মাত্র ৩ মিনিটে যেকোন মুভির ইংরেজি সাবটাইটেলকে বাংলা সাবটাইটেলে পরিনত করুন!

আমরা তো সকলেই মুভি দেখি। যদি এমন হয় সাবটাইটেলটা হয় মাতৃভাষা বাংলায় তাহলে অনেক মজা না! হ্যা সুপ্রিয় পাঠক আজ আমি এমন কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আমরা সাধারনত ইংরেজি সাবটাইটেলে মুভি দেখি কিন্তু আমার মত অনেকেই ইংরেজি বুঝতে পারে না। আর নেটে সার্চ দিয়ে কোথাও বাংলা সাবটাইটেল পাওয়া যায় না। তাই এখন আমরা ধাপে ধাপে ইংরেজি সাবটাইটেলকে বাংলায় অনুবাদ ও রূপান্তর করা শিখব।
প্রথমে যেকোন সাবটাইটেল ফাইল অর্থাৎ .srt ফরম্যাটের ফাইলকে নোটপ্যাডে ওপেন করুন।

এরপর একে টেক্সট ফরম্যাট অর্থাৎ .txt তে সেভ করুন।

File>Save as> example.txt
এবার, গুগল ট্রান্সলেটর ওপেন করুন। এখানে ইংলিশ টু বাংলা সিলেক্ট করুন। তারপর দেখুন ইনপুট বক্সের নিচে Type text or a website address or translate a document এটা রয়েছে এখানে ক্লিক করুন। (চিত্রে আমি বাংলা গুগলে ছিলাম বলে "কোন দস্তাবেজ অনুবাদ করুন")

এরপর এখানে ব্রাউজ করে আপনার টেক্সট ফাইলটি সিলেক্ট করুন ও অনুবাদ বা translate বাটনে ক্লিক করুন।

দেখুন পাশের ট্যাবে ট্রান্সলেটর পুরা ফাইলটি বাংলায় অনুবাদ করে দিয়েছে।

এখন এগুলো কপি করুন। নোটপ্যাড ওপেন করে সেখানে পেস্ট করুন।

দেখুন প্রধান ফাইল অর্থাৎ ইংলিশ ফাইলটিতে সময় এর মাঝে --> (২টা ড্যাশ) এটা আছে। কিন্তু আমার অনুবাদ কৃত ফাইলে -> ড্যাশ একটা রয়েছে।

এই সমস্যা দূর করার জন্য, নোটপ্যাডের এডিট থেকে রিপ্লেস এ ক্লিক করুন। এখানে Find what বক্সে লিখুন -> এবং Replace with বক্সে লিখুন --> এবার Replace all এ ক্লিক করুন। দেখুন রিপ্লেস হয়ে গেছে।

এবার ফাইল থেকে Save as ক্লিক করুন, বক্সে একটা নাম দিন নামটা এমন হবে, Example.srt এবং নিচে Encoding এ ইউনিকোড সিলেক্ট করে সেভ করুন।

দেখুন একটা srt ফাইল তৈরি হয়েছে। এটাই আপনার বাংলায় রুপান্তরিত সাবটাইটেল। ওহ! হইয়া গিলছে আপনার বাংলা সাবটাইটেল। এখন দেখুন

শেষকথাঃ গুগল ট্রান্সলেটর এর অনুবাদ তো তাই অনুবাদটা হবে আক্ষরিক অনুবাদ। যদি আপনি সঠিক অনুবাদ পেতে চান তাহলে আপনাকে কষ্ট করে লিখতে হবে। ইংলিশ সাবটাইটেলটাকে নোটপ্যাডে ওপেন করে যেখানে ডায়ালগ আছে সেটা কেটে দিয়ে বাংলা লিখে সেভ করে আপনি বাংলা এস আর টি ফাইল তৈরি করতে পারেন; এজন্য আপনাকে প্রচুর লিখতে হবে। একটা সিনেমায় প্রায় ১৫০০ মত ডায়ালগ থাকে সেগুলো সব অনুবাদ ও লিখতে হবে যার জন্য আপনাকে প্রচুর শ্রম ও সময় ব্যয় করতে হবে। তার চাইতে দুধের স্বাদ ঘোলে মেটানো অনেক ভাল।

কোন প্রকার সমস্যা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য কমেন্ট করবেন।

পোস্টটি আগে এখানে প্রকাশিত।

Level 2

আমি সজীব আমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সজীব আহমেদ। পেশায় বর্তমানে বিদ্যুৎ শ্রমিক। ডুয়েট থেকে ইইই তে গ্রাজুয়েশন করেছিলাম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন । ধন্যবাদ আপনাকে ।

