হু! পর পর ৩টা পোষ্ট দিলাম এন্ড্রয়েড নিয়ে। এবার একটু ভিন্ন স্বাদ যোগ করা যাক। নিয়ে এলাম ব্ল্যাকবেরি মোবাইল অপারেটিং সিস্টেম!!
এটি যেহেতু এমুলেটর দিয়ে ব্যবহার করতে হবে তাই ডুয়াল কোর পিসি লাগবে। পেন্টিয়াম ৪ তেও ব্যবহার করতে পারেন তবে রির্স্ক আপনার!
আসুন সরাসরি টিউনে চলে যাই:
ব্ল্যাকবেরি এমুলেটর চালাতে হলে আপনার পিসিতে জাভা ফ্রেমওর্য়াক এর সর্বউন্নত সংস্করণ ইন্সটল করা থাকতে হবে। যেহেতু জাভা ফ্রেমওর্য়াক তেমন ব্যবহার করা হয় না তাই আমার বিশ্বাস অধিকাংশ পিসিতেই এটি নেই। তাই প্রথমে নিচের লিংক হতে জাভা ফ্রেমওর্য়াক সফটওয়্যারটি ডাউনলোড করে পিসিতে ইন্সটল করে নিন:
http://java.com/en/download/windows_xpi.jsp
এবার নিচের লিংকে চলে যান:
http://us.blackberry.com/developers/resources/simulators.jsp
এখানে অনেকগুলো প্রিলোডেড এমুলেশন পাবেন। আপনার পছন্দেরটি ডাউনলোড করুন।
অথবা
আপনার পছন্দের মোবাইল মডেল ও নিদির্ষ্ট অপারেটিং সিস্টেম নির্বাচন করেও ডাউনলোড করতে পারেন
ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ইন্সটল করুন
ইন্সটল করা হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন
লোডিং শেষ হলে এমুলেটরটি ব্যবহার এর জন্য রেডি!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
size koto