একটি মেগা টিপস, টাক মাথায় তাক লাগানো সমাধান

“সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই লেখাটির তথ্যগুলো বিজ্ঞানের এক অনন্য আবিষ্কার। তথাপিও কিছু প্রযুক্তিপ্রিয় বন্ধুদের বিরক্তির উদ্রেগ হতে পারে। তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সুতরাং লেখাটি পড়বেন, নাকি এড়িয়ে যাবেন, সেটা বন্ধুদের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছি। আর যে বন্ধুরা পড়বেন, তাদের কাছে অনুরোধ রইলো, এই তথ্যগুলো আপনার আশেপাশে যারা টাকে আক্রান্ত, তাদের কাছে তথ্যগুলো পৌছে দিবেন, এখান থেকে টেক্সটগুলো কপি করে আপনার ফেসবুকে পেস্ট করে শেয়ার করবেন”

মাথায় টাক, চুল কম, মাথার সামনের দুই দিকে ছাদ খালি হয়ে ভিতরে ঢুকে গেছে। অতি সাধারন একটি সমস্যা।

কিন্তু সমাধান?

অনেক-অনেক কঠিন।

সময় সাপেক্ষ , অনেক ধৈর্যশীল হওয়া প্রয়োজন।

ধৈর্য না থাকলে টাক মেনে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
আসুন একটু সহজ করে ভাবি।
সহজ, যুক্তিসঙ্গত, এবং কার্যকর উপায় খুঁজে বের করি।

মাথার যে অংশে চুল কম বা টাক রয়েছে, সে অংশে তেল মাখার মত প্রতিদিন দুবেলা মিনক্সিডিল মাখতে হবে। চোখে পরার মত ফলাফলের জন্য চার মাস অপেক্ষা করতে হবে। এটা গড়ে ৪০% (পড়ে যাওয়া চুলের ৪০%) নতুন চুল গজাতে সাহায্য করে। চার মাস পর মিনক্সিডিল মাখা বন্ধ করা যাবেনা, এটা চালিয়ে যেতে হবে নিয়মিত।

নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য খরচটা অনেক বড় ফ্যাক্টর। বাংলাদেশী কম্পানির তৈরি প্রোডাক্ট ৩৯৫ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে পাবেন। বিদেশি কম্পানির তৈরি প্রোডাক্ট পাবেন ১০০০ টাকা থেকে শুরু করে ১৮০০ টাকার মধ্যে। বাংলাদেশী কম্পানির তৈরি মিনক্সিডিল টপিক্যাল সলিউশন অত্যান্ত উচু মানের। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

Minoxidil 5% Topical solution পূরুষের জন্য
Minoxidil 2% Topical solution মেয়েদের জন্য

আমাদের দেশে দুটি ঔষধ কম্পানি এই টপিক্যাল সলিউশন তৈরি করে।
Ziska Pharmaceuticals Ltd তৈরি করে TRUGAIN নামে। (Price Tk 395)
Incepta Pharmaceuticals Ltd তৈরি করে XENOGROW নামে। (Price Tk 600)

আমি Trugain ব্যবহার করছি দুই বছর যাবত। ভালো কাজের জিনিস। আপনার আশে পাশে বড় ফার্মেসিতে পাবেন। দরদাম করলে ৫% ডিসকাউন্ট পেতে পারেন।

আত্ববিশ্বাসের সাথে নিয়মিত ব্যবহার করুন। দুই সপ্তাহের মধ্যে নতুন চুল গজাতে শুরু করবে। চার মাসের মধ্যে আপনার মাথায় অনেক নতুন চুল গজাবে যা আপনার আত্ববিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

Minoxidil সম্পর্কে আরো জানতে নির্ভরযোগ্য তথ্য জানতে ওয়েব ভিত্তিক এনসাইক্লোপিডিয়া Wikipedia- তে ঘুরে আসুন।

https://en.wikipedia.org/wiki/Minoxidil

Google- এ উঁকি মেড়েও দেখতে পারেন। অনেক নির্ভরযোগ্য তথ্য পাবেন।

আজ এটুকুই, আমার আরো টিউন পড়তে ক্লিক করুন নিচের লিঙ্কগুলোতে।

*iphone, Samsung galaxy, Xperia, Motorolla, HTC, LG, Lumia, Walton, Symphony এবং অন্যান্য স্মার্টফোনে আচ্ছা করে স্ক্রীন প্রটেক্টর লাগাচ্ছেনতো?

