সফটওয়্যারস জোন [১ম পর্ব] :: আপনার পিসির যাবতীয় সফটওয়্যারের সিরিয়াল স্ক্যান করে বের করে নিন (উইন্ডোজ/গেমস সহ!) – UPDATED

মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করে আমার নতুন জোন শুরু করছি। বরাবরের মতোই বুঝতে পারছেন যে সফটওয়্যারস জোনে বিভিন্ন সফটওয়্যারস নিয়ে রিভিউ দেওয়া হয়ে। যা আগে কেউ দেয় নি এতো বিস্তারিত ভাবো! হু! যারা গেমস এবং মুভিস জোন পড়েছেন তারা তো জানেনই কিরুপ ধরণ হবে এই নতুন জোনটিরও।

আজ আমি আপনাদেরকে একটি জটিল ফাটাফাটি সফটওয়্যারের সাথে পরিচয় দেব। যা আপনার পিসিতে ইন্সটল কৃত সমস্ত সফটওয়্যারের লাইসেন্স কী স্ক্যান করে খুঁজে দিবে। উইন্ডোজ থেকে শুরু করে ইন্সটলকৃত সমস্ত প্রোগ্রাম (গেমস, ফটোশপ ইত্যাদি)।

সফটওয়্যারটির ডাটাবেসে প্রায় ৪৫৪০টি সফটওয়্যারের সিরিয়াল রয়েছে। এটাকে মামুলি ভাববেন না। আপনার পিসিতে কোন সফটটি কততম ভার্সন রয়েছে তারও সিরিয়াল মিলবে একদম ইউনিকভাবে!! যে যে সফট এর সিরিয়াল রয়েছে তার লিস্ট দেখতে চলে যান নিচের লিংকে:

http://recover-keys.com/en/supported.html

রিকোভার কী’স

 

নির্মাতা:

ওয়ান আপ লিমিটেড

দেশ:

সাইপ্রাস

ধরণ:

সিরিয়াল ফাইন্ডার

সাইজ:

১০ থেকে ৩০ মেগাবাইট

বানানো হয়েছে:

২০০৭ সালে

মুল্য:

২৪.৯৫ থেকে ২৯৯.৯৫ মার্কিন ডলার

অফিসিয়াল ওয়েবসাইট:

http://recover-keys.com

ফিচার:

১। ৪৫০০টির বেশি সফটওয়্যারের এক্টিভিশন কী খুঁজে দেবে এটি। এদের মধ্যে উইন্ডোজ, এমএস অফিস, ফটোশপ ইত্যাদি রয়েছে।

২। রেজিস্টেশন ইনফোও জানিয়ে দেবে

৩। রিকোভারকৃত তথ্য সমূহ টেক্সট, এইচটিএমএল, ওর্য়াড, এক্সেল, পিডিএফ ইত্যাদি ফরমেটে সেভ করতে পারবে

৪। এক্সটারনাল হার্ডডিক্সের ইন্সটলকৃত সফটওয়্যারগুলোও সিরিয়াল বের করতে পারবে

৫। একের অধিক উইন্ডোজ ইন্সটল থাকলেও সবগুলোই স্ক্যান করতে পারবে

৬। সার্ভারে যতগুলো পিসি সংযুক্ত আছে সবগুলোকেই স্ক্যান করা যাবে, একইসাথে!

৭। ৬৪ বিট অপারেটিং সিস্টেম সর্মথণ করে

৮। অটো আপডেট ফিচার

৯। উইন্ডোজ এনটি/২০০০/এক্সপি/ভিসতা/সেভেন/এইটে চলবে

১০। ২৪টি ভাষায় পাওয়া যাবে।

ধাপসমূহ:

টিউনের একদম শেষের থেকে ডাউনলোড করে নিন সফট টি। এরপর

১। রার ফাইলটি আনরার করুন। দুটি ফোল্ডার পাবেন। এখানে x32 ফোল্ডারে যান যদি আপনার উইন্ডোজ ৩২ বিটের হয় আর x64 ফোল্ডারে যান যদি আপনার উইন্ডোজটি ৬৪ বিটের হয়।

