এখনো মনে আছে, ক্লাশ নাইনে পড়ার সময় স্কুলের ল্যাবের একটি পিসিতে বায়োসের পাসওর্য়াড দিয়েছিলাম মজার করার জন্য। পরে স্যারের ধমক খেয়ে আমি তো পাসওর্য়াড টাই ভূলে গিয়েছিলাম! হায় হায়!! তবে মজার ব্যাপার হলো আমি সব জায়গাতেই ১২৩৪৫৬ এই পাসওর্য়াডটা ব্যবহার করি। (তাই আমার ফেসবুক কিংবা এই ব্লগের আইডি হ্যাক করতে যাবেন না মশাই! এগুলোর পাসওর্য়াড বিশাল বড়!!)।
যাই হোক আজ একটা সিরিয়াস বিষয় নিয়ে টিউন করতে যাচ্ছি। বায়োসের পাসওর্য়াড ভূলে গেছে অথবা রিসেট করতে চাইলে কি করবেন? দুটি পদ্ধতি রয়েছে, একটি সবার জন্য মানে সফটওয়্যারের সাহায্যে আরেকটি তাদের জন্য যারা পিসি হার্ডওয়্যারের কাজ জানেন।
বায়োসের পাসওর্য়াড দেওয়া উচিত নয়। এটি খুউবই সেন্সিটিভ ব্যাপার। তাও অনেকে দিয়ে থাকেন ঝোঁকবশত অথবা মাল্টিপল ইউজারের অত্যাচারের হাত থেকে বাঁচতে। তবে আমিও বায়োসের পাসওর্য়াড দিয়েছিলাম। তবে ১২৩৪৫৬ পাসওর্য়াড সবসময় মনে থাকে আমার!! হাহাহাহা।
বায়োসের পাসওর্য়াড ভূলে গেলে আপনি নিদির্ষ্ট কোনো হার্ডওয়্যারকে একটিভ করতে পারবেন না, সিপিইউ এর টাইম অথবা বুট অর্ডার সিকুয়েন্সও পরিবর্তন করতে পারবেন না।
নেটে এই সমস্যার বহু সমাধান রয়েছে। তবে নেট ঘেঁটে কিছু বেষ্ট পদ্ধতি বের করেছি। আসুন দেখে নেই।
>>>>>>>>>AT YOUR OWN RISK !<<<<<<<
I assume no liability for the accuracy, completeness or topicality of the following instructions. These instructions describe only in general, how to erase the CMOS on PC-Mainboards and Notebooks. It may be completely different for your computer!
টিউনে দেখানো কার্যলাপ টি নিজের ঝুঁকিতে নিয়ে করবেন। টিউনে দেখানো ধাপগুলো আপনার পিসি কিংবা ল্যাপটপের আসল ধাপসমূহ থেকে অন্যরকম হতে পারে। ধাপগুলো জেনারেল ভূমিকায় করা হয়েছে। তাই টিউনে দেখানো ধাপসমূহ দেখে আপনি বায়োস এর কোনো ক্ষতিসাধণ করলে এই টিউনার এবং এই ব্লগ কোনোভাবেই দায়ী থাকবে না।
CMOS RESET
প্রথমত প্রশ্ন হচ্ছে CMOS টা কি? CMOS (Complementary Metal-Oxide Semiconductor) একটি স্ট্যাটিক র্যানডম একসেস মেমোরী (SRAM) যেটি বায়োসের ভ্যালু স্টোর করে। CMOS তার সমস্ত ডাটা হারিয়ে ফেলবে যদি CMOS ভল্টেজ / ব্যাটারিটি যদি খুলে ফেলেন তবে। তবে বিভিন্ন বায়োসের CMOS এর ডাটা হারানোর জন্য কয়েক মিনিট, ঘন্টা কিংবা কয়েক দিনও লাগতে পারে। তাই সর্টটাইমের জন্য ব্যাটারি খুলে তারপর লাগালে কাজ হবে না! তবে এটি শুধুমাত্র পিসিতে প্রযোজ্য।
কখন আপনি CMOS রিসেট করবেন?
* যদি আপনার পিসি বুট না নেয় অথবা বুট প্রসেস এর মাঝপথে ফ্রিজ / হ্যাং হয়ে যায়।
* বায়োস এরোর দেখা দিলে। যেমন “CMOS Checksum Error”
* বায়োসের পাসওর্য়াড ভূলে গেলে
* বায়োস আপডেট এর পরে
* নতুন বায়োস চিপ লাগানো পরে ইত্যাদি।
কোন কোন কম্পিউটারে বায়োস পাসওর্য়াড রিসেট করা যাবে?
