সহজেই আপনার ল্যাপটপের ইন্টারনেট শেয়ার করুন ওয়াইফাই এর মাধ্যমে ( কোন সফটওয়্যার ছাড়াই!)

বহুদিন ধরেই এমন একটা ট্রিক্স খুঁজছিলাম। আমার ল্যাপিতে ওয়াইফাই রিসিভার আছে। কিন্তু তা দিয়ে আমার এন্ড্রয়েড ট্যাবে কিভাবে নেট শেয়ার করব বুঝতে পারতেছিলাম না। কানেক্টিফাই সহ যদু মধু আরও কয়েকটা সফটওয়্যার ট্রাই মারসিলাম। একটাও কামে দেয় নাই। তা, সেদিন একটা ভিডিও পাইলাম ইউটিউবে। মাত্র কয়েকটা কোড দিয়েই আমার ল্যাপটপ হয়ে গেল ওয়াইফাই রাউটার। তাই ভাবলাম টেকটিউন্স এর বন্ধুদের কাছে বিষয় টা শেয়ার করি। আমার মত কারো দরকার মিটতে পারে।

(দুঃখিত, আমার ল্যাপটপে স্ক্রীনশট নেওয়ার বাটন না থাকায় স্ক্রীনশট দিতে পারতেসি না। তবে নিচে ভিডিও লিঙ্ক দেয়া হবে)

প্রথম ধাপঃ

run এ গিয়ে cmd লিখুন। এবার cmd কে Run as administrator হিসেবে চালু করুন।

দ্বিতীয় ধাপঃ

এবার নিচের কোড লিখুন ও এন্টার দিন-

netsh wlan set hostednetwork mode=allow ssid=NAME key=PASSWORD

এখানে NAME এর জায়গায় আপনার ওয়াইফাই এর নাম আর PASSWORD এর জায়গায় আপনার নিজস্ব পাসওয়ার্ড দিতে পারেন।

তৃতীয় ধাপঃ

এবার এই কোডটি লিখে এন্টার দিন-

netsh wlan start hostednetwork

চতুর্থ ধাপঃ

cmd বন্ধ করে run এ জান। লিখুন ncpa.cpl. খেয়াল করুন, আপনার দেওয়া নাম দিয়ে একটি নতুন নেটওয়ার্ক তৈরি হয়েছে। যার নাম হতে পারে wireless network connection 2 বা এরকম।

পঞ্চম ধাপঃ

এবার যে কানেকশনটি শেয়ার করতে চান, (ওয়াইম্যাক্স হলে wimax network connection বা ব্রডব্যান্ড হলে WAN miniport (PPPOE) নামে যেটি থাকবে) তাঁর properties এ যান। sharing ট্যাবে ক্লিক করে প্রথম বক্সটিতে (allow other network users.......bla bla bla..) টিক দিন।

ষষ্ঠ ধাপঃ

এবার তাঁর নিচের ড্রপডাউন থেকে নতুন যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল, সেটি সিলেক্ট করুন।

সপ্তম ও শেষ ধাপঃ

ok দিয়ে বের হয়ে আসুন।

ভিডিও লিঙ্কঃ

http://www.youtube.com/watch?v=JoTosNR8cTk

............... এবার যেকোন ওয়াইফাই এনাবল্ড ডিভাইসেই আপনার নেটওয়ার্ক পাওয়ার কথা।

...............আর হ্যাঁ, একবার পুরটা করলে বারবার করা লাগবে না। কেবল cmd তে গিয়ে কেবল তৃতীয় ধাপটি করলেই হবে।

পোস্ট কেমন লাগল জানাবেন। কারো কোন সমস্যা হলে বলতে পারেন।

***সম্পাদনা***

netsh wlan stop hostednetwork

এই কোড দিলে আবার ওয়াইফাই বন্ধ হয়ে যাবে।

Level 0

আমি Meshkat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhonnobad

it dosen’t work for me ……

Level 0

cmd কে Run as administrator হিসেবে চালু করতে পারতেসি না……।plz help me

    Level 0

    @mehadih0: start এ যান। এবার সার্চ বক্স এ লিখুন cmd. যে আইকনটি আসবে, তাঁর অপর মাউস রেখে right click করে run as administrator নিরবাচন করুন। হয়ে যাব আশা করি।