২। সেটাপ বাটনে ক্লিক করে সফটওয়্যারটি ইন্সটল করুন

৩। ইন্সটল হয়ে গেল সফটওয়্যারটি চালু না করে প্যাচ সফট দিয়ে প্যাচ করে নিন।

৪। প্যাচ করার পর সফট টি ওপেন করুন এবং সিরিয়াল দিয়ে ফুল ভার্ষনটি একটিভ করে নিন। মনে রাখবেন প্যাচ করার পর সিরিয়াল দিবেন না হলে কাজ করবে না। সিরিয়াল একটি টেক্সট ফাইলে দেওয়া আছে

৫।সিরিয়াল দেবার পর সফটটি রিস্টাট হবে। এখানে কয়েকটি অপশন পাবেন:

এখানে প্রথম অপশনটিতে ক্লিক করুন।

৬। এবার স্ক্যান হবে। সময় লাগবে ১/২ মিনিট আপনার পিসির গতি ও ইন্সটলকৃত সফটওয়্যারের পরিমাণের উপর ভিত্তি করে।

৭। এরপর আপনার পিসিতে ইন্সটলকৃত সমস্ত সফটওয়্যারের লাইসেন্স কী ফলাফলে দেখতে পারবেন।

এখান থেকে আপনার দরকারী সিরিয়াল টি কপি পেষ্ট করুন। ব্যাস!!

সফটওয়্যারটির ডাউনলোড লিংক:  

http://www.saisoftwarecracks.com/2013/04/recover-keys-enterprise-v70384-full.html#axzz2WSCwlxiO

আশা করবো আমার অন্যান্য জোনের মতো এ জোনটিও আপনাদের ভাল লেগেছে এবং কাজে এসেছে। আমার জন্য দোয়া করবেন।

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড দিলাম বস । ট্রাই করে দেখব ।

একটা .TXT ফাইল ডাউনলোড হয়েছে ।

.txt file !!!!!!

Level New

vai download linkta thik kore den

Level 0

বস লিংক আপডেট করেন…….তারপর ডাউনলোড দেব…..

    লিংক ঠিকিই আছে আপনার পন্ডিত বেশি

Level 0

আমি পন্ডিত না আপনি পন্ডিত নিজে একটু চেক করে দেখেন http://www.mediafire.com/error.php?errno=392 আর এতে পন্ডিত এর কি হল আপনাকে তো আমি খারাপ কিছু বলিনি।

ভাই ফাইল ডিলেট করে দিছে পারলে লিংকটি আপডেট করে দিন। টিউনের জন্য ধন্যবাদ। নুতন জোনে শুভকামনা রইলো।

Level 0

এটা কী internet এর সাহায্যে কাজ করে?

Level 0

http://kickass.to/usearch/recover%20keys/
keo na parle ei linkta dekhte paren…torrent dia namate paren…32 & 64 bit dea ase….

Level 2

এই link কাজ করে না,সফটা টার ফোল্ডার ডিলিট করা হয়েছে।

যাক অবশেষে ডাউনলোড করতে সক্ষম হলাম। ধন্যবাদ গেমওয়ালা ভাই

ভাই patch failed দেখায়। আর প্যাচ কিভাবে করতে হয় যদি একটু hints দিতেন…(এই প্যাচ করাটাই শিখতে পারলাম না একবার একবার প্রবাসী আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করসিলাম, আঙ্কেলের ধমক খেয়ে কেটে পড়সি। আল্লাহই জানে এইবার কপালে কি আছে…)

    Level New

    @Rubayet sadman: Ha HA. Patch file run as adminstrator diben. sei soft ti patch korben Sheti jodi chay. tobe tar folder a giye .exe file ti dekhiye din. etai patch 😀 kisu kisu software patch korte patch file ti software folder a paste korte hoy.

হৈ …হৈ…হৈহৈহৈ……শিখে ফেললাম patch করা হৈহৈহৈ!