অডিও ফাইলের সাউন্ড বাড়িয়ে নিন আরো!

এইটা কোনো বিষয় হইলো টিউনের?? হাহ! আপনার অনেকেই মনে হয় প্রথমে এই কথাটাই বলবেন! যাই হোক, অনেক অডিও ফাইল আছে যেমন আপনার মোবাইল দিয়ে রেকর্ড করা অডিও ফাইল , যার সাউন্ড লেভেল আপানার মোবাইলের সীমাবদ্ধতার জন্য অল্প, অথবা যারা ভুত এফএম ডাউনলোড করে শুনেন তারা জানেন যে এইসব ফাইলের সাউন্ড তেমন থাকে না। ভলিয়ম বাড়িয়ে দিলেও তেমন একটা লাভ হয় না যাদের বড় সাউন্ড বক্স নেই। তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি সফটওয়্যার যার ব্যবহারের মাধ্যমে যেকোনো অডিও ফাইলের সাউন্ড কমানো-বাড়ানো, গান স্লো করে দেওয়া, গানের স্পিড বাড়ানো এমনটি মিক্সও করা যায়।

 

আসুন সরাসরি টিউনে চলে যাই:

 

১। প্রথমে গোল্ডওয়াভ নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর ইন্সটল করুন।

http://www.uploadbaz.com/4h7lzgog5mr0

or

http://www.4everload.com/index.php/download/c4801ae2859e/GoldWave%205.68.rar.html

 

 

২। এরপর সিরিয়াল অথবা কিজেন দিয়ে সফটওয়্যারটির ফুল ভার্সন করে নিন। কাজের জিনিস কখনোই ফ্রি তে হয় না!!

 

৩। এরপর সফটটি ওপেন হবে।

 

৪। প্রোগ্রামের ফাইল মেনু থেকে ওপেন কমান্ড ব্যবহার করে আপনার অডিও ফাইলটি খুলুন যেটির সাউন্ড বাড়াতে চান।

৫। উপরের দিকে দেখুন চেঞ্জ ভলিয়ম বাটন রয়েছে। ক্লিক করুন।

 

৬। এবার ভলিয়ম স্লাইড বার যত ডান দিকে নিবেন তত ভলিয়ম বাড়বে আর যত বাম দিকে নিবেন তত সাউন্ড কমবে।

 

৭। ফাইলটির প্রিভিউ শুনে ফাইলটি সেভ করুন।

 

ব্যাস! হয়ে গেল!!

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস কখনোই ফ্রি তে হয় না!!..এই কথাটার মানে বুঝলাম না। আপনি সিরিয়াল কি দিতে না পারলে ফুল ভার্সন করব কিভাবে? আপনি কি টাকা দিয়ে কিনতে বলতেছেন? নেটে তো এই সফটওয়ার এর কি আছে……টাকা দিয়ে কেনার দরকার কি………..

আপনি কি
জানেন  QQPlayer_English-3.7.892  দিয়েও
স্বাভাবিকের চেয়ে
অধিক সাউন্ড হয়…
যা কেনার কোন প্রয়োজন
নেই…

asob tune download koreia taka kamanor dhanda