ফায়ারফক্সে ব্যবহার করুন পুরনো আ্যডঅনস।

ফায়ারফক্সে ব্যবহার করুন পুরনো আ্যডঅনস।

জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্স একটি মুক্ত সফটওয়ার। ফায়ারফক্সে বাড়তি সুবিধা পেতে ব্রাউজার এর সাথে আমাদের বিভিন্নে অ্যাডঅনস সংযুক্ত করতে হয়।

যারা ফায়ারফক্সের নতুন সংস্করন  ডাউনলোড করেন, তাদের ব্রাউজারে পুরোনো অ্যাডঅনস সমর্থন করে না।

তাই এর নতুন সংস্করন বাজারে আসার সঙ্গে সঙ্গে আধিকাংশ নির্মাতাই তাদের তৈরি অ্যাডঅনস আপডেট করে ফেলেন ।

তবে যেগুলো আপডেট করা হয় না, সেগুলো ব্যাবহার করতে গিয়ে ব্যাবহারকারীকে অনেক সমস্যায় পড়তে হয় বা বিভিন্ন সফটওয়ার আমরা ফুল ভার্ষন পাই না ।

তাই তখন আমারা অ্যাডঅনস অপডেট করতে পারি না ।

এই ক্ষেত্রে ফায়ারফক্সের এক্সটেনশন চেকিং ফিচারটি বন্ধ করে দিলেই আপডেট ফায়ারফক্সে নতুন - পুরনো  সকল অ্যাডঅনস ব্যাবহার করতে পারবেন ।

এ জন্য ফায়ারফক্সের এড্রেসবারে লিখুন about:config । এরপর Enter বাটন চাপুন।

এবার যে পৃষ্টাটি আসবে সেখানে I'll carefull , I promise! বাটনে ক্লিক করতে হবে।

এবার যেকোনো যায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে মেনু থেকে New>Boolean এ ক্লিক করতে হবে।

New Boolean value বক্সে extensions.checkCompatibility  লিখে false নির্বাচন  করে Enter করুন।

এইবার আপনি আপনার আপডেট ফায়ারফক্সে পুরোনো অ্যাডঅনস ব্যাবহার করতে পারবেন

ভাল লাগলে প্রিয় পোষ্ট ও কমেন্ট করতে ভুলবেন না

আমার ওয়েব সাইট

Level 0

আমি skdurjoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

agei jantam.. tao valo laglo sobai janse dekhe

    Level 0

    @Halum: Tanks . Amio Jantam . aro agai . Vablam sobaika janai…..