Level 0

Thanks for share

নতুন জাতের টিউন, যা সচারচর চোখে পড়ে না।ধন্যবাদ

Level 0

দারুন……… অনেক দিনপর একটা কাজের টিউন।

    @Dhaow: অনেক ধন্যবাদ।

    @Dhaow: ভাইয়া srt ফাইল বানলাম কিন্তু মুভির সাথে এড করবো কীভাবে? প্লিস একটু বিস্তারিত বলবেন, আমার অনেক উপকার হতো ।

      Level 2

      @saad rahman: Movie er sathe add kora lagbe na. Movie er sathe .srt file ta rakhan r movie on koren. Subtitle auto show korbe. 🙂

হুম ভাল 🙂 তবে গুগল ট্রান্সলেটর যে জাতের বাংলা অনুবাদ করে >.< থাক ভাই, এর চেয়ে ইংরেজিতে মুভি দেখবো অনেক শান্তি!

সুন্দর একটি টিউনের জন্য অনেক ধন্যবাদ । পরবর্তী আরেকটি সুন্দর টিউনের অপেক্ষায় রইলাম ।

Level 0

মুভিতে হিরো যদি নাইকাকে বলে I love you baby তাইলে গুগলে এটা ট্রান্সলেট করার পর সাবটাইটেল হবে “আমি তোমায় ভালোবাসি বাচ্চা” :P:)।

Thanks for share this.

অনেক ভাল হইছে……….ধন্যবাদ

joss akta jinis dicen vhai

Level 2

দাম হে বসস । দারুন ।

    @Nahid: থ্যাংক ইউ বস।

    @Nahid: ভাইয়া srt ফাইল বানলাম কিন্তু মুভির সাথে এড করবো কীভাবে? প্লিস একটু বিস্তারিত বলবেন, আমার অনেক উপকার হতো ।

      Level 2

      saad: তুমি ফাইল টা ড্র্যাগ করে নিয়ে এসে KM player এর উপরে ছেড়ে দিলেই চলবে ।

      আর অন্য প্লেয়ার এর বেলায় মুভির নাম এর সাথে ম্যাচ করে নাম দেওয়া লাগবে ।

      যেমন কোন মুভির ফাইল এর নাম Rio (2013).avi হলে সাবটাইটেল ফাইল এর নাম হবে Rio (2013).srt

      @saad rahman: ভাইয়া km দিয়ে চেষ্টা করলাম খালি code খুল দেখাচ্ছে বাংলা লেখা তো দেখায় না । প্লিস হেল্প মি ।

        @saad rahman: VLC তে না চালিয়ে KM এ চালান। আর বক্স সমস্যার সমাধান http://somewhereinblog.net/blog/tondrabilas/29843184 এই পোস্টের ৪২ ও ৪৫ নং মন্তব্যে দেয়া আছে।
        এটা না করলে শুধু টাইম শো করবে (৭ নং চিত্র ও নিচের লেখা গুলি পড়েন সমাধান পাবেন। (মানে, -> এটা রিপ্লেস করে –> এটা বসান))

চমৎকার tune….

vai titel to movie ar modda thaka ata alada korbo ki kora ???????????

    @abusufian shamim: মুভির সাথে বিল্টিন থাকা টাইটেল চেঞ্জ করা যাবে না এটা শুধু .srt এক্সট্রেনশান যুক্ত ফাইলের জন্য প্রযোজ্য।
    ধন্যবাদ।

গুগল ট্রান্সলেটর এ হুবুহু অনুবাদ পাওয়া যাবে নাএবং যেই বানান পাওয়া যাবে সেগুলো দেখে আসল অর্থই বের করা যাবে না… 😆 তবে পদ্ধতিটি দারুন, ধন্যবাদ আপনাকে।

Level 0

খারাপ না ।

Level 0

.srt ফরম্যাটের ফাইলকে pabo ki vabea

    @MIXER_BD: নেটে যেকনো মুভির সাবটাইটেল লিখে গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। এই http://subscene.com/ সাইট টা দেখতে পারেন। এখানে যেকনো মুভির নাম লিখে সার্চ করলেই পাবেন। সাইজ খুব কম।

ভাল টিউন ।

এইডা কিছু ওইলো ! 🙁 আমি ইংলিশ র দেখব 😀

Level 0

ভাই ! পারেনও বটে
http://www.facebook.com/21virtuallibrary

vlc te play korle bangla lika daka jai na. box box ase.

Level 0

হে বস তোমাকে লাথি মারতে ইচ্ছা করতেছে……… এতো ভাল tune আগে কেন কর নাই………
দারুন হইসে…।।!!!!!!!!!!!!!

