ভিডিও ফাইল করাপ্ট অথবা ডেমেজ! এই সব কাহিনী দেখতে কি ভালো লাগে??? মিডিয়া প্লেয়ার অথবা ভিডিও ল্যান প্লেয়ার যেইটাতেই এই ফাইল ওপেন করবেন হবে না! রিপেয়াল করলেই অরিজিনাল কোয়ালিটি হারাবেন! তো এখন কি করবেন?? নতুন করে ডাউনলোড অথবা আবারো নতুন সিডি/ডিভিডি কিনতে হবে! উফফ!
সকল সমস্যার সমাধান রয়েছে। এটিরও রয়েছে।
ধাপসমূহ:
১। SMPlayer সফটওয়্যারটি ডাউনলোড করে নিন:
http://smplayer.sourceforge.net/downloads.php?tr_lang=en
২। ইন্সটল করুন।
৩। ইন্সটলের মাঝখানে এই সফটওয়্যার তার নিজস্ব কোড ডাউনলোড করে নিবে। তাই নেট কানেক্টশন অন রেখে ইন্সটল করবেন।
৪। এবার একটি করাপ্ট ভিডিও প্রথমে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এবং পড়ে ভিডিও ল্যান প্লেয়ার (VLC) তেও চালানোর চেষ্টা করুন। নিজের মতো মেসেজ পাবেন। যদিও ভিডিও ল্যান প্লেয়ারে রিপেয়ার অপশন আছে তবে এটি তেমন কাজের নয়।
৫। এবার SMPlayer ওপেন করুন।
৬। সরাসরি করাপ্ট ভিডিও ফাইলটি ড্রাগ করে এনে সফটওয়ারটির উপর ছেড়ে দিন অথবা পুরতন উপায়ে ফাইল>ওপেন কমান্ড ব্যবহার করে করাপ্ট ভিডিওটি ওপেন করুন।
৭। ফাইলটি চলবে!! হাহাহাহাহা
চাইলে স্ক্রিণশট ও নিতে পারেন ক্যামেরা বাটনে ক্লিক করে। (ভিডিও ফাইলের সাধারণ ভাবে স্ক্রিণশট নেওয়া যায় না)
স্ক্রিণশটের কোয়ালিটি আপনার ভিডিও ফাইলের কোয়ালিটির উপরে নির্ভর করে।
প্রোগ্রামটির আরেকটি ফিচার হলো অটো সাবটাইটেল। এটির জন্য সাবটাইটেল মেনু হতে Find subtitles on Opernsubtitiles.org কমান্ডে ক্লিক করুন।
রেজার্ল্ট হতে আপনার পছন্দের টি ডাউনলোড করে নিন।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
কাজ হয় না রে ভাই………… ক্ষতিগ্রস্থ ফাইল চইল্লো না………