ফ্রি ইন্টারনেট (GPMMS) এর ব্যবহার ও সকল সমস্যার সমাধান । সাথে রয়েছে IDM এর ডিসকানেক্ট সমস্যার সমাধান । (এ টু জেড টিউটেরিয়াল)

সকলে আমার সালাম নিবেন । সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউনটি শুরু করছি ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..

আমি এটা জানি যে সকলেই জানে কিভাবে গ্রামীনফোনের সাহায্যে ফ্রি তে ইন্টারনেট চালাতে হয় । তারপর ও যারা সঠিক উপায় জানে না এই অংশটকি শুধুমাত্র তাদের জন্য ।

আমার মতে গ্রামীফোনের GP MMS সেটিং দিয়ে দুই ভাবে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় । আরো উপায় থাকতে পারে কিন্তু সেটা আমার জানা নাই । আমি যে দুটা উপায় জানি সেই তুটো পদ্ধতি বলি -

পদ্ধতি ১ - Proxy সেটিং করে । আপনি যে ব্রাউজার চালাবেন সেই ব্রাউজারের সেটিং এ গিয়ে প্রক্সি এবং পোর্ট পরিবর্তন করে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় ।
বর্তমান ফ্রি ইন্টারনেট চালানোর প্রক্সি ও পোর্ট হচ্ছে -
Proxy – 10.128.1.2
Port – 8080
আসুন চিত্রের মাধ্যমে মজিলা ফায়ারফক্সের ফ্রি ইন্টারনেট চালানোর জন্য প্রক্সি এবং পোর্ট সেটিং দেখে নিই -

পদ্ধতি ২ - আমার মতে এই পদ্ধতিতে ফ্রিতে ইন্টারনেট চালালো সবচেয়ে সহজ উপায় । আর এটা ঝামেলা বিহীন পদ্ধতি ও বটে । এই পদ্ধতিতে ফ্রিতে ইন্টারনেট চালানোর জন্য আপনাকে প্রথমে নিচে থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে । ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download Proxifier Full Version.
সাথে এই বইটি সংগ্রহে রাখুন কাজে লাগবে । ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download GPMMS FULL TUTATIAL

সফটওয়্যারটি ডাউনলোড শেষে আপনার পিসি তে ইনস্টল করুন । সিরিয়াল কি ভেতরে পাবেন তাই ফুল ভার্সন করে নিন । এবার সফটওয়্যারটি কে ওপেন করুন । এবার নিচের ছবিটি দেখে সেটিং করে নিন -

আপনি সফটওয়্যারটি ওপেন করে প্রথমে Option এ ক্লিক করুন । এবার দ্বিতীয় ছবিটির মত একটা ডায়ালগ বক্স আসবে সেই ডায়ালগ বক্স Add এ ক্লিক করে -
Adress – 10.128.1.2
Port – 8080
Protocal – HTTPS
সিলেক্ট করে দিবেন । এবার Ok করুন । ব্যাস ফ্রি ইন্টারনেট চালানোর সিস্টেম টা আপনি নিজে তৈরি করে ফেললেন ।

আপনি তো ফ্রি ইন্টারনেট চালানোর সিস্টেম টা তৈরি করে ফেললেন তাহলে এবার চালাবেন কিভাবে সেটা তো দেখে নিন -
আপনি প্রথমে আপনার মডেম বা ডায়াল আপ কানেকশন সেটিং এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিন । এবার Proxifier ওপেন করুন । Proxifier মিনিমাইজ করে রাখুন ।
আপনার ব্রাউজার ওপেন করে আপনার কাঙ্খিত সাইটের নাম লিখে ব্রাউজিং অথবা ডাউনলোড করতে থাকুন ।

বিশেষ দ্রষ্টব্য - আপনি যদি এভাস্ট এন্টিভাইরাসের লেটেস্ট ভার্সন ব্যাবহার করে থাকেন তাহলে ফ্রি ইন্টারনেটের কানেকশন দেওয়ার আগে এভাস্ট ১০ মিনিটের জন্য ডিসএবল করে নিবেন ।

অনেকেই আছেন যারা গ্রামীনফোনের মাধ্যমে ফ্রি তে ইন্টারনেট চালাচ্ছেন । বর্তমানে গ্রামীনফোনের ফ্রি ইন্টারনেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিসকানেক্ট সমস্যা ।

