নতুন নিয়মে ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন…

এই ব্যপারটা আমি অনেক আগেই খেয়াল করেছিলাম। হয়ত আপনাদেরও অনেকে ব্যপারটা খেয়াল করেছেন, কিন্তু পোস্ট করেননি। আমিও আলসেমি করে এটা লিখিনি 😛 যাই হোক, আসল কথায় আসি-

প্রথমে এই নিয়মে ফ্রী ইন্টারনেট ব্যবহারের অসুবিধা সমূহ বলিঃ

১. এই নিয়মে ফ্রী ইন্টারনেট ব্যবহার অনেক জটিল প্রক্রিয়া

২. এই নিয়মে ফ্রী ইন্টারনেট ব্যবহার করে কোন ফাইল ডাউনলোড কিংবা আপলোড করতে পারবেন না

৩. শুধুমাত্র ব্রাউজিং করতে পারবেন...

উক্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও যারা এই নিয়মে ফ্রী ইন্টারনেট চালাতে চান, শুধু তারাই পড়ুন। বাকিরা প্লিজ, ইগ্নোর করুন...

যা যা লাগবেঃ

১. একটি গ্রামীণ সিম; যেই সিমে টাকা নাই, কিন্তু টাকার মেয়াদ আছে...

২. এমন একটি ব্রাউজার, যেটা দিয়ে 0.facebook.com ব্যবহার করা যায়। আমি এখানে অপেরা মিনি ব্যবহার করেছি...

৩. এমন একটি ফেইসবুক একাউন্ট, যেটাতে ইচ্ছামত মেসেজ পাঠালেও সে কিছু মনে করবে না। এক্ষেত্রে নিজের দুইটি একাউন্ট থাকলেই বেস্ট 🙂

তো শুরু করা যাকঃ

প্রথমে 0.facebook.com এ গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এরপর যেই একাউন্টে ইচ্ছামত মেসেজ পাঠাতে পারবেন, সেই একাউন্টে ঢুকে মেসেজ অপশনে ক্লিক দিন। সুবিধার্থে স্ক্রীনশট দিলামঃ

এবার আপনি যেই ওয়েবসাইটে যেতে চান, তার আগে http://  যুক্ত করে এড্রেসটা মেসেজে লিখে Reply/Send বাটনে ক্লিক দিন। মনে করুন, আপনি mobi.techtunes.io তে ঢুকতে চাইছেন, সেহেতু মেসেজে লিখুন, http://mobi.techtunes.io এবং রিপ্লাই/সেন্ড বাটনে ক্লিক দিন...

দেখবেন, এড্রেসটা নীল রঙের হয়ে গেছে অনেকটা এরকম...

এবার সেই নীল রঙের এড্রেসটাতে ক্লিক দিন। সবচেয়ে ভাল হয় যদি নতুন ট্যাবে ওপেন করেন...

দেখবেন, নিচের মত পেইজ আসবে। এখানে Confirm এ ক্লিক দিন...

দেখবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত পেইজে পৌছে যাবেন...

এরপর মনে করুন, টেকটিউনসের ভিতরের কোন পেইজে ঢুকতে চাইছেন। তাহলে প্রথমে যেই লিঙ্কে যেতে চান, সেটাতে ক্লিক। মনে করেন, আমি দেখানও লিঙ্কে ক্লিক দিলাম। এরপর অপেরার এড্রেসবারের লিঙ্কটা কপি করুন, এবং মেসেজে প্যাস্ট করে রিপ্লাই/সেন্ড বাটনে ক্লিক দিন...

আবারও লিঙ্কটা নীল রঙের হয়ে যাবে। আবারও ঠিক আগের নিয়মে লিঙ্কটাতে ক্লিক দিয়ে কিংবা নতুন ট্যাবে ওপেন করে পরের পেইজে কনফার্ম করে সেই পেইজে ঢুকুন...

ঠিক এভাবে কপি>প্যাস্ট>রিপ্লাই/সেন্ড>ক্লিক>কনফার্ম করে আপনি ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন...

বিঃদ্রঃ

১. যারা মোবাইল থেকে গ্রামীণ দিয়ে 0.facebook.com এ ঢুকতে পারছেন না, তারা প্রথমে P1 এক্টিভেইট করে একটি নতুন এক্সেস পয়েন্ট খুলুন এভাবেঃ

name: Anything You want

APN: internet অথবা gpinternet

এবার সেইভ করুন এবং সেই এক্সেস পয়েন্টটি সিলেক্ট করুন। এরপর অপেরাতে ঢুকে Settings>Advanced>Protocol অপশনে গিয়ে HTTP সিলেক্ট করুন... এরপর 0.facebook.com এ ঢুকুন...

২. এই নিয়মে 0.facebook.com এ থাকাকালীন সময়ে ফ্রেন্ডরা যদি কোন লিঙ্ক শেয়ার করে, সেটাতেও সরাসরি ক্লিক দিয়ে কনফার্ম করলেই পেইজটা চলে আসবে...

আশা করি, এই নিয়মে ফ্রী নেট চালাতে আপনাদের আর কোন সমস্যা হবে না। তবুও যদি সমস্যা হয়, আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন। ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/p32929

Level 0

আমি ফাইয়াজ বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম ফাইয়াজ বিন সালাম। আমার বয়স ১৭ বছর। আমি চট্টগ্রামে থাকি... যদি এটা ফেইসবুক হত তাহলে আমি আমার Biographical Info টা দিতাম এভাবেঃ I am a simple looking, complex minded, compound boy. I'm happy with whatever I am and whatever I have. I'm like no one and no one...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ami akhon free use korche my blog: http://tutdeve.blogspot.com

valo to .thanks bro

Level 0

ধুর মিয়া

ধন্যবাদ

get latest free internet tricks 4m here http://mobinfoz.tk

গুড

ভাই হাসাইলেন… ভালো জোকস!! 😛

ভালো …..

ধন্যবাদ

এতই ভাল যে মাথায় ঘুরপাক ধরে গেল…এই করেন সেই করেন আসল পয়েন্ট থাকলে উল্লেখ করবেন….. নয়লে ঘ্যাচাং