    @rakibh: তোমাকে থাপড়াইয়া মাইরা ফালাইতে ইচ্ছা করছে……… মন্তব্য আগে কেন কর নাই!!!!!!!!

    ধন্যবাদ।

Level 0

vi hoy na sudhu time show kore help koren

    @shuvo69: ৭ নং চিত্র ও নিচের লেখা গুলি পড়েন সমাধান পাবেন। (মানে, -> এটা রিপ্লেস করে –> এটা বসান)

Level 0

খুব সুন্দর একটা টিপস ! অসংখ্য ধন্যবাদ I

awsome mama

Level 0

apnar mathay buddhi ase..

সবচেয়ে গুরুত্ত পুরন কথা আপনি উল্লেখ করেন নাই । যে .srt ফাইল আপনি বানাবেন তার নাম আর আপনার film এর জন্য যে english .srt file ছিল তার নাম same হতে হবে তানা হলে কিচ্ছু হবে না ।

    @Rizwan Bin Sulaiman: কেন ভাই..?
    VLC থেকে *.srt ফাইল মেনুয়ালী ওপেন করতে পারা যায়……..

    সম্ভবত আপনি সেই অপশনটি মিস করেছেন………….

    @Rizwan Bin Sulaiman: ভাইয়া srt ফাইল বানলাম কিন্তু মুভির সাথে এড করবো কীভাবে? প্লিস একটু বিস্তারিত বলবেন, আমার অনেক উপকার হতো ।

      @saad rahman: দেখেন আপনি যখন srt ফাইল বানাবেন তখন আগের যে srt ফাইল আছে অইটার নাম হুবহু copy করে নিয়ে আশবেন। আর আপনার vesio ফাইল যেখানে আছে অইখানে আপনার বাংলা srt ফাইলটা রাখবেন কিন্তু খুব খুব গুরুত্তপুর্ন কথা হল ঐ english srt ফাইল টা আপাততর জন্য ঐ খান থেকে শরাই ফেলবেন। আপনি এই সব অন্য ভাবে করতে পারেন। আপনার ভিডিও ফাইল আর বানানো বাংলাsrt ফাইল একটা ফোল্ডারে রেখে করবেন । তাইলে হবে।
      না বুঝলে ০১৬৭৭৭৬৬৫৩৭

      @saad rahman: মুল মুভিটি চালিয়ে শুধু এস আর টি কে টেনে নিয়ে এসে প্লেয়ার এর উপর ছেড়ে দিন। ব্যস!

    @Rizwan Bin Sulaiman: দুই ফাইলের নাম এক না হলেও হবে। এখানে একটু ম্যানুয়ালি ওপেন করা লাগবে। প্রথমে মুল ভিডিও ফাইলটাকে প্লেয়ারে ওপেন করে সাবটাইটেল টাকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলেই কাজ হবে।
    তবে নাম দুটি এক হলে ভাল হয়। না হলেও কন সমস্যা নাই।

অসাধারন হয়েছে । কিন্তু গুগল বাংলা ভাষায় এখন ও অনেক দুর্বল 😛

Level 0

খুব সুন্দর একটা টিউনস ! অসংখ্য ধন্যবাদ I

অনেক ভাল হইছে । অসাধারন হয়েছে । চালিয়ে যান।

খুব ভাল একটা পোষ্ট… চালিয়ে যান…

Level 2

Nice. Tune… Many Many… Thaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

ভাই গুগল মাঝে মাঝে যে translate করে অতে মনে হয় ইংলিশ ই ভাল.
=======================
তবে আপনার লিখা সুন্দর হইছে.

Awesome hoise vai………….
Onek moja pailam……………
thanks vai…………..

    @Md. Mamun Miah: আপনারা মজা পেলে ও আপনাদের ভাল লাগ্লেই আমার সার্থকতা।
    আপনাকেও অনেক ধন্যবাদ।

জটিল!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

Problem ta holo Google Translate er sentence translation kube kharap….

Level 0

Sublight 4 Full Version [World’s Most Popular সাবটাইটেল ডাউনলোডার] ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

Internet Download Manager IDM 6.15 Build 8 Final Full ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

TypingMaster Pro Typing Tutor v7.01 Professional Full ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

USB Disk Security v6.2 Full ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে

good………………………vai

ami onek din thake aita khujsilam. now pailam, apnake onek thanks

    @শহিদুল ইসলাম: ভাইয়া srt ফাইল বানলাম কিন্তু মুভির সাথে এড করবো কীভাবে? প্লিস একটু বিস্তারিত বলবেন, আমার অনেক উপকার হতো ।

      @saad rahman: মুল মুভিটি চালিয়ে শুধু এস আর টি(যেটা তৈরি করেছেন) কে টেনে নিয়ে এসে প্লেয়ার এর উপর ছেড়ে দিন। ব্যস!

