সহজে সেট করুন একই রকম ভিউ সকল ফোল্ডারে

বিসমিল্লাহির রহমানির রাহিম

খুব পরিচিত ও সহজ এবং ছোট একটা বিষয় নিয়ে টিউন করব আজ। ভেবেছি আমি আর কখনো টেক টিউনে টিউন করব না। কারন বিগত ২ -৩ দিন যাবৎ আমি টেকটিউনে যত গুলো টিউন করেছি তার সব গুলো টিউন কিছুক্ষণ থাকার পর তা ফেলে দেয়া হয়েছে, কি কারনে বা কেন ফেলে দেয়া হয়েছে তা কখনোই বলা হয় নি আমার টেকটিউনের এক বড় ভাই শুধুৃ এটা বলেছে যে আমার টিউনে তিনি কপি ফেষ্ট পেয়েছেন কিন' এ কথা সবাইকে স্বীকার করতে হবে যে একই জিনিস দুই ্‌জনে জানতে পারে।তাহলে কি ২য় জনে টা কি কপি করা কিছু। তা আমার মনে হয় না।শেষ পর্যন্ত আশা করি টেক টিউন কর্তৃপক্ষ আমার টিউন গুলো আবার সবার কাছে প্রকাশ করবে।

আজকে যে টিপস টা দেব তা হল আমরা যখন ইউন্ডোজে আমাদের ফোল্ডার গুলো যখন ওপেন করি তখন ফোল্ডারের ফাইল গুলো বিভিন্ন ভাবে ভিউ করে। আবার সব ফোল্ডার এক রকম ভিউ করে না । আপনি যদি চান তাহলে সব ফোল্ডার এক রকম ভিউ করাতে পারেন এর জন্য আপনাকে প্রথমে যে কোনএকটি ফোল্ডারে যেতে হবে তার আপনি কি রকম ভিউ চান তা দিয়ে দিবেন এবং তার পর উপরের মেনু বার থেকে ফোল্ডার অপসনে যান তা থেকে ভিউ তে যান। তারপর ঐ খানে ফোল্ডার ভিউ এর আাওতায় একটি লেখা খুজে পাবেন তা হল apply to all folder এবং তাতে ক্লিক করে ড়শ দিয়ে বের হয়ে আসুন এবার দেখুন আপনার কম্পিউটারের সকল ফোল্ডারের ভিউ একই রকম হয়ে গেছে।
টিউন টি যথেষ্ঠ প্রয়োজনীয় কিছূ না তারপর ও
টিউন টি যদি কারে জানা থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। ভালো লাগলে কমেন্ট করবেন।

রাসেল

Level 0

আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি নিয়ে থাকতে ভালবাসি। গত তিন বছর নিজের চেষ্টায় বিনা প্রশিক্ষণে অনেক কিছু শিখেছি। আরো কিছু শিখতে চাইছি। ইচ্ছা আছে প্রযুক্তি নিয়ে নিজের ক্যারিয়ার গড়া কিন্তু অনেক বাধা তার পর ও...................................................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মনে কষ্ট নিয়েন না। দুনিয়াতে সবখানেই ক্ষমতাবানরা দূর্বলদের অবহেলা করে। যাই হোক সুন্দর টিপসের জন্য ধন্যবাদ।

    জ্বি না, এক ঘন্টার মাঝে আপনি ১০ টা টিউন হুবোহু কপি পেস্ট মারছেন।
    আমরা কপি পেস্ট টিউন টেকটিউনস এ রাখি না।
    টেকটিউনস এর নীতিমালা নিয়া করা আমার টিউন টি দেখে নিন।
    আর নিজে লেখুন, অন্যথায় ঘটনা পুনরায় একি হবে।

ভালো লাগল, সুন্দর টিউনস করার জন্য………….

সুন্দর টিউনস

অভিযোগ যদি সত্যি হয় তবে খুব দ:খের কথা। ভালো টিউনস করেছেন।