আসসালামু আলাইকুম । নেটস্পিড মনিটর মূলত আপনার উইন্ডোজ এর ট্যাব এ নেটের স্পিড দেখায় । আমার মনে হয় না নতুন করে কিছু বলতে হবে । তবুও বলছি নেটস্পিড মনিটর আপনার আইএসপি এর স্পিড দেখাবে এবং কি পরিমান ব্যবহার করেছেন তাও দেখাবে । যাক , এবার আসল কথা বলি । কিভাবে ইন্সটল করবেন উইন্ডোজ ৮ এ তা আমি দেখাব ।
প্রথমে আপনার সফটওয়ার নামিয়ে নিন ।
এবার অন করুন । এরকম এরর দেখাবে আশা করি ।
আচ্ছা , ব্যাক করে properties এ যান
এবার আপনাকে Compatibility ট্যাব এ Compatibility mode এ "Run this program in compatibily mode fo
এবার ইন্সটল করে দেখুন তো ? কাজ হয়েছে !
টিউন হয়ত এবার ছোট হয়ে গেছে । তবুও কাজে দিবে আশা করি ।
আল্লাহ হাফেজ
প্রথম প্রকাশিত এখানে
আমি Ajmir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 284 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো ট্রিক !