    @শহিদুল ইসলাম: আপনাকেও অনেক ধন্যবাদ।

bangla audio subtitle kora jai na ki?

সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কাজটি সম্পুন্ন করতে পেরেছি। কিন্তু একটা সমস্যা পরলাম তাহল- মুভির কথার সাথে লেখার কথার মিল পাচ্ছি না, মানি ইংরেজি কথা বলার পর সাব-টাইটেল টা আসে তবে অনেক পরে… আসলে এইটার কারণ টা কি ? আমি অনেক দিন ধরে এইটা খুচ্ছিলাম আপনাকে ধন্যবাদ পুনোরায়।

Nice….!

Level 3

ভাইয়েরা সবাই আমার সালাম নিবেন।
আমি উদহারন চেক করতে গিয়ে অবাক।
দিলাম
1
00:00:01,155 –> 00:00:03,155
Her name is Nikita.

2
00:00:03,408 –> 00:00:04,925
Division took her freedom.

3
00:00:05,062 –> 00:00:07,762
Then taught her to kill.

4
00:00:07,764 –> 00:00:11,099
She fought back and won.

5
00:00:11,101 –> 00:00:14,269
She saved my life
and a lot of others.

6
00:00:14,271 –> 00:00:15,654
Now we work together,

7
00:00:15,656 –> 00:00:18,323
taking down
the worst of the worst,

বের হল-
1
00:00:01,155 -> 00:00:03,155
তার নাম নিকিতা হয়.

2
00:00:03,408 -> 00:00:04,925
বিভাগ তার স্বাধীনতা গ্রহণ.

3
00:00:05,062 -> 00:00:07,762
তারপর হত্যা তার শেখানো.

4
00:00:07,764 -> 00:00:11,099
তিনি ফিরে প্রতিদ্বন্দিতাপূর্ণ এবং জিতেছে.

5
00:00:11,101 -> 00:00:14,269
সে আমার জীবন সংরক্ষিত
এবং অন্যদের অনেক.

6
00:00:14,271 -> 00:00:15,654
এখন আমরা একসঙ্গে কাজ করে

7
00:00:15,656 -> 00:00:18,323
নিচে গ্রহণ
সবচেয়ে খারাপ খারাপ

মাফ চাচ্ছি। আর কখন গুগলে বাংলা translate করব না। তার চেয়ে ভাল english এ দেখা। ভাল দেখাও হয় English শেখাও হয়।

    @BILLIONBD: কিসসু বলার নাই! কিন্তু কথা হল আমরা একটা ট্রিক্স শিখলাম।

@Ahammed Khan Akib: আপনি আমার কথা বুঝেন নাই

সাদ ভাই, আপনার ফাইল বানানো হলে আপনি ফাইল টিকে ড্রাগ করে এনে আপনার মুভি ফাইলে ছেড়ে দিন । দেখবেন ইংরেজি আসচ্ছে।

সজিব ভাইয়া, মুভির কথা অনেক পরে আসে। আর আমি যদি চাই ইংরেজি আর বাংলা একসাথে দেখব তাহলে কি করব ? আর ইংরেজি ট্রান্সলেটর শুধভাবে লেখার কোন উপায় আছে থাকলে যানাবেন। ধন্যবাদ আপনাকে।

    @সপ্নীল সাগর: কে এম প্লেয়ার এর উপরে রাইট বাটন ক্লিক করে Subtitile> Add multiple subtitles এ ক্লিক করে দুইটা সাবটাইটেল ওপেন করতে পারবেন।
    ধন্যবাদ।
    আর কোন সমস্যা হলে নক করবেনঃ http://www.facebook.com/sajib.aman

Level 2

Jotil ekkhan trix sikhlam. Thanks dear. 🙂 🙂 🙂

ধন্যবাদ ভাই , http://www.varabd.com/ এর পক্ষ থেকে।

via amar bangla subtitle er jonno ki kono valo web link ache jekhane ami bangla subtitile pabo… pls jana thakle janabe.? ar ekta kotha http://www.subsecene.com e movie onek ghulo subtitle ache.ami kivabe bjhubo konta valo ..

arabic film r bangla onubad kora jabe ki na janaben.

Level 0

bhai jaan amar pc te subtitle a ??????????????? ase bangla korle .ki korte pari

চমৎকার tune….বা চমৎকার tune….

Level 0

খুবই কাজের টিউন, অনেক অনেক ধন্যবাদ। যারা ইংরেজী সাব-টাইটেল খুজছেন তারা এই সাইটে সব সাব-টাইটেল পাবেন।http://subscene.com