি free download করছেন। Rapidshare আপনাকে কিছুক্ষন wait করিয়ে বলল যে,আপনার ip এই মুর্হুতে Download করছে,আপনাকে পরে try করতে হবে। বারবার দিচ্ছেন, আর বারবার একই কথা বলছে। তখন মেজাজ কার না খারাপ হয় বলেন ??
Rapidshare এর এই আচরনের সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত। আর তাই আমরা Hotfile / Mediafire থেকে Download করতে সাচ্ছন্দ্য বোধ করি । কিন্তু অনেক File ই আছে যা Rapishare ছাড়া পাওয়া যায় না। তো কি করা ? আজকে একটা জিনিস বের করলাম এই বিপদ থেকে বাঁচার জন্য। দেখুন তো কেমন লাগে !
১। Hotfile এ একটি Free account খুলুন । (যদি আগে থেকে কোন account থাকে,তাহলে লাগবে না)
২। আপনি Rapidshare এর যে File টি নামাবেন,তার Link কপি করুন।
৩। আপনার Hotfile account এ যান । উপরের “Upload” বাটন এ ক্লিক করুন।
৪। এখন দেখবেন নিচে “Remote Upload” রয়েছে। ক্লিক করুন।
৫। Rapidshare এর ফাইল টি Paste করে “Upload” করুন।
(ভয় পাবেন না, Rapidshare এর ফাইল টি যত বড় ফাইল ই হোক,বড়জোড় ১-৪ মিনিট লাগবে, কম ও লাগতে পারে)
৬। Upload শেষ হলে আপনি Hotfile এর একটি লিঙ্ক পাবেন (যা আপনার ঐ Rapidshare ফাইল এর লিঙ্ক !!!)
৭। এখন Hotfile থেকে নামিয়ে ফেলুন আপনার কাংখিত ফাইল টি !!!
(Rapidshare কে খবরদার আমার কথা বইলেন না, তাইলে আমার পিছনে টিকটিকি (FBI) লাগাইব !!!)
টিউন টি কেমন হল এবং আপনাদের Rapidshare download experience জানাতে ভুলবেন না যেন ! সবাই ভাল থাকবেন, ভবিষ্যতে আপনাদের জন্য আরও জট্টিলসসসস টিউন নিয়ে হাজির হব,এই আশায় আজকের মত বিদায় !
(আপনাদের জিক্কু মামা – Z.I.Khan :: Johnny ::)
আমি জিক্কু মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরে মামা, আমিতো এই রকম একটা জিনিস খুজছিলাম। ট্রাই করে দেখছি কেরামতিটা কেমন কাজ করে।
(ধন্যবাদ)