আসসালামুয়ালাইকুম , আশা করি সবাই ভালো আছেন।আজকে আমি দেখাবো উইন্ডোজ এক্সপি তে কিভাবে কোন কিছুর স্ক্রিন শট নিতে হয়।যারা জানেন না তাদের জন্য। অনেক সফটওয়্যার ব্যবহার করেও নেয়া যায় । কিন্তু আমি কোন সফটওয়্যার ছাড়াই শুধু মাত্র একটি কীবোর্ড এর সাহায্যে স্ক্রিন শট নেয়া দেখাব।
১.যার স্ক্রিন শট নিবেন টা ওপেন করুন;
২."Print Screen Sys Rq" নামের কীবোর্ড বাটন চাপুন;
৩.কোন Active Window এর স্ক্রিন শট নিতে হলে Alt+"Print Screen Sys Rq" নামের কীবোর্ড বাটন চাপুন;
৪.পেইন্ট বা কোন ইমেজ এডিটর এ গিয়ে Ctrl+V চাপুন।
৫.দরকার হলে Customize করুন ;
৬.Save করুন ।
পূর্বে প্রকাশিত ঃ http://ictsparkle.blogspot.com/2013/06/blog-post_2595.html#.UcWN6jswc8o
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
Thank You