* পিসিতে আপনি সিমস রিসেট করে বায়োসের পাসওর্য়াড রিসেট করতে পারবেন। তবে ল্যাপটপ কিংবা নোটবুকে পারবে না। কারণ নোটবুকের সিমস এর চোর প্রতিরোধ সিস্টেম আরো উন্নত তাই। নোটবুকে এক্সট্রা ছোট এবং লুকায়িত আইসি থাকে যেখানে পাসওর্য়াডটি স্টোর করা থাকে। তার মানে এই যে, নোটবুকে / ল্যাপটপে CMOS তে পাসওর্য়াড স্টোর করা থাকে না!!! অন্যান্য নোটবুক / ল্যাপটপ তারা হার্ডডিক্সের হিডেন সেক্টরে পাসওর্য়াডটি স্টোর করে থাকে তবে এটি বহু পুরোনো মডেলের নোটবুকরা করতে পারে। নোটবুকের বায়োসের পাসওর্য়াড রিসেট করতে চাইলে আপনাকে অবশ্যই মেনুফেকচারের সাথে যোগাযোগ করতে হবে।
জাম্পারের সাহায্যে CMOS রিসেট:
অধিকাংশ মেইনবোর্ড মেনুফেকচারা তাদের ওয়েবসাইটের ডাউনলোড সেকশনে একটি মেনুয়াল দিয়ে থাকে যেখানে তাদের মেইনবোর্ড বা মাদারবোর্ডে কোথায় জাম্পার রয়েছে তা ড্রয়িং করা থাকে। সেটা দেখে আপনার পিসির জাম্পারের অবস্থান বুঝে নিন। আর যারা এক্সপার্ট রয়েছেন তারা তো এক নজরেই বুঝতে পারবেন।
বি:দ্র: এই ধাপটি এক্সপার্টদের জন্য উপযোগী। একটু ভূল হলেই আপনার মাদারবোর্ডটি ডেড হয়ে যেতে পারে! সাবধান!
অধিকাংশ কেইসে আপনি একটি সবুজ রংয়ের জাম্পার ক্যাপ খুঁজে পাবেন যা সিমস ব্যাটারির পাশেই থাকে। জাম্পারের গায়ে JBAT1, RTCLR, CLRCMOS, CLRCMS, CMOS_CLEAR, Clear ইত্যাদি লেখা থাকে।
চার ধরণের জাম্পার হয়ে থাকে:
১। ৩ পিন সিমস জাম্পার: এখানে কানেক্টর স্ট্রিপ ৩ পিনের হয়ে থাকে। উপরের ছবিতে ১+২ পজিশনটি হলো ডিফল্ট জাম্পার পজিশন। এখানে সিমস রিসেট করতে হলে ২+৩ নং পজিশনে জাম্পারটি মুভ করতে হবে।
২। ২ পিন সিমস জাম্পার: ডিফল্ট পজিশন বুঝে জাম্পারটি রিমুভ এবং প্লেস করতে হবে।
৩। সোল্জারেড পয়েন্টস: অনেক সময় কোনো কানেক্টর স্ট্রিপস খুঁজে পাওয়া যায় না তখন শুধুমাত্র ২টি সোল্জারেড পয়েন্টকে পেপার ক্লিপের সাহায্যে ব্রিজড করে সিমস রিসেট করতে হয়।
৪। সিমস রিসেট বাটন: নতুন নতুন মাদারবোর্ডে আপনি পাওয়ার, রিসেট, সিমস রিসেট ইত্যাদির বাটন পাবেন । খুবই সহজ! শুধু সিমস রিসেট বাটনে চাপ দিন মিয়া!!