*স্মার্টফোনের দুরন্ত স্মুথ গতির জন্য একটি মাইক্রো টিউন, কিন্তু গুরুত্বটা মেগা

*আপনার মাথায় কি স্মার্টফোন নামে ঘুন পোকা আছে? যা আপনার ক্ষতি করছে।

*স্মার্টফোন কেনার পুর্বে ১০ টা ফিচার নিশ্চিত হয়ে কিনুন।

*SYMPHONY WALTON এর মত দেশি অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলো ১00% এর চেয়েও বেশি কমদামে পাওয়া যাচ্ছে।

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটি মাথায় লাগানর উপায় কি ব্যাবহার বিধি সম্পর্কে কিছু বলুন , আর এক মাসে কতগুলো বোতল লাগবে ???

Level 2

ভাইয়া সুন্দর একটা টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আজই অফিস থেকে বের হয়ে আমার বন্ধুর জন্য একটা কিনে নিব। তবে আপনার যে পরিবর্তন হয়েছে সেটার একটা ছবি দিলে ভাল হতো।

Level 0

মাসে ৬০ এম এল (১ বোতল) যথেষ্ট। সাবলিল ব্যবহার বিধি প্যাকেটের মধ্যে দেয়া আছে।

Level 0

খুব কাজের একটা টিউন তাই অসংখ্য ধন্যবাদ !

আপনি তো দুই বছর ধরে ব্যবহার করছেন । তাহলে তো আপনার আর সমস্যা থাকার কথা না । দুই বছর ব্যবহারের পর আপনার সমস্যা সমাধান হয়েছে কি ??? হলে জানাবেন তাহলে আমি ব্যবহার করা শুরু করবো । হয়তো সমস্যা সমাধান হয়েছে বলেই আপনি পোস্ট করেছেন বলে আমার ধারণা কিন্তু তারপর যদি আর একটু আশ্বাস দিতেন তাহলে একটু সাহস পেতাম ।

আর একটা কথা এটা কি শুধু নতুন চুল গজাতে সাহায্য করে নাকি চুল পড়াও বন্ধ করে ??

@Rasel আপনি ঔষধটির বিজ্ঞাপন করছেন না তো? আমি ডাক্তারের পরামর্শ মোতাবেক একটি ফাইল কেনার পর (৩ থেকে ৪ দিন ব্যবহার করে), এখন আর ব্যবহার করছি না। আপনার দেয়া Ziska Pharmaceuticals Ltd এর TRUGAIN এর কালো প্যাকের একটি ফাইল আমার কাছে আছে। আপনার দেয়া তথ্য যদি সঠিক হয় তাহলে আবার ব্যবহার করা শুরু করবো। আমার কাছে ফ্রান্সের LOreal কোম্পানীর Kérastase-Densifique নামের একটি তেল আবিষ্কারের খবর আছে। যার তিনটি ফাইলের দাম প্রায় ৪০ হাজার টাকা। নিউজটি কিছুদিন আগে প্রথম আলোতেও প্রকাশ হয়েছিল।

    Level 0

    @Dhonjay Prosad: এটা কি বিজ্ঞাপন হলো? এটা যদি বিজ্ঞাপন হয়, তাহলেতো আমি আপনাদের কাছ থেকে কনসাল্টেন্সি ফী পেতে পারি।
    আপনি Trugain ব্যাবহার বন্ধ করেছেন কেন? আমার লেখার ভিত্তিটা এই লিঙ্কে দেখুন। https://en.wikipedia.org/wiki/Minoxidil

আমাদের প্রবাসী ভাইয়ের জন্যও একটা লাগবে।

আপনি তো দুই বছর ধরে ব্যবহার করছেন । তাহলে কি আপনার কাজ হয়েছে??