অনেকেই হয়ত এমন এক situation এ পরেছেন যেখানে, আপনার বাসায় বিদ্যুৎ & ups নাই,আপনার সিডি রম এর ভিতরে একটা সিডি যেটা আপনার দরকার। ঠিক ২০০৪ সালে আমি এই প্রবলেম ফেছ করি। সেদিন অনেক কষ্ট করেও সিডি টা বের করতে পারিনি । তার কিছু দিন পর জানলাম যে এর সমাধান এতো ছোট। তাই আজ এই ক্ষুদ্র টিউন টা করলাম।
(বি.দ্রঃ এটা অভিজ্ঞ টিউনারদের জন্য নয়। আমার মত কম্পিউটার kiddi দের জন্য)
কোন বেপার না... শুধু খেয়াল করে দেখুন যে আপনার সিডি বা ডিভিডি রম এর সামনের দিকে ছোট্ট একটা ফুটা আছে কিনা। ব্যাস হয়ে গেল বলতে...এখন নিরলজ্জের মত চিকন কিছু ( কাঠি,সুই ইত্যাদি) ডুকিয়ে মাঝারি জোরে গুতা দিন, দেখবেন সাই সাই করে সিডি রম এর দরজা খুলে গেছে......!!!!!
caution: খেয়াল রাখবেন জোরে গুতা দিতে গিয়ে আবার কাঠি ভেঙ্গে ভিতরে থেকে না যায়।
কেউ আগে এই টিউন করে থাকলে sorry.
আর আমিতো আছি ই facebook এ http://facebook.com/rayhanrm
আমি Gomonto Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুখোড় টিউন! কাজে না লেগে পারেই না।