টিউন করার আগে Search দিয়ে জেনে নিন আগে এই টিনটি করা হয়েছে কি না ?? আর সাবধান নকল করবেন না।

অত্যন্ত দুঃখের সাথে জানাছি যে techtunes এর অনেক টিউনই কপি করে লেখা হয়। কিন্তু আপনারা সকলেই জানেন যে আমরা নিসঃসারথ ভাবে সকলেই একসাথে কাজ করি এই techtunes এ । কিন্তু যদি এমন হয় যে প্রতিনিয়ত যদি একজনের টিউন আর একজন কপি করা চলতে থাকে তাহলে আমার মনে হয় এর চেয়ে বড় দুঃখজনক ব্যপার আর কিছুই হতে পারে না।

ঊদাহরনসরুপঃ আমি ১৫ জানুয়ারি, ২০১০ এ এই হেডলাইনঃ আমি ফেসবুক থেকে একবারে পুর আলবাম ডাউনলোড করি………। আপনি কি তাই করেন ???

ID:  https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/18105/

এই  টিউন করি

একই টিউন ১৭ মার্চ, ২০১০ তারিখ এ এই হেডলাইনঃ ফেইসবুক-এর Photo album ডাউনলোড করুন এক ক্লিক-এ

ID: https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/20815/

এখন আপনারাই বলেন কেমন লাগে । তাই আপনাদের সকলের কাছে আমার অনুরধ আপনারা টিউন করার আগে Search দিয়ে নিশ্চিত হয়ে নিন আগে এই টিউনটি করা হয়েছে কিনা ??

আমি নকল করে টিউন করার তিব্র নিন্দা জানাচ্ছি।

Level 0

আমি লুৎফর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি নকল করে টিউন করার তিব্র নিন্দা জানাচ্ছি।

    ————–cadetcollegeblog.com/prince47/12116————–

    এরকম থিমের টিউন আরও শ’খানেক পাবা গুগলে সার্চ করলে। এটা নিয়ে মাইন্ড করো না ভাই।
    সামহোয়্যারইনের ঐ পোস্টটা টেকটিউনসেও ছিল আমার আগের নিকে। গত কয়েকদিন আগে ঐ নিকের সবগুলো টিউন ড্রাফট করায় ওটাও ড্রাফটে আছে। এটাকে সহজভাবে নাও ভাই। আর যদি কেউ তোমার টিউন দেখেও এটা করে থাকে তাহলে ক্ষমা করে দাও তাকে ভাই।

    টিউনারদের উদার হতে হয়। ব্যাপারটা সহজভাবে নাও প্লিজ। রাগ-অভিমান করে থেক না।

    এরকম থিমের টিউন আরও শ’খানেক পাবা গুগলে সার্চ করলে। এটা নিয়ে মাইন্ড করো না ভাই।
    সামহোয়্যারইনের ঐ পোস্টটা টেকটিউনসেও ছিল আমার আগের নিকে। গত কয়েকদিন আগে ঐ নিকের সবগুলো টিউন ড্রাফট করায় ওটাও ড্রাফটে আছে। এটাকে সহজভাবে নাও ভাই। আর যদি কেউ তোমার টিউন দেখেও এটা করে থাকে তাহলে ক্ষমা করে দাও তাকে ভাই।

    টিউনারদের উদার হতে হয়। ব্যাপারটা সহজভাবে নাও প্লিজ। রাগ-অভিমান করে থেক না।

    ১. Tips এর মালিকানা নেই / থাকতে পারে না।
    ২. একই বিষয় নিয়ে যে কেই তার মত করে লিখতে পারে।
    আর আপনি Tune করেছেন ১৫ জানুয়ারি, ২০১০. কিন্তু আমিতো আরো অনেক আগেই somewhereinblog.net -এ এই বিষয়ে লেখা দেখেছি। তার মানে কি আপনি নকল করেছেন? আমার মনে হয় না। তো এ নিয়ে চিন্তার কিছু নেই। আপনি আপনার মত করে লিখুন, আরেকজন তার মত করে লিখুক। ভাল থাকবেন।

    আর একটা কথা, রনি ভাই সামুতে লিখেছেন ১৫ ই জুন, ২০০৯। বাকিটা বুঝে নিন।

    যাই হোক আমি আপনাদের মতামত পেয়ে অনেক খুশি। বিশেষকরে রনি পারভেজ, ফাসিক , এর উদারমনভাব দেখে । আমি প্রক্রিতপক্ষে নতুন টিউনার। তাই আমি বাপারটা সহজভাবে নিতে পারি নি। আমি মনে হয় ব্যপারটা বুঝতে পারছি। রনির মতে টিউনারদের উদার হতে হয়। আমি এটাকে আমার জন্য একটা নতুন নিরদেশনা হিসাবে ধরে নিলাম। তোমাদের কে আমি অস্যংখ্য ধ্যন্যবাদ জানাছি ।

