নিজের একটা ওয়্যারলেস Virtual Router


সহজভাবে বলতে গেলে বলা যায়, ফিজিক্যাল রাউটার ছাড়াই সফটওয়্যারের মাধ্যামে রাউটারে সুবিধা ভোগ করাটাই হলো Virtual Router । এতে করে প্রধান যে সুবিধা পাবেন তা হল, আপনি একটা ইন্টারনেট কানেশন শেয়ার করতে পারবেন, তাও ওয়্যালেস প্রয়ুক্তি ব্যবহার করে। এ জন্য আপনার কম্পিটারে একটা নরমাল ল্যানে ইন্টারনেট কানেশন থাকতে হবে।

যে সকল জিনিস প্রয়োজন হবে তার তালিকাঃ

১। ইন্টারনেট কানেশন
২। ওয়্যারলেস ল্যান যুক্ত কম্পিউটার
৩। win xp, vista বা win7 OS

সুবিধাসমূহঃ

১। ফিজিক্যাল রাউটারের বা একসেস পয়েন্ট ক্রয় করতে হবে না।
২। একটি নেট কানেশন দিয়ে একাধিক ডিভাইস এ নেট শেয়ারিং।
৩। তার বা ওয়্যারের প্রয়োজন নেই।
গুনগান তো অনেক করা হলো এবার আসনু কাজে নেমে পড়ি।
=প্রথমেই আপনার ওয়্যারলেস ল্যান কার্ডটি সেটআপ করে নিন।
= যদি আপনি বিল্টইন ওয়্যারলেস ল্যাড কার্ড ব্যবহার করেন ( ল্যাপটপে বিল্ট ইন থাকে) তাহলে অতিরিক্ত ওয়্যারলেস ল্যান কার্ড এর প্রয়োজন নেই।

 

হাল আমলের নতুন ও . এস . windows 7 এ যেভাবে কনফিগার করতে হয়ঃ

# Start এ ক্লিক করে cmd টাইপ করুন এবং cmd.exe এর উপর ডান বাটনে ক্লিক করে Rus as administrator মুডে তা চালূ করুন।
# এবার নিচের কমান্ড লাইনটি টাইপ করুন।
netsh wlan set hostednetwork mode=allow ssid=microqatar key=qazwsx123
টাইপ করে এন্টার দিন।
# এবার নিচের মত করে কমান্ড টাইপ করে এন্টার দিন
netsh wlan start hostednetwork
এবার Control Panel > Network and Internet > Network and Sharing Centre > Change Adapter Settings, এ ডান বাটন এ ক্লিক করে internet connection and select Properties. এর Sharing tab, হতে “Allow other network users to connect…” চেক বক্স এ ক্লিক এবং choose your virtual Wi-Fi adaptor এর সেটিং গুলো ঠিক করে নিন।

Vista তে কনফিগার করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

# নেটওয়ার্ক কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে Connect to a network এ কি্লক করুন।
# এবার setup a connection or network এ ক্লিক করুন।
# Set up an ad hoc connection এ ক্লিক করুন।
# এবার আপনার ইচ্ছানুযায়ী নেটওর্য়াক এর জন্য একটি নাম টাউপ করুন। যেমনঃ microqatar, এবং যদি পার্সওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে তা নিধারন করে পার্সওয়াড দিন।
# এবার Next বাটনে ক্লিক করে Ok বাটনে ক্লিক করুন।

Win XP তে কনফিগার করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

# Control panel হতে network and internet connection এ ক্লিক করে Network connections এ ক্লিক করুন বা সরা সরি টাস্কবারে অবস্হিত নেটওর্য়াক কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে open network কানেশন এ ক্লিক করুন।
# আপনার ওয়্যারলেস নেট কানেশন আইকনে ডান বাটনে ক্লিক করে সেটির properties অপেন করুন এবং wireless network tab এর add বাটনে ক্লিক করুন।
# এবার association tab এর network name (SSID) তে আপনি একটি নাম টাইপ করুন। যেমনঃ microqatar এবং পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে network Authentication , Data encryption, network key ব্যবহার করুন। advance tab এ এসে allow others network users to connect through this computer's connection   চেক বক্স এ টিক মার্কস দিন।  কাজ শেষে Ok বাটনে ক্লিক করুন।

নিচের ভিডিও ক্লীপটি দেখুনঃ

http://www.youtube.com/watch?v=GI-s5x4lLLw

এখন ওয়্যারলেসযুক্ত ডিভাইস ( কম্পিউটার, মোবাইল, গেইসম ইত্যাদি) এ ওয়াই ফাই সার্চ দিন, কানেক্ট করুন এবং পাওয়ার্ড দিয়ে ব্যবহার শুরু করুন Virtual Router

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এতে কি Speed এর কোন তারতম্য হতে পারে ??

    দেশের কথা জানি না, তবে , এই খানে আমি ট্রাই করে দেখেছি, খুব একটা পাথর্ক্য পাই নাই।
    এখানে একটা কথা জানিয়ে রাখি, আমার ডি এস এল স্পীড হলো ৪ এম বি পি এস।

ভাই আমি যে কম্পিউটাররে শেয়ার করব তার ও কি ঐ একই পযুক্তি থাকতে হবে?

মানে দুইটা কম্পিউটারেই কি ওয়ারলেস প্রযুক্তি থাকতে হবে?

    আবার জিগায়, হেঃ হেঃ হেঃ।
    “এখন ওয়্যারলেসযুক্ত ডিভাইস ( কম্পিউটার, মোবাইল, গেইসম ইত্যাদি) এ ওয়াই ফাই সার্চ দিন, কানেক্ট করুন এবং পাওয়ার্ড দিয়ে ব্যবহার শুরু করুন Virtual Router”

Level 0

ভাই ওনেক ডিন পর আপনাকে দেখলাম , কেমোন আছেন আপনি???

Level New

qatar vai…ami vista diye share korte parchi..kintu……mobile wifi diye shei net use korte parchina,,,,,,,,no gateway reply bolche…help den………..

    আপনার মোবাইল মডেল নং এবং ওয়্যারলেস ল্যান এর বিস্তারিত শেয়ার করলে বুঝতে একটু সুবিধা হতো।

Level 0

আমি গ্রামীন ফোনের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করি নকিয়া E51 সেট দিয়ে। আমার কাছে D-Link এর একটি ওয়্যারলেস রাউটার আছে।আমাকে কেউ কি বলবেন এর জন্য আমাকে আর কোন আনুসাঙ্গিক কিছু কিনতে হবে কিনা যা দিয়ে আমি আমার কানেকশান কে রাউটারে কানেক্ট করবো কেউ কি দয়া করে জানাবেন।

Level 0

vai amar windows 8 amarta hoy na ki korbo??????

C:\WINDOWS\system32>netsh wlan start hostednetwork
The hosted network couldn’t be started.
The group or resource is not in the correct state to perform the requested opera
tion. ai kotha ase….

Level 0

via. ami aita configure again disable Korbo ki vabe aktu bolben ? please