ধাপসমূহ:
১। পিসিটি বন্ধ করে নিন এবং পাওয়ার কর্ডটি আনপ্লাগ করে নিন।
২। পিসি অন/অফ বাটনটি ৩-৫ বার চেপে মাদারবোর্ড কনডেনসার টি ডিসচার্জ করে নিন,
৩। সিমস ব্যাটারি (কয়েন সেল ব্যাটারি) টি খুলে ফেলুন।
৪। সিমস জাম্পারটি এর ক্লিয়ার পজিশনে লাগিয়ে নিন।
৫। কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন (২/৪মিনিট)
৬। সিমস জাম্পারটি এর ডিফল্ট পজিশনে সরান,
৭। ব্যাটারিটি লাগান
৮। পাওয়ার কর্ডের প্লাগ লাগান
৯। পিসি চালু করুন এবং বায়োস সেটাপে যান। Setup Defaults/Optimized Setting নির্বাচন করুন এবং বায়োস সেটিং সেভ করে পিসি রিস্টার্ট দিন।
১০। কাজ না হলে এই পদ্ধতি ১০/১২ বার রিপিট দিন।
বি:দ্র: সিমস রিসেট এর মধ্যে মেইনবোর্ডটি অন করবেন না, এতে সর্ট সার্কটের ফলে আপনার মেইনবোর্ডের ক্ষতি করতে পারে।
সিমস রিসেট (ল্যাপটপ এবং নোটবুক):
যদি আপনার মাদারবোর্ডে জাম্পার না থাকে (ল্যাপটপ এবং নোটবুক) তাহলে আপনাকে সিমস ব্যাটারিটি খুলে রাখতে হবে কয়েকদিনের জন্য। তবে আপনি কয়েকদিন অপেক্ষা করতে না চাইলে নিচের চোরা বুদ্ধিটি কাজে লাগাতে পারেন:
১। নোটবুকটি অফ করুন।
২। সকল accus রিমুভ করুন (অবশ্যই নোটবুকের ব্যাটারিটি খুলে নিবেন)
৩। সিমস ব্যাটারিটি খুলুন (মাঝে মাঝে পেপার ক্লিপের সাহায্য নিন হাতে না পারলে)
৪। সিমস ব্যাটারি পোর্টে একটি মানানসই সাইজের কয়েন ঢুকান (যেমন নতুন ২ টাকার কয়েন)
৫। কয়েন ঢুকাবার পর অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন।
৬। পেপার ক্লিপের সাহায্যে কয়েনটি খুলুন
৭। সিমস ব্যাটারি টি ঢুকান
৮। সমস্ত Accus গুলো লাগান
৯।নোটবুক চালু করুন এবং বায়োস সেটাপে যান। Setup Defaults/Optimized Setting নির্বাচন করুন এবং বায়োস সেটিং সেভ করে নোটবুক রিস্টার্ট দিন।
১০। কাজ না হলে এই পদ্ধতি ১০/১২ বার রিপিট দিন। প্রতিটি বার রিপেটের সময় বাড়িয়ে দিন। তবে ২ ঘন্টা অপেক্ষা করে কাজ না হলে ব্যাটারী খুলে কয়েকদিনের জন্য রেখে দিন।
বি:দ্র: সিমস রিসেটের সময় নোটবুক চালু করবেন না।
উপরের পদ্ধতিতে কাজ না হলে:
* সিমস রিসেট পদ্ধতিতে অপেক্ষার সময় বাড়িয়ে নিন।
* অন্যান্য এডিশনাল হার্ডওয়্যারটি খুলে নিন (যেমন টিভি ,সাউন্ড এবং কনট্রোলার কার্ড)
* আপনার যদি ১টির বেশি র্যাম থাকে তাহলে অতিরিক্ত র্যাম গুলো খুলে নিন।
এতেও যদি কাজ না হয় তবে র্যাম, গ্রাফিক্স এডাপ্টার, হার্ডডিক্স, ডিভিডি ড্রাইভ টিভি ,সাউন্ড এবং কনট্রোলার কার্ড খুলে ফেলুন। এরপর গুণে গুণে এক মিনিটের জন্য আপনার পিসি অন করুন। এরপর সমস্ত পার্টসগুলো লাগান। কাজ হবে আশা করি।
অনেকসময় মাস্টার পাসওর্য়াড দিয়েও সিমস রিসেট করা যায়। তবে ২০০৫ সালের আগের মেইনবোর্ডের জন্য এটি প্রযোজ্য। নতুন মডেলে মেইনবোর্ডে সাধারণত মাস্টার পাসওর্য়াড থাকে না, যদি থাকে তবে সেটার মাস্টার পাসওর্য়াড মেইনবোর্ডের সিরিয়াল নাম্বারের সাথে মিলিয়ে দেওয়া হয়। নতুন মডেলের মেইনবোর্ডের মাস্টার পাসওর্য়াডের জন্য আপনার মেনুফেকচারের সাথে যোগাযোগ করতে হবে।
কিছু পুরোনো মডেলের মেইনবোর্ডের মাস্টার পাসওর্য়াড:
AWARD Master passwords:
01322222 bios lkw peter
