উইন্ডোজ স্টার্ট হবার সময় যে সকল প্রোগ্রাম চালু হয় তা দেখুন এবং প্রয়োজন বুঝে তা ইডিট করুন তাও আবার কোনো সফটওয়্যার ব্যবহার ছাড়াই।

আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি অতি গুরত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। এবং আশা করি এই বিষয়টি তো শিরোনাম পড়েই বুঝতে পেরেছেন । হ্যা আজকের বিষয় হল উইন্ডোজ চালু হবার সময় যে সকল প্রোগ্রাম চালু হয় তা দেখার উপায়।

ভাবছেন এটা আবার কী কথা বলছি। উইন্ডোজ চালু হবার সময় আর কী প্রোগ্রাম চালু হবে আবার। যদি কোনো প্রোগ্রাম চালু হত তাহল তো আমরা ত দেখতেই পারতাম। হ্যা এটা ভাবাই স্বাভাবিক। কিন্তু আপনি কী জানেন আপনার কম্পিউটারে আপনি যে সকল প্রোগ্রাম দেখেন তার চেয়ে বেশী প্রোগ্রাম আছে যার কাজ দেখা যায় না। কিন্তু এটি অনবরত কাজ করে যায়।

কিভাবে এই প্রোগ্রামগুলো দেখবেন?

এই প্রোগ্রামগুলো দেখা কোনো কঠিন কাজই না। এটা খুব সহজ একটা কাজ। এর জন্য আপনাকে কোনো সফটওয়্যারও ব্যবহার করতে হবে না। তাহলে কিভাবে দেখবেন? এর জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটা আলাদা প্রোগ্রাম রয়েছে। এবং সেই প্রোগ্রামটির নাম হল Microsoft System Configuration. এর সাহায্যে আপনি সহজেই কম্পিউটার চালুর সময় কী কী প্রোগ্রাম চালু হয় তা দেখতে পারবেন। কিভাবে চালু করবেন এই প্রোগ্রাম? এই প্রোগ্রামটি নানা ভাবে চালু করা যায়। তবে আমি যে উপায়ে চালু করি তাই আপনাদের জানাচ্ছি।

MSCONFIG_Startup

  • প্রথমে Start—Run এ যান। তারপর ঐকানে লিখুন msconfig এবং এন্টার চাপুন।
  • তাহলে যে প্রোগ্রামটি হাজির হবে তাই হল Microsoft System Configuration ।
  • এখন দেখুন প্রোগ্রামটির উপরের দিকে কয়েকটি Tab আছে।
  • এই ট্যাব গুলোর মধ্যে একটা ট্যাবের নাম হল Startup
  • এখন ঐ ট্যাব এ ক্লিক করুন। বেশ একটা লিস্ট পেবেন।

ঐ লিস্ট টা হল ঐ সব প্রোগ্রামের লিস্ট। মানে যে সকল প্রোগ্রাম কম্পিউটার চালু হবার সাথেসাথে চালু হয় তার একটা লিস্ট।

লিস্টের অন্তভুক্ত প্রোগ্রামের ঠিকানা

এখন কোনো প্রোগ্রামের নাম দেখতে পেলেন কিন্তু বুঝতে পারছেন না এটা কোন প্রোগ্রাম বা কোন প্রোগ্রামের অংশ। এটি বুঝার উপায়ো আছে। লিস্টে লিপিবদ্ধ প্রোগ্রামগুলোর নামের পাশে প্রোগ্রামটির যে ঠিকানা দেওয়া আছে।সেই ঠিকানাই হল ঐ প্রোগ্রামের ঠিকানা।

কিভাবে ঐ লিস্ট হতে কোনো প্রোগ্রামকে বাতিল করবেন?

লিস্ট তো দেখতে পারলেন। এখন এই লিস্ট ইডিট করা চাই। হ্যা এটিও খুব সহজে করতে পারবেন। দেখুন প্রত্যেক লিস্টের বামের দিকে একটা চেক বক্স আছে। আপনি যে প্রোগ্রামটিকে লিস্ট হতে রিমোভ করতে চান তার পাশের চেক বক্স হতে রাইট চিহ্ন তোলে দিন। এবং OK তে ক্লিক করে বাহির হয়ে যান।

কেন এই লিস্ট কে ইডিট করবেন?

