কিছুদিন আগে আমি একই বিষয় নিয়ে দুটি পর পর টিউন করেছিলাম। ওই দুইটি টিউনগুলো এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইন্সটল নিয়ে। ওগুলো যারা পিসি ভালো চালাতে পারেন তাদের জন্য। ওই দুইটা ছিল Android SDK (Software Development Kit)। যাই হোক আজ একটি সহজ উপায় বলবো। যদিও অনেকেই উপায় টি জানেন।
Android App Player for PC নামে খ্যাত একটি সফটওয়্যার যার নাম BlueStacks এর সাহায্যে আপনি সহজ উপায়ে এন্ড্রয়েড সফট পিসিতে ব্যবহার করতে পারবেন।
ধাপসমূহ:
BlueStacks সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
http://www.tomsguide.com/us/download/BlueStacks-App-Player-alpha-,0301-43519.html#
সফটওয়্যারটি ইন্সটল করুন।
ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করুন। Full Screen জুড়ে সফটওয়্যারটি লোড হবে।
এপপস বাটনে ক্লিক করে সফটওয়্যারটির সাথে থাকা ডিফল্ট এপপ গুলো চালাতে পারবেন।
এছাড়াও আপনার পছন্দের অন্যান্য এপপ ও চালাতে পারবেন তবে অন্যান্য এপপ আপনাকে আলাদা করে ডাউনলোড করে নিতে হবে। যেমন একটি ড্রাগ রেসিং গেম আমি চালাচ্ছি:
যেহেতু এটি সরাসরি সফট দিয়ে চালানো হচ্ছে তাই আগের মতো অত হাই কোয়ালিটি পিসি লাগবে না, তবে ডুয়াল কোর সাথে ২ গিগা র্যাম থাকলেই যথেষ্ট।
এন্ড্রয়েড নিয়ে অনেক কথা হয়েছে। সামনের টিউনে ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম নিয়ে টিউন করবো। অপেক্ষায় থাকুন। 😀
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
এটা আমার কাছে সব্চেয়ে সহজ মনে হচ্ছে…
এটা দিয়ে কি সব এপেক এপ্স চালানু যাবে…