DVD/CD-ROM DRIVE হাইড করুন খুব সহজে

বন্দ্ধুরা কেমন আছ? আশা করে ভাল আছ, আর ভাল থেক সব সময় কামনাও তাই। আজ তোমাদেরকে ছোট একটি TRICKS দেখাব, হাঁ বন্ধুরা আমরা

অনেকেই চাই যে কেও যেন আমার অনপস্তিতে আমার dvd/cd rom টি ব্যাবহার করতে না পারে, কারন আমরা সবাই জানি আমাদের pc এর dvd/cd rom টি

যত কম ব্যাবহার করা যায় ততই dvd/cd rom এর জন্য ভাল, কিন্তু আমরা চাইলেও ওটার ব্যাবহার কমাতে পারিনা, কারন আমি কম use করলে কি হবে

আমার অনপস্তিতে অন্য কেউ আমার dvd/cd rom টি use করে ফেলে, তাই এই সমস্যা সমাধানের জন্য ছোট্র একটি TRICKS করব আমরা।

(পোস্টটি কিন্তু খুবই ছোট, বুঝার স্বার্থে screen shot দিলাম তাই একটু বড় মনে হচ্ছে......)

প্রথমে my computer এর উপর right button ক্লিক করে manage এ ক্লিক করতে হবে, নিছের ছবিটা দেখ

manage এ ক্লিক করলে নিছের মত একটি window আসবে

এবার device manager এ ক্লিক করতে হবে, নিছের ছবিটা দেখ

এবার ডান পাশের DVD/CD-ROM drives এর পাশে যে (+) টি আছে ওটাতে ক্লিক কর, নিছের ছবিটা দেখ

(+) চিন্য তে ক্লিক করলে নিচের মত একটি ছবি আসবে

এবার লাল দাগ দিয়ে চিহ্নত করা স্থানে right button মানে TSSTcorpCDDVDW SH-222BB (আমার রম হিসেবে এমন আসছে,আপনার হয়ত অন্য নামে আসতে পারে)

এ ক্লিক করে disable এ ক্লিক করতে হবে, নিচে দেখ

এবার যে window টি আসবে ওটাতে yes ক্লিক করলেই কাঙ্ক্ষিত dvd/cd rom টি disable হয়ে যাবে।

পরবর্তীতে যখন আবার dvd/cd rom টি ফিরিয়ে আনতে চাইব তখন শুধু disable এর জায়গায় enable করে দিলেই হবে।

বিঃ দ্রঃ disable জায়গায় ভুলে uninstall এ ক্লিক করবেনা কারন তখন নতুন করে os setup দিতে হতে পারে।।

তাহলে বন্ধুরা আজকের মত আল্লাহ হাফেজ, সবাই ভাল থেক, পরে আবার দেখা হবে।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sundor post