এবার আপনার মাউসের বাটন পাল্টান!

ডেস্কটপ ব্যবহাকারীদের জন্য মাউস অপরিহার্য একটা ডিভাইস। অনেক সময় মাউসের বাম বাটন নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে মাউসের বাম বাটনের কাজ ডান বাটন দিয়ে করা যায়। এছাড়া নিজের মাউসের বাটন পরিবর্তন করে রাখলে সহজে কেউ আপনার পিসিতে বসলে বুঝতেই পারবে না মাউসে কি হয়েছে। প্রথমে start/control panal এ ক্লিক করুন সেখান থেকে মাউস আইকনে ক্লিক করুন। মাউস প্রোপারটিজ মেনু আসলে সেখান থেকে ওপরের দিকে মাউসের ছবি দেখতে পাবেন সেখান থেকে button configuration অপশনে টিক দিন apply করে বেরিয়ে আসুন দেখুন হচ্ছেটা কি?

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো একখান জিনিস দেখাইলেন বস।