এক সাথে একাধিক Skype Account Run করা দরকার? কোন সফটওয়্যার ছাড়া? সবচেয়ে সহজ উপায়ে?

হ্যাল্লো........

কেমন আছেন সবাই? আশা করি ভালো। স্বাগতম জানাচ্ছি আমার দ্বিতীয় পোষ্টে।

তার আগে আপনাদের সব্বাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমার প্রথমBOOTABLE PENDRIVE (WIN XP/7/8) সবচেয়ে সহজ উপায় [কোন Software এর সাহায্য ছাড়াই] পোষ্টে অভাবনীয় সাড়া প্রদানের জন্য।

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে একটি  computer  এ আপনি আপনার একাধিক  Skype Account একসাথে Run করতে পারেন, অর্থাৎ এক সাথে একাধিক Skype Account এ Log In করতে পারেন কোন ধরনের সফটওয়্যার ছাড়া

1. প্রথমে আপনার পি.সি তে Skype  Install করুন।

2. এবার Skype Quit করুন-

3. Run Command এ যান- (Start> All Programs> Accessories> Run)  অথবা ( Windows + R একসাথে চাপুন)

4. নিচের লিংকটি Paste করুন এবং  OK চাপুন

     C:\Program Files\Skype\Phone\

5. Skype executable file (Skype.exe) পাবেন, এতে Right click করুন এবং সিলেক্ট করুন Send to > Desktop (create shortcut)

6. desktop এ shortcut  টিতে  Right click করুন এবং Properties সিলেক্ট করুন
7. Target field  এ    /secondary  কোডটি যোগ করে দিন এবং  OK   Click করুন।

ব্যস কাজ শেষ এবার Log In করুন যত খুশি তত Skype Account এ

Level 0

আমি Md_Nadim_Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

kaj hoi na, Faltu

right @jojo

ভাই Secondary Code কি? আমি এটা Active হচ্ছে না।please help me…

@ jojo @ নিশান @ Mahabubfakir : 100% কাজ হয়। আমি করেছি। Code টা \ চিহ্ন সহ কপি পেষ্ট করুন। Target বক্স এ যা আছে সব ঠিক থাকবে। শুধু ( /secondary ) ব্রাকেটের ভিতরের অংশটুকু তার সাথে যোগ করে দিন। আর ভাই jojo, নিজে না পারলে পরের দোষ দিয়েন না, নিজের সমালোচনা করতে শিখুন। আমি না চেক করে কোন পোষ্ট করিনি।

thanks

Thanks. U can understand well from this video
https://www.youtube.com/watch?v=B–xROBqT8I