    ফাসিক ভাই,
    আমার মনে হয় । অন্য একটা ব্লগ থেকে কপি করে বা পরিবরতন করে টেকটিউনস এ লেখা হলে হলে যেমন দেখাবে………… আর একটু ভাষা পরিবরতন করে টেকটিউনস এর এক পেজ থেকে আর এক পেজ এ লিখলে যেমন দেখাবে এই দুই টা জিনিস একই রকম না।

    ফাসিক ভাই, আমি আপনার কথাকে পজিটিভ ভাবেই নিয়েছি। ধ্যন্যবাদ।

আরে ভাই এত মন খারাপ করলে হয় নাকি! এটা তো বহুল পরিচিত একটা টিউন। এর অনেক আগে টিনটিন ভাইও টিউন করেছিলেন এটা নিয়ে, আমিও করেছিলাম ! এটা নিয়ে মন খারাপ করে কেউ পাগল!

তুমি তোমার মত লিখে যাও, কে কি করলো সেদিকে তাকিও না।

তোমাকে কিছু উদাহরণ দিইঃ
http://www.somewhereinblog.net/blog/ronybest/28964713

টিনটিন ভাইয়েরও টিউন আছে। এটা নিয়ে মাথা ঘামিও না ভাই। মাইন্ড করো না। তুমি তোমার মতো লিখে যাও। শুভ কামনা রইলো।

    আমি আসলে কোন টিউন এ এই লেখা দেখি নি । আমি ফায়ারফক্স এর এড-ওন থেকে এটা দেখেছিলাম। তারপর ও আমি তোমার কথায় অনুপ্রানিত হয়েছি।

http://www.cadetcollegeblog.com/prince47/12116

এরকম থিমের টিউন আরও শ’খানেক পাবা গুগলে সার্চ করলে। এটা নিয়ে মাইন্ড করো না ভাই। …

    আমার মনে হয় । অন্য একটা ব্লগ থেকে কপি করে বা পরিবরতন করে টেকটিউনস এ লেখা হলে হলে যেমন দেখাবে………… আর টেকটিউনস এর এক পেজ থেকে আর এক পেজ এ লিখলে যেমন দেখাবে এই দুই টা জিনিস একই রকম না।

    রিপন ভাই এর মতে বলতে গেলেঃ ………………টিউন চোরদের সহজভাবে নাও। উদারতা দেখাও। একদিন দেখবে, নকল টিউন, রিপিট টিউনে ভরে গিয়েছে টেকটিউনস্। এভাবে চলতে থাকলে টেকটিউনস্-এর ভবিষ্যত অন্ধকার।

    তারপরেও আমি তোমার পরামরশ মেনে চলার চেষ্টা করব।

টিউন চোরদের সহজভাবে নাও। উদারতা দেখাও। একদিন দেখবে, নকল টিউন, রিপিট টিউনে ভরে গিয়েছে টেকটিউনস্। এভাবে চলতে থাকলে টেকটিউনস্-এর ভবিষ্যত অন্ধকার। আমার তো মনে হয় পর পর ৩ বার সুযোগ দিয়ে অসদুপায় অবলম্বনকারীদের একাউন্ট বাতিল করে দেয়া উচিত (মাইক্রোওয়ার্কার্স ডট কম- এর মতো)।

    হা রিপন ভাই আমি আপনার সাথে একমত আমিও এই টেকটিউনস এ অনেক টিউনই দেখেছি যা একটু ভাষা পরিবরতন করে এক পেজ থেকে আর এক পেজ এ লেখা হয়েছে। এটা টেকটিউনস এর জন্য খারাপ বলে আমি মনে করি। এতে টেকটিউনস এর ক্ষতি ছাড়া কখনো লাভ হবে বলে আমার মনে হয় না।

    আমি টেকটিউনস এর শুভ কামনা করি।

🙂
বাদ দাও ভাই। এটা নিয়ে ভাবিও না। তুমি তোমার মত লিখে যাও, কপি-পেস্ট, খারাপ মন্তব্য এগুলো নিয়ে না ভাবাই ভাল। এটা আমার ব্যক্তিগত মত। প্রতিভা কখনও চাপা থাকে না। যেখানেই যেভাবেই থাক প্রকাশিত হবে। উইশ ইউ গুড লাক।

    Copy kora ekdom thik na…
    Kintu apnader modhye ekjon eta to bolen je oi add on ta die eksathe 20 tar beshi chhobi ki vabe namano jabe ?