1EAAh BIOS lkwpeter
256256 biostar PASSWORD
589589 biosstar SER
589721 CONCAT setup
?award CONDO SKY_FOX
admin condo SWITCHES_SW
alfarome djonet Sxyz
aLLy efmukl SZYX
aPAf g6PJ t0ch88
award h6BB t0ch20x
award_? HELGA-S ttptha
award.sw HEWITT RAND TTPTHA
AWARD SW HLT TzqF
AWARD_SW j09F wodj
AWARD_PW j256 ZAAADA
award_ps j262 zbaaaca
AWARD?SW j322 zjaaadc
awkward j64 zjaaade
AMI Master passwords:
ami amiami CMOSPWD
amidecod AMI.KEY KILLCMOS
amipswd AMISETUP 589589
AMIPSWD AMI?SW ami.kez
AMI AMI!SW ami°
A.M.I. AMI_SW helgasss
aammii bios310 HEWITT RAND
AMI~ BIOSPASS
Master passwords from different Manufacturers:
Advance Integration: Advance
Amptron: Polrty
AST: SnuFG5
Biostar: Biostar / Q54arwms
Compaq:compaq
Concord: last
CTX International: CTX_123
CyberMax: Congress
Daytek+Daewoo:Daytec/Daewuu
DELL: DELL
Digital Equipment: komprie
Enox: xo11nE
Epox: central
Freetech: Posterie
HP Vectra Serie: hewlpack
IBM: IBM / MBIUO / sertafu
IBMAptiva: press both mousekeys
Iwill: iwill
Jet Way: spoom1
Joss Techn.: 57gbz6 / Technolgi
MachSpeed: sp99dd
Magic-Pro: prost
Megastar: Star
Micron: sldkj754 / xyzall
Micronics: dn_04rjc
M Technology: mMmM
Nimble: xdfk9874t3
Packard Bell: Bell9
QDI: QDI
Quantex: teX1 / xljlbj
Research: Col2ogro2
Shuttle: Spacve
Siemens Nixdorf: SKY_FOX
Speedeasy: lesarot1
SuperMicro: ksdjfg934t
Tiny: Tiny
TMC: BIGO
Toshiba:24Banc81/Toshiba/toshy99
ToshibaLaptops: press left Shiftkey
Vextrec Technology: Vextrec
Vobis: merlin
WIMBIOS v2.10: Compleri
Zenith: 3098z / Zenith
Zeos: zeosx
অনেকসময় ভিন্ন কী চেপে বায়োসে প্রবেশ করা যায়!! যা আগে আমি জানতাম না!!
Keystrokes Mainboard manufacturer
Del AMI, AWARD
ESC Toshiba
F1 Toshiba, Phoenix and later models from Late model PS/1 Value Point and 330s
F2 NEC, Dell
F10 Compaq
Ins IBM PS/2s
twice Reset Dell
Alt+Return Dell
Alt+"?" some PS/2-Models
Ctrl+Esc General
Ctrl+Ins some PS/2-Models
Ctrl+Alt+Esc AST Advantage, Award, Tandon
Ctrl+Alt+"+" General
Ctrl+Alt+S Phoenix
Ctrl+Alt+Ins Zenith, Phoenix
Ctrl+S Phoenix
Ctrl+Shift+Esc Tandon 386er
Ctrl+Shift+Alt +Del(num.Keypad) Olivetti PC Pro
Setupdisk Compaq, Epson, IBM, Toshiba, 286er
ডানদিকের মেইনবোর্ডের মডেল অনুসারে বাম দিকের কীসমূহ চেপে পাসওর্য়াড দেওয়া থাকলেও বায়োসে ঢুকা যায় বিকল্প উপায়ে।
অথবা আপনি বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিতে পারেন। তবে সফটওয়্যারগুলো তেমন সাহায্য করতে পারবে না বলে আমি মনে করি:
http://www.softpedia.com/progDownload/CmosPwd-Download-2941.html
http://en.kioskea.net/download/download-19507-cmos-password-recovery-tools-5-0
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Thanks