সহজ উপায়ে এন্ড্রয়েড সফট পিসিতে ব্যবহার করুন।

কিছুদিন আগে আমি একই বিষয় নিয়ে দুটি পর পর টিউন করেছিলাম। ওই দুইটি টিউনগুলো এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইন্সটল নিয়ে। ওগুলো যারা পিসি ভালো চালাতে পারেন তাদের জন্য। ওই দুইটা ছিল Android SDK (Software Development Kit)। যাই হোক আজ একটি সহজ উপায় বলবো। যদিও অনেকেই উপায় টি জানেন।

Android App Player for PC নামে খ্যাত একটি সফটওয়্যার যার নাম BlueStacks এর সাহায্যে আপনি সহজ উপায়ে এন্ড্রয়েড সফট পিসিতে ব্যবহার করতে পারবেন।

 

ধাপসমূহ:

 

BlueStacks   সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

http://www.tomsguide.com/us/download/BlueStacks-App-Player-alpha-,0301-43519.html#

 

সফটওয়্যারটি ইন্সটল করুন।

 

ইন্সটল করার পর সফটওয়্যারটি ওপেন করুন। Full Screen জুড়ে সফটওয়্যারটি লোড হবে।

 

এপপস বাটনে ক্লিক করে সফটওয়্যারটির সাথে থাকা ডিফল্ট এপপ গুলো চালাতে পারবেন।

এছাড়াও আপনার পছন্দের অন্যান্য এপপ ও চালাতে পারবেন তবে অন্যান্য এপপ আপনাকে আলাদা করে ডাউনলোড করে নিতে হবে। যেমন একটি ড্রাগ রেসিং গেম আমি চালাচ্ছি:

 

 

যেহেতু এটি সরাসরি সফট দিয়ে চালানো হচ্ছে তাই আগের মতো অত হাই কোয়ালিটি পিসি লাগবে না, তবে ডুয়াল কোর সাথে ২ গিগা র‌্যাম থাকলেই যথেষ্ট।

 

এন্ড্রয়েড নিয়ে অনেক কথা হয়েছে। সামনের টিউনে ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম নিয়ে টিউন করবো। অপেক্ষায় থাকুন। 😀

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আমার কাছে সব্চেয়ে সহজ মনে হচ্ছে…
এটা দিয়ে কি সব এপেক এপ্স চালানু যাবে…

Level 0

Hd game gula khelte parbo গেমওয়ালা ভাই ?

    পারবেন তবে হাই কোয়ালিটি পিসি না থাকলে স্লো হয়ে যাবে

vai my to 1gb ram,,tobe dual core prosessor..my ki hobe?

vai software ta j ato choto hobe ta vabi nai…. download korte korte ami fokir hoye jabo…

Level 0

vai amar pc AMD FX6100 , 8 gb ram , GTX 550ti
ami android game hero of sparta ta khelar khov ecca
onek age akbar BlueStacks set up desilam tokhon game ta kaj kore nai
apni aktu try kore janaben ?
game’er link http://android.mob.org/game/hero_of_sparta.html

ভালো জিনিশ কিন্তু আমার ফেসবুক এর অ্যাপস টা লাগবে…। মার্কেট এ কিভাবে ঢোকা যায়??

vai …amar -2.00 GB= RAM,prosessor=AMD E-300 APU 1.30 GHz…
vai ami kamon game khalte parbo…plz bolben…..

ami bluestacks split installer dsi.instal dte onk data consume hoice. Fruit ninja,zombie runway 2ta gm khelte parci.bt nfs most wnted,subway surfers8.7 khelte parini.ekta te ble j game ta authorized na,r subway surfr ta loading hoe asena.eta kno hy,plz er solutn din fahad vai.