BOOTABLE PENDRIVE (WIN XP/7/8) সবচেয়ে সহজ উপায় [কোন Software এর সাহায্য ছাড়াই]

আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরে TechTunes  এর সুবিধা নিচ্ছি,  এটাই আমার প্রথম পোষ্ট। তাই কোন রকম ভুলের জন্য সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পোষ্টে আমি আলোচনা করবো কিভাবে সবচেয়ে সহজ উপায়ে কোন Software এর সাহায্য ছাড়াই Windows XP/7/8 এর Bootable Pendrive বানানো যায়।

কথা আর না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক-

বিষয় বস্তু : Bootable Pendrive (অর্থাৎ, Pendrive কে  Bootable বানানো । মূলত আমরা Windows XP/7/8 এর Bootable Pendrive কিভাবে বানাতে হয় তা নিয়ে আলোচনা করবো।)

উপকরণ : একটি Pendrive, এবং Windows XP/7/8  এর File

প্রস্তুত প্রণালী: প্রথমে,  Pendrive টি কে NTFS এ Format করুন।

তারপর, Windows XP/7/8 এর File টি Pendrive  এ Copy করে দিন। (ছবিতে Windows 7 এর নমুনা দেখানো হয়েছে)।

এই File টি ISO Image  না। আপনারা যেকোন CD/DVD বা অন্য কোন স্থান থেকে Windows এর File টি সংগ্রহ করতে পারেন।

ব্যস, হয়ে গেল Windows XP/7/8 এর Bootable Pendrive.

এখন আপনারা এই Bootable Pendrive দিয়ে PC তে Windows Install করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে, আশাকরি আপনারা আমাকে উৎসাহিত করবেন।

বি.দ্র. এই পদ্ধতিতে Pendrive  Bootable করে আমি ব্যবহার করেছি। 100% Working. Checked by me.

Level 0

আমি Md_Nadim_Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আর বুটেবল হয়ে গেল ? লিনাক্স ইন্সটল দিতে গেলে কি করবেন? এই রকম কপি করে দিবেন??
http://www.pendrivelinux.com/yumi-multiboot-usb-creator/
অথবা
Universal USB Installer নিয়া একটা টিউন করেন, কামে দিব।

    @Anwar: “মূলত আমরা Windows 7 এর Bootable Pendrive কিভাবে বানাতে হয় তা নিয়ে আলোচনা করবো।”

    i’ll try. thanx

Level 0

এইখানে সকল Windows এর Bootable Pendrive কিভাবে বানাতে হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে । আপনারা চেষ্টা করলে ১০০% সাফল্য পাবেন ।https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/213620

আমার কাছে সবচেয়ে সহজ লাগে এটা https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/126658

এই লিঙ্ক টা দেখুন।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/126658

কাজে দিবে

Level 0

জায় হক জটিল এক্তা ইনফো দিলেন মামু ধন্যবাদ 🙂

    @djjmahbub: আপনারেও ধন্যবাদ মামুওওওওওওওওওওওওওওওওওওওওহ্হ্হ্হ্হ্‌

1. শুধু মাত্র পেন ড্রাইভকে এনটিএফএস সে ফরম্যাট করে 7 এর সকল ফাইল পেন ড্রাইভে কপি করে পেষ্ট করলেই হয়ে যাবে? (আপনার টিউন অনুসারে)

2. 7 এর সকল ফাইল পেন ড্রাইভে কপি করে পেষ্ট করার আগে সিএমডি (কমান্ড প্রোমম্ট) দিয়ে কি পেন ড্রাইভে বুট লোডার আপডেট করতে হবে না?

না বুট লোডার আপডেট করতে হবে না
আমার লাগে নি। Windows XP/7/8 তিনটা ভার্সনই আমি আমার PC তে ট্রাই করেছি । ধন্যবাদ।

Level 2

Aita Dia Toh Only Win 7 Kaj Kore aita Age Theke Jani…
But Win xp ki ai format e Kaj Korbe …..Apne ki try korchen
Plz Tell Me

Level 0

Valo o kajer jinish, thanks…

Level 0

vai ami o jante chai je ai vabe ki win xp te kaj korbe, r u try it fr win xp?

    @shonzim: আমি আমার PC তে ট্রাই করেছি । 100% working

    ধন্যবাদ।

Level 0

Bhai sudhu ki NTFS a convert kore format korbo r tarpor XP er file gulo Pen drive a paste kore dibo????

    @anandatech: হ্যা ভাই, শুধু NTFS এ format করবেন আর তারপর Windows এর file গুলো Pendrive এ paste করে দিবেন। ধন্যবাদ।

Level 0

Bhai Registry software er serial kon site theke pabo bolte parbe? download kore install korle serial key chai.

Level 0

vai ntfs mane ki? ami to formet dite giye ntfs lekha pelam na

NTFS (New Technology File System) যা উইন্ডোজ এর ডিফল্ট ফাইল সিস্টেম।

ভাই পেনড্রাইভ ফরমেট দিতে গেলে একটা বক্স আসে । ওখানে File system নামে একটা অপশন আসে (প্রথম ছবিতে দেখানো আছে)। ওখানে ক্লিক করলেই NTFS পাবেন।

    Level 0

    @Md_Nadim_Hossain: Bhai kaj hocche na NTFS a copy paste koreo. onno bikolpo ache kichu ki?