● এবার ই-মেইল পাঠান খুব সহজে… আপনার মেইলে সাইন-ইন করা ছাড়াই!!! (কি বিশ্বাস হচ্ছে না??)

আমাদের প্রায়ই মেইল করার প্রয়োজন হয় কিন্তু সবসময় মেইল করার আগে সাইন-ইন করাটা জামেলার এবং সময় নষ্ট। এখন আপনি খুব সহজেই মেইল করতে পারবেন, আপনার ই-মেইল আইডি ব্যাবহার না করেই খুব কম সময়ে...  আনলিমিটেড মেইল পাঠান জামেলা বিহীন।

> eNote.com সাইট'টি দ্বারা আপনি খুব সহজেই কাজ'টি সম্পাদন করতে পারবেন।

ই-নোট

> এখানে < ক্লিক করে চলে যান মেইল পাঠানোর পেজ'টি-তে।

এর জন্য আপনাকে কোন প্রকার রেজিষ্ট্রেশন করতে হবে না শুধু মাত্র এক ক্লিকে ওয়েব সাইট'টিতে প্রবেশ করুন এবং আপনার বার্তা লিখে যার কাছে মেইল করতে চান তার ই-মেইল আইডি'টি Send To -তে দিয়ে দিন। সাইট'টি দ্বারা খুব দ্রুত মেইল পাঠানো সম্ভব কোন প্রকার জামেলা ছাড়াই।

আপনি যাচাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে এবং কাজে আসবে।

সবাই ভালো থাকবেন 🙂

- সেই শুভ কামনায়

নাবিল


Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল একটা সাইট শেয়ার করার জন্য ধন্যবাদ

এটি আগে জানা ছিল তবে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

    Oho জানা থাকা ভালো 😉 দুনিয়াতে এসেছি জানার জন্যই ….. 😆

ভালো টিউন আপনাকে ধন্যবাদ,
সাবজেক্ট এর জায়গায় টেস্টিং মেইল লেখা কি জরুরি?

    সাবজেক্টে আপনার যা খুশি তা লিখলেই হবে… ওটা উদাহরন স্বরূপ দেখানো হয়েছে।

অনেক ধন্যবাদ। টিউনসটা খুবই ভাল লাগলো। বিজি সময়ে ইজি পদ্ধতি।
আপনার দেয়া Auslogics BoostSpeed সফটাওয়ারটিতো ভাই দারুন কাজ করে, আর ফুল ভার্সন দেয়ায় খুবই উপকার হয়েছে। তাই আবারও ধন্যবাদ।
আর দেখছি আপনি বরাবর বড় বড় টিউনস নিয়ে হাজির হন, বড় বড় টিউনস শেষ হয়ে গেলে না আবার হারিয়ে যান, বলছি ছোট হোক বড় হোক সবসময় চালিয়ে যাবেন আশাকরি।

    ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য 🙂 আসলে ভাই এই টিউন-টি কে মিনি টিউন বলতে পারেন।
    আর হ্যা Auslogics BoostSpeed এটা আসলেই ম্যাজিক একটা সফটয়্যার একের ভিতর সব বলা যায়। আমি এটা ব্যাবহার করি…

I need Auslogic boot speed key.

ধন্যবাদ পড়শী টিউনার নাবিল নাবিল.আমিনকে টিউনসটির জন্য। বেশী ধন্যবাদ প্রাপ্য টপ ২০ টিউনারস এ স্থান করার জন্য। আশা করি মানসম্মত টিউন করে সবার প্রত্যাশা পূরন করবেন।

    আসলেই তো টপ 20 !!! ধন্যবাদ ইয়াকুব ভাই নিউজ টা দেবার জন্য…
    আপনি আসেন একদিন আমার এখানে… ভালো লাগবে আমার 🙂

    হুমম 🙂 লেটস সেলিব্রেট পার্টি :d:d হ্যা আশা করি শিগ্রই আসবো।

    ২৬শে মার্চ টেকটিউনস এর জন্য একটা এক্সক্লুসিভ টিউনস করার ইচ্ছা আছে। যদি সময় সংকুলান হয়।

    গ্রেইট নিউজ ইয়াকুব ভাই… আমি অপেক্ষায় থাকবো আপনার টিউনের জন্য 🙂

ভাইয়া, যদি কোন বড় ধরনের ফাইল পাঠানো লাগে তাহলে এখানে এটাচ করব কি করে?

    ভাইয়া সাইট’টি দিয়ে শুধু টেক্সট মেইল করতে পারবেন… এটাচ করার ব্যবস্থা নেই আপাতত 🙁

    ভাইয়া, এই http://www.yousendit.com/ সাইটটা একটু টেষ্ট করে দেখেন।
    এটাতে আপনারা বড় বড় ফাইল ইমেইলে পাঠালে, মেইল থেকে ৭দিনের ভেতরে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন অন্যথায় মুছে যাবে। সবাইকে অনুরোধ এই সাইটটি একটু ঘুরে আসুন। ধন্যবাদ

সুন্দর টিউন । ধন্যবাদ ।

বি: দ্র: http://www.yousendit.com/ এখানে সাইন আপ করার কোন দরকার নেই।
To –

From-

Subject-

Enter Messge

Select File ………. Send it

ভাল টিউন। এর রিভার্সটাও জানিয়ে দিই।

ধরুন, আপনি কাউকে আপনার ই-মেইল আইডি দিতে চাচ্ছেন না। কিন্তু তার কাছ থেকে ই-মেইল পেতে চান। সেক্ষেত্রে http://www.mail4trash.com/ সাইটে গিয়ে যেকোন ই-মেইল আইডি নিতে পারেন। যেমন নাবিল@মেইলফরট্র্যাশ.কম আইডিতে তাকে মেইল পাঠাতে বলতে পারেন। তারপর সেই সাইটে গিয়ে সেই সাইটে গিয়ে example এর পরিবর্তে নাবিল বসিয়ে মেইল চেক করতে পারেন। উল্লেখ্য, এভাবে তৈরি মেইল একাউন্টটি ১০ মিনিট স্থায়ী থাকে।

আজাইরা সাইটগুলোতে সাইন-আপ করতে এই সাইট (মেইল) কাজে লাগতে পারে।

Level 0

অনেক সুবিধা করে ফেললেন !!!!!

অনেক ধন্যবাদ নাবিল ভাই…..
অনেক ইজি লাগতেছে 🙂

ভালো..receiver এর কাছে sender এর info hide থাকছে..

জটিল একটা সাইট অনেক ধন্যবাদ।

Level 0

লিজেন্ডবয়-নাবিল ভাই,ভাল কিন্তু আর কি লিখব ? উপরে তাদের মতামতে সাথে মিলে য়াই,
তবুও আনকমন টিউসসের জন্য ময়মনসিংহে বড় ধন্যবাদদদদদদদদদদদ.. ।

good 1 dude….

জোস একটা জিনিস দিয়েছেন নাবিল.আমিন ভাই।একটা কথা জানার ছিল, আপনি কত দিন সার্স করে বা কত বার সার্স করে এই সাইডের নাম টি পেয়েছেন তা কি জানতে পারি ।প্রশ্ন করার কারন হল আমরা শুধু টিউন গুলো পড়েই যাই কিন্তু এই টিউন গুলো যারা করে তারা যে কিভাবে বা কত পরিশ্রম করে তা কি জানা হয়না বা তার মুল্য বুঝিনা আপনার প্রতি কৃতগ্যতা জানাচ্ছি

প্রিয়তে রাখলাম

Level 2

ধন্যবাদ