সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। দেশের জন্য যেসব বীর মুক্তিযুদ্ধারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েই আজকের টিউন শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলব তা হয়তোবা শিরোনাম পড়েই বুঝতে পেরেছেন। হ্যা কিভাবে হার্ড ডিক্স ড্রাইভের ড্রাইভ লেটার পরিবর্তন করা যায় সে বিষয় নিয়েই কথা বলব।
প্রথমেই আসি ড্রাইভ লেটার কী এই বিষয়ে। সাধারাণত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্সটল Local Disk(C) অথবা System Disk(c) এই সব ড্রাইভে করা থাকে। লক্ষ করে দেখোন এখানে Local Disk ও System Disk এর কথা বলেছি। কিন্তু দুইবারি বলেছি C এর কথা। হ্যা এখানে C টা হল ড্রাইভ লেটার। আমার মতে ড্রাইভ লেটার কী তা সবারি জানা তাই এই বিষয়ে আর কোনো কথা বললাম না।
আমরা সাধারণত রিনেম করে কোনো ফোল্ডার অথবা ফাইলের নাম পরিবর্তন করে তাকি। ঠিক তেমনি আপনার ড্রাইভের নাম পরিবর্তন করতে চেষ্টা করুন। দিখুন তো পারেন কি না? আমি নিশ্চিত যে আপনি তা করতে পারবেন না। এখন কী কোনো উপায় আছে। এবং এই প্রশ্নের উত্তর হল উপায় অবশ্যই আছে। আপনি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে হয়ত বা এটা করতে পারেন। কিন্তু এখানেও জামেলা আছে। সফটওয়্যার ব্যবহার করে এটি করতে গেলে ড্রাইভ লেটার পরিবর্তনের পর কম্পিউটারকে রিস্টার্ট করতে হয়। এবং এই সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলেই সব শেষ। তখন আপনি যে ড্রাইভের নামটি পরিবর্তন করতে চেয়েছেন হয়ত বা সেই ড্রাইভ টিকে আর খুজে পাবেন না। এর মানে “আমো গেল ছোলাও গেল”। এত সমস্যা ড্রাইভ লেটার পরিবর্তনে। এখন হয়তবা ভাববেন “দোত আর ড্রাভ লেটার পরিবর্তনি করব না।“ কিন্তু আমার কথা হল ভয় পাবেন কেন? সকল ভয় কে জয় করাই তো মানুষের কাজ। তো কিভাবে করবেন? হ্যা এর জন্য সম্পূর্ণ ঝুকি মুক্তভাবে কাজ করার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটা প্রোগ্রাম আছে যা ব্যাবহার করে আপনি সহজেই ড্রাইভের নাম পরিবর্তন করতে পারেন। আর এই প্রোগ্রামটির নাম হল Disk Management ।
নাম তো জানা হল এখন কিভাবে পাবেন এটাকে? এটি চালু করার জন্য অনেক উপায় আছে। আমি একটি উপায় বলে দিচ্ছ। প্রথমে মাই কম্পিউটারে রাইট ক্লিক করুন। এখন Manage এ ক্লিক করুন। তারপর Computer Management প্রোগ্রামটি আসবে। এবার Disk Management এ ক্লিক করুন। এখন কোনো ড্রাইভ লেটার পরিবর্তনের জন্য ঐ ড্রাইভটি সিলেক্ট করুন এবং রাইট ক্লিক করুন। Change Drive Letter এ ক্লিক করুন। পরে ড্রাইভ লেটার পরিবর্তনের জন্য একটি ডায়লগ বক্স আসবে এটাতে Change নামে একটি বাটন রয়েছে ঐ বাটনে ক্লিক করুন। পরে যে ডায়লগ বক্স আসবে সেখান তেকে আপনার কঙ্কিত ড্রাইভ লেটারটি সিলেক্ট করুন এবং Ok বাটনে ক্লিক করুন। বেস আপনার ড্রাইভ লেটারটি পরিবর্তন হয়ে গেল। এই বিষয়টি বুঝতে কোনো সমস্যা হলে এই লিংকে একবার চোখ বুলাতে পারেন।
এই টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভুল বশত কোনো ত্রুটি হয়ে তাকে ক্ষমা পূর্বক দৃষ্টিতে দেখবেন।
//উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
আমি আপনাকে মন্তব্য করেছি, আর এটা আমার ফেইক আইডি করেছে। পরিচালকরা কিছু একট করেন প্লিজ
ফাগুন রেইন ভাই, আপনার টিউস গুলো ২ বার করে লিখা কেন?? আর রিনেম মাই কম্পিটারেই লেখা যায় ধন্যবাদ।