ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সবচেয়ে সহজ মাধ্যমে!!

আসসালামুয়ালাইকুম।
টেকটিউন্স এ এটাই আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড বরাবরই একটা ঝামেলার ব্যাপার।
কেননা ইউটিউবে ভিডিও ডাউনলোড করার কোন অপশন নেই।
তাই আমরা অনেকেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের জন্য সফটওয়্যার, বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকি।
কিন্তু মাঝে মাঝে এগুলোতেও ডাউনলোড করতে সমস্যা দেখা যায়।

কেমন হবে যদি ইউটিউবেই ভিডিও ডাউনলোডের অপশন থাকে তাও আবার বিভিন্ন ফরম্যাটে??
হুম.......অবশ্যই ভাল হবে। 😀

এর জন্য আপনাকে কষ্ট করে মোজিলা ফায়ারফক্সে  এই অ্যাডঅন্সটি  ইন্সটল করে নিতে হবে।

ছবিতে দেখুন অ্যাডঅন্সটি ইন্সটল এর পরে ইউটিউবে ডাউনলোড এর অপশন দেখাচ্ছে।

এই অ্যাডঅন্সটির মাধ্যমে আপনি নিচের ফরম্যাট গুলোতে ডাউনলোড করতে পারবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেয।

Level 0

আমি আঁধার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

THIS TUNE IS REALLY A “কামের” TUNE.

THANK YOU

আচ্ছা IDM দিয়ে কি কেবল FLV ফরমেটের ভিডিওই ডাউনলোড করা যায়?(কারণ পিসি কেনার পর এখন পর্যন্ত নেট চালাই নি,অদুর ভবিষ্যতে লাইন নেব তাই বললার আর কি……..)

Thank you for share with us.