দারুন একটা করলেন ভাই।মনে হইতাছে Connectify এর আর প্রয়োজন নাই।

এতো ঝামেলার কি দরকার …….
http://virtualrouter.codeplex.com/downloads/get/621827 ক্লিক করুন
Star Virtual Router এ ক্লিক করুন । Wi-Fi ব্যবহার করুন । 🙂

    Level 0

    @nhsajolbd18: আমি আগেই বলেছি কোন software ব্যাবহার করব না। কারন বেশির ভাগই উইন্ডোজ ৮ সাপোর্ট করে না। তাছাড়া, ফ্রী software এ ভাইরাসের ভয় থাকে।

Level 0

usb মডেম দিয়ে নেট চলে এমন ল্যাপটপ এর wifi সিস্টেম ব্যবহার করে wifi সম্বলিত হ্যান্ডসেটে নেট শেয়ার করার পদ্ধতি সম্পর্কে কারো জানা থাকলে বলেন।

Level 0

usb মডেম দিয়ে নেট চলে এমন ল্যাপটপ এর wifi সিস্টেম ব্যবহার করে wifi সম্বলিত এন্ড্রয়েড হ্যান্ডসেটে** নেট শেয়ার করার পদ্ধতি সম্পর্কে অবগত থাকলে জানান।
**(Samsung+ PCStudio1.5.1.10064_2 আছে)

    Level 0

    @Habib2013: আপনার ল্যাপটপে ওয়াইফাই থাকলে এই সিস্টেম কাজ করার কথা তো।

Level 0

আচ্ছা এই পদ্ধতি অবলম্বন করে যদি আমি ওয়াইফাই এর মাধ্যমে নেট শেয়ারিং এনাবল করি তাহলে ডিসঅ্যাবল করার কোড/ উপায় কী?

    Level 0

    @Habib2013: ভাল প্রশ্ন করেছেন। এটা একটু খুঁজে দেখতে হবে। পেলে জানাব।

    Level 0

    @Habib2013: netsh wlan stop hostednetwork এই কোড দিয়ে বন্ধ করতে পারবেন।

Level 0

ভাইয়া ধন্যবাদ সুন্দর একটা system share করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে আমার সব কিছুই ঠিক মত শেষ হইছে but যখন connect করতে চাই তখন মোবাইল এ দেখায় obtaning IP address । এখন কি করব? কোন ভাবেই কানেক্ত করতে পারছি না।

    Level 0

    @munna.106: কিছুখনের মধ্যেই কানেক্ট হয়ে যাবার কথা তো।

Level 2

AWESOME POST,THANKS A LOT BOSS

thanks, its working…..
connectify er proyojon kome gelo, but Habib2013 vai er ans ta pele valo hoy

Level 0

@রাসকিন: netsh wlan stop hostednetwork এই কোড দিয়ে বন্ধ করতে পারবেন।

Level 0

Thanks a lot for help us.
My laptop operating systems is Windows 8 64bits.
Everything is fine but after connecting the wireless connection, other device can’t access the internet
Please help me please……………. Murad 01611618308 Thanks.

Level 0

@Meshkat Please help us.

Other device are connected but can’t access the internet connection please help us ASAP also thanks a lot for your kind co-operations.

Murad 01611618308

    Level 0

    @muradhtc: video টি দেখুন। অবশ্যই হবে। আপনি মনে হয় কোন একটা স্টেপ মিস করেছেন।

Level 0

video টি দেখুন। অবশ্যই হবে। আপনি মনে হয় কোন একটা স্টেপ মিস করেছেন।

Level 0

Thanks For sharing