বহুদিন ধরেই এমন একটা ট্রিক্স খুঁজছিলাম। আমার ল্যাপিতে ওয়াইফাই রিসিভার আছে। কিন্তু তা দিয়ে আমার এন্ড্রয়েড ট্যাবে কিভাবে নেট শেয়ার করব বুঝতে পারতেছিলাম না। কানেক্টিফাই সহ যদু মধু আরও কয়েকটা সফটওয়্যার ট্রাই মারসিলাম। একটাও কামে দেয় নাই। তা, সেদিন একটা ভিডিও পাইলাম ইউটিউবে। মাত্র কয়েকটা কোড দিয়েই আমার ল্যাপটপ হয়ে গেল ওয়াইফাই রাউটার। তাই ভাবলাম টেকটিউন্স এর বন্ধুদের কাছে বিষয় টা শেয়ার করি। আমার মত কারো দরকার মিটতে পারে।
(দুঃখিত, আমার ল্যাপটপে স্ক্রীনশট নেওয়ার বাটন না থাকায় স্ক্রীনশট দিতে পারতেসি না। তবে নিচে ভিডিও লিঙ্ক দেয়া হবে)
প্রথম ধাপঃ
run এ গিয়ে cmd লিখুন। এবার cmd কে Run as administrator হিসেবে চালু করুন।
দ্বিতীয় ধাপঃ
এবার নিচের কোড লিখুন ও এন্টার দিন-
netsh wlan set hostednetwork mode=allow ssid=NAME key=PASSWORD
এখানে NAME এর জায়গায় আপনার ওয়াইফাই এর নাম আর PASSWORD এর জায়গায় আপনার নিজস্ব পাসওয়ার্ড দিতে পারেন।
তৃতীয় ধাপঃ
এবার এই কোডটি লিখে এন্টার দিন-
netsh wlan start hostednetwork
চতুর্থ ধাপঃ
cmd বন্ধ করে run এ জান। লিখুন ncpa.cpl. খেয়াল করুন, আপনার দেওয়া নাম দিয়ে একটি নতুন নেটওয়ার্ক তৈরি হয়েছে। যার নাম হতে পারে wireless network connection 2 বা এরকম।
পঞ্চম ধাপঃ
এবার যে কানেকশনটি শেয়ার করতে চান, (ওয়াইম্যাক্স হলে wimax network connection বা ব্রডব্যান্ড হলে WAN miniport (PPPOE) নামে যেটি থাকবে) তাঁর properties এ যান। sharing ট্যাবে ক্লিক করে প্রথম বক্সটিতে (allow other network users.......bla bla bla..) টিক দিন।
ষষ্ঠ ধাপঃ
এবার তাঁর নিচের ড্রপডাউন থেকে নতুন যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল, সেটি সিলেক্ট করুন।
সপ্তম ও শেষ ধাপঃ
ok দিয়ে বের হয়ে আসুন।
ভিডিও লিঙ্কঃ
http://www.youtube.com/watch?v=JoTosNR8cTk
............... এবার যেকোন ওয়াইফাই এনাবল্ড ডিভাইসেই আপনার নেটওয়ার্ক পাওয়ার কথা।
...............আর হ্যাঁ, একবার পুরটা করলে বারবার করা লাগবে না। কেবল cmd তে গিয়ে কেবল তৃতীয় ধাপটি করলেই হবে।
পোস্ট কেমন লাগল জানাবেন। কারো কোন সমস্যা হলে বলতে পারেন।
***সম্পাদনা***
netsh wlan stop hostednetwork
এই কোড দিলে আবার ওয়াইফাই বন্ধ হয়ে যাবে।
আমি Meshkat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
dhonnobad