আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরে TechTunes এর সুবিধা নিচ্ছি, এটাই আমার প্রথম পোষ্ট। তাই কোন রকম ভুলের জন্য সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পোষ্টে আমি আলোচনা করবো কিভাবে সবচেয়ে সহজ উপায়ে কোন Software এর সাহায্য ছাড়াই Windows XP/7/8 এর Bootable Pendrive বানানো যায়।
কথা আর না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক-
বিষয় বস্তু : Bootable Pendrive (অর্থাৎ, Pendrive কে Bootable বানানো । মূলত আমরা Windows XP/7/8 এর Bootable Pendrive কিভাবে বানাতে হয় তা নিয়ে আলোচনা করবো।)
উপকরণ : একটি Pendrive, এবং Windows XP/7/8 এর File
প্রস্তুত প্রণালী: প্রথমে, Pendrive টি কে NTFS এ Format করুন।
তারপর, Windows XP/7/8 এর File টি Pendrive এ Copy করে দিন। (ছবিতে Windows 7 এর নমুনা দেখানো হয়েছে)।
এই File টি ISO Image না। আপনারা যেকোন CD/DVD বা অন্য কোন স্থান থেকে Windows এর File টি সংগ্রহ করতে পারেন।
ব্যস, হয়ে গেল Windows XP/7/8 এর Bootable Pendrive.
এখন আপনারা এই Bootable Pendrive দিয়ে PC তে Windows Install করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে, আশাকরি আপনারা আমাকে উৎসাহিত করবেন।
বি.দ্র. এই পদ্ধতিতে Pendrive Bootable করে আমি ব্যবহার করেছি। 100% Working. Checked by me.
আমি Md_Nadim_Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@jahidjoy88: thanx