কখনো কাজের তাড়া আবার কখনো আগে থেকেই ওর্য়াডে কিছু লাইন ক্যাপসলক করা থাকে। মানে সব বড় হাতের অক্ষরে লেখা থাকে। এখন উপায় কি এগুলো কে নরমালে আনার>>>???
খুবই সোজা!
প্রথমে ক্যাপসলক করা লাইনে সিলেক্ট করুন।
এরপর আর কিছু করতে হবে না। Shift + F3 বাটন চাপুন। হয়ে যাবে ছোট হাতের অক্ষরে!
তবে দেখুন সব অক্ষর ই ছোট হাতের। তাই আবারো Shift + F3 বাটন চাপুন। এবার প্রতিটি সেনটেনস এর শুরু অক্ষর বড় হাতের হবে!!
তৃতীয় বার Shift + F3 বাটন চাপলে আবার আগের মতো বড় হাতের অক্ষর হয়ে যাবে।
তবে আপনি যদি Ctrl + Shift + K চাপেন তবে লেখাগুলো ছোট হয়ে যাবে! যা হেডার এর জন্য উপযোগী!!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
আগে থেকে জানতাম (নতুনদের কাজে আসবে)