এটা হল আসল কথা। কেন এত কাজ করবেন? এত কাজ করার কী মানে আছে? হ্যা আপনারা অনেক সময় একটা সমস্যায় পরেন। হ্যা সমস্যাটি হল কম্পিউটার চালু হতে সময় লাগে অনেক বেশী। এর কারন হল অনেক সময় অনেকগুলো প্রোগ্রাম স্টার্ট আপে থাকে যার কারণে এগুলো চালু হত অনেক সময় লাগে এবং ফলে কম্পিউটার পরিপূর্ণভাবে চালু হতেও অনেক সময় লাগে। তাই আপনি যদি অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো লিস্ট হতে রিমুভ করে দেন তাহলে আপনার কম্পিউটার আরো তারাতারি চালু হবে বলে আমি আশা করি। এছাড়া অনেক ভাইরাস আছে যা কম্পিউটার স্টার্ট আপকে আক্রমণ করে। যার কারণে পরে অনেক সমস্যায় পরতে হয়। যে সকল ভাইরাস স্টার্ট আপকে আক্রমণ করে সে সব ভাইরাসের লিস্টও ঐ স্থানে পাবেন। এবং তাও রিমোভ করতে পারবেন।

সর্তকতা

আপনাদের কে একটি কথা বলে রাখা ভাল যে না বুঝে কোনো ফাইলকে রিমোভ করবেন না।কেননা অনেক সিস্টেম ফাইল এই লিস্টে তাকে। আর তা রিমোভ করলে অনেক সমস্যা হয়। তাই না বোঝে কোনো ফাইলকে লিস্ট তেকে রিমোভ করবেন না। এই বিষয়গুলো বুঝতে সমস্যা হলে এই লিংকে যান।

এই টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। জানি না এই টিউনটি আপনাদের ভাল লাগল কিনা। যদি ভুল বশত কোনো ত্রুটি হয় ক্ষমাপূর্বক দৃষ্টিতে দেখবেন।

উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর এবং প্রয়োজনিও টিউন।ধন্যবাদ।কিন্তু ভাবছি আপনি আসল নাকি নকল ফাগুন রেইন?কতৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না কেনো বুঝতে পারছি না।সবাই কি বাংলাদেশ সরকারের মত হয়ে গেলো যে শুনেও না শোনার ভান করে?

Level 0

ধন্যবাদ আমার এইটা প্রয়োজন ছিল। আমার কয়দিন থেকে পিসি খুব দেরিতে open হচ্ছিল।

    ট্রাই করে দেখতে পারেন। যদি এই কারনে সমস্যা হয় তাহলে সমস্যা তেকে কিছুটা মুক্তি পাবেন আশা করি

Level 2

ধন্যবাদ ফাগুন কাজের একটি টিউন করার জন্যে। তবে Msconfigও কিন্তু একটি সফটওয়্যার। কাজেই শিরোনামটা বোধহয় একটু পরিবর্তণ করা দরকার। আর হ্যাঁ, আমার উপরের কমেন্টটি মুছে দেয়ার জন্য অনুরোধ করছি। শুভরাত্রি।

    হে এটা ঠিক কিন্তু এটা সিস্টেম সফটওয়্যার। আর এটা ডাওনলওড করতে হয় না।

    Ismail ভাই কিছু মনে করবেন না, এখানে msconfig টি সফটওয়্যার নয়. এটা হল একটা ডস কমান্ড, ডস প্রমপটে এটা লিখে এন্টার করলে সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি টি গ্রাফিক্যালি শো করে। ধন্যবাদ।

ফাগুন রেইন ভাই সে সকল সফটওয়্যার ডাউনলোড করি শুধু তাই কি সফটওয়্যার। তাহলে নোটপ্যাড এগুলো কি।

    না ভাইয়া এটি বলি নাই। আমি এখানে সফটওয়্যার বলতে এপ্লিকেশন প্রোগ্রামকে বুঝিয়েছি

nice tune

তোমার টিউনার পেজ ঘেটে দেখতেছি তোমার টিউন গুলোতো চমতকার আর এটা তো অবশ্যই