বড় সাইজের ফাইলকে একাধিক ক্ষুদ্র অংশে বিভক্ত করার নিয়ম

আসসালামু আলাইকুম, আজ আপনাদের একটি পুরাতন কিন্তু প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচান করর সেটি হল বড় সাইজের ফাইলকে কিভাবে ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হয়।

বিভিন্ন কারনে আমাদের বড় আকারের ফাইলকে স্পিলিট করার দরকার হয়। যেমনঃ ইমেইল এটাচমেন্ট হিসেবে পাঠানোর জন্য ,কারন ইমেইল সার্ভিস প্রোভাইডাররা এটাচমেন্ট ফাইল সাইজ একটা নির্দিষ্ট লিমিট করে দেয়। এছাড়া যাকে ফাইল পাঠাচ্ছেন তার ডাইনলোড স্পিড কম থাকলে ফাইল স্পিলিট করে পাঠালে তার ডাউনলোড করতে সুবিধা হয়। আজকাল ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যারা ফ্রি ফাইল আপলোড করতে দেয়। ওই সাইটগুলোতে ফাইল অপলোড করে আপনি সবাইকে আপনার ফাইল শেয়ার করতে পারবেন। তবে সাইটগুলোতে ও ফাইল আপলোড সাইজ লিমিট করে দেওয়া আছে তাই আপনাকে ফাইল স্পিলিট করে আপলোড করতে হবে। আসুন দেখি কিভাবে ফাইল স্পিলিট করা যায়। ফাইল স্পিলিট করার জন্য বিভিন্ন সফটওয়্যার আজকাল পাওয়া যায়। আমরা ব্যবহার করবো Winrar সফটওয়্যারটি। Winrar একটি কম্প্রেশন সয়টওয়্যার। গুগল এ সার্চ করলেই Winrar পেয়ে যাবেন। ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন। এবার যে ফাইলটি স্পিলিট করতে চান সেটির উপর রাইট মাউস ক্লিক করুন। রাইট মেন্যু থেকে Add to archive… এ ক্লিক করুন। Archive name and parameters উইন্ডো ওপেন হবে। Split to volumes, bytes এ আপনি ফাইলের অংশগুলো যে সাইজের করতে চান তা লিখুন। ধরি আপনি প্রতিটি অংশ আট মেগাবাইট সাইজের করবেন, তাহলে লিখুন 8192k। ফাইলগুলো পাসওয়ার্ড প্রোটেকটেড করতে চাইলে Advanced ট্যাবে গিয়ে Set password… বাটনে ক্লিক করুন Archiving with password উইন্ডো ওপেন হবে। আপনার কাংখিত পাসওয়ার্ড দিন। ওকে বাটন প্রেস করুন। সবশেষে ওকে বাটন প্রেস করুন। স্পিলিট প্রসেস শুরু হয়ে যাবে। অংশগুলো মুল ফাইলের নামের সাথে .part1 .part2 .part3 এভাবে বসে যাবে। খেয়াল রাখবেন যেন ফাইলগুলোর নাম পরিবর্তন না হয়। এবার সব অংশ মার্জ করে একটা ফাইল করার জন্য সবগুলো অংশ একটা ফোলডারে রাখুন। যেকোন একটা অংশে রাইট মাউস ক্লিক করে রাইট মেন্যু থেকে Extract Here ক্লিক করুন। পুরো ফাইলটা আপনি পেয়ে যাবেন।
বিষয় টি অনেক পুরাতন একটা বিষয়, অনিচ্ছাকৃত ভাবে কারো সাথে মিলে গেলে ক্ষমা প্রাথী।
Thanks
Have a nice Day.

Level 0

আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি নিয়ে থাকতে ভালবাসি। গত তিন বছর নিজের চেষ্টায় বিনা প্রশিক্ষণে অনেক কিছু শিখেছি। আরো কিছু শিখতে চাইছি। ইচ্ছা আছে প্রযুক্তি নিয়ে নিজের ক্যারিয়ার গড়া কিন্তু অনেক বাধা তার পর ও...................................................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিনিসটা স্পিলিট? নাকি স্প্লিট ???

thanks

Level 0

thanks

সুন্দর টিপস,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভালোও না খারাপ ও না। কারণ এটা আপনার ৪নং টিউন। চালিয়ে যাও আর সবাইকে প্রযুক্তির সুরে মাতিয়ে দাও।

Level 0

Thanks to all.

Level New

খুবই কাজের টিপস।ধন্যবাদ শেয়ার করার জন্য এবং অবশ্যই ভালো হয়েছে।

Screenshot দিয়ে টিউন টি করলে আরো ভালো হতো!

কাজের টিউন করেছেন।
ছবি সহ দিলে আরও সুন্দর হইত।
ধন্যবাদ।

দরকার ছিল। আজ পাইলাম। অনেক ধন্যবাদ।

আমার কাছে অবশ্য Lxsplit টাই বেশি ভাল লাগে। তবে এসব কাটাকুটির জন্য সবচেয়ে ভাল জিনিস হচ্ছে 7zip, একেবারে কড়া মাল।

————————————————————————
Get 500mb cPanel Free Hosting

আপনে ভাই একটা মাল… না মাতাল..?? The cow is a domestic animal……

মনে হচ্ছে পুরোটাই মা— তা—- ল 🙂

ভালো হয়েছে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।