বার বার ডিসকানেক্ট সমস্যা তাই বলে কি আমরা ফ্রি ইন্টারনেট আর ব্যবহার করতে পারব না । নো টেনশন ডু ফুর্তি । ডিসকানেক্ট সমস্যা তাতে কি যেমন ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তেমনি এটি অটো ভাবে কানেক্ট হয়ে যাবে । তবে এর জন্য সেটিং করে নিতে হবে ।

আসুন আমরা প্রথমে দেখে নিই আমার Reconnect সফটওয়্যারের ব্যাবহার ছাড়া কিভাবে ডায়াল আপ কানেকশন কে Reconnect করব ।

প্রথমে আপনি আপনার মডেম কানেকশন বা ডায়াল আপ কানেকশনের মাধ্যমে কানেকশন দিন । আপনি দেখবেন ডেস্কটপের টাস্কবারে নতুন আইকন এসেছে । আসুন আইকনটি চিত্রের মাধ্যমে দেখি -

আমি আমার GPMMS ডায়াল আপ কানেকশন কানেকটিং করে আপনাদের দেখালাম । কানেকশন তো দিলাম তবে এবার এটাকে অটো কানেকন্ট করব কিভাবে । আসুন চিত্রটি দেখি -

আপনি এবার টাস্কবারে উপস্তিত আইকনে ডবল ক্লিক করুন । তাহলে দেথতে পারবেন উপরের ছবির মত এসেছে ।
এবার Properties এ ক্লিক করুন । তারপর আপনি Option এ ক্লিক করুন এবং ছবিটির মত সেটিং করে নিন -
Redial Attemps – 3
Time Between Redial Attemps – 1 Second
Idle Time Before Hang Up – Never
আপনি উপরের ঘর গুলোকে ফাকা রাখবেন । এথন আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে । কাজটি হল নিচের Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করতে হভে ।
Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করার পর Ok করুন ।

ব্যাস !! এবার দেখুন কানেকশন ডিসকানেক্ট হলে এক সেকেন্ডের মধ্যে আবার কানেক্ট হয়ে যাবে ।

আমরা ফ্রি ইন্টারনেট চালানোর নিয়ম কানুন তো জেনে নিলাম তাহলে এবার জানব আমরা কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে (IDM) ফ্রিতে ডাউনলোড করার জন্য ব্যাবহার করব এবং এটাকে অটো কানেকটেড করব ।

ইন্টারনেট ব্যবহারকারিরা জানে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তাদের জন্য কতটা জরুরি । আমরা এটা জেনে গেছি যে GPMMS এর মাধ্যমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজাররের (IDM) সাহায্যে ফ্রিতে ডাউনলোড করা যায় । এটা ও ঠিক দুইটা উপায়ে করা যায় ।
প্রথম উপায় হল Proxy & Port পরিবর্তন করে । আসুন ছবির মাধ্যমে সেটিং

IDM ওপেন করে Option এ ক্লিক করবেন । এবার Proxy তে ক্লিক করবেন । আর নিচের সেটিং গুলো করবেন ।
Use HTTPS Proxy – 10.128.1.2
Port – 8080
এবার Ok করুন ।

আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে Proxifier ব্যবহার করা । এটা ব্যাবহার করা সবচেয়ে উত্তম । কারণ এ দ্বারা আপনারা সবচেয়ে সহজে ডাউনলোড করতে পারবেন । রিজুম ভাবে ।

ডিসকানেক্ট সমস্যা আসে বিধায় ডাউনলোড করতে গেলে আপনাকে বার বার IDM কানেক্ট করতে হয় । এ সমস্যা সমাধানের উপায় আসুন এবার দেখে নিই ।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ওপেন করুন । এবার Option এ ক্লিক করুন । তারপর ডায়াল আপ এ ক্লিক করুন ।
Use Windows Dial Up Networking মার্ক করবেন ।
Connection - আপনার মডেম কানেকশন এর নাম থাকবে ।
User Name - এর ঘরে নাম দেওয়া না থাকলে আপনার ইচ্ছামত নাম দিন ।
Password – Password দেওয়া না থাকলে ইচ্ছামত নাম দিন ।
Save Password এ মার্ক করবেন । এবার Apply এ ক্লিক করবেন ।
আর অটো রিকান্টে করার জন্য Redial Option এ যান ।
Redial Attemps –3 Second
Time Between Redial Attemps – 1 Second
দিবেন ।

এবার Ok করবেন । আপনার সকল কাজ এবার শেষ হল । এবার আপনি আনন্দের সাথে ডাউনলোড এবং ব্রাউজিং করুন ।

আজ এ পর্যন্ত । আমি বাংলা ভাল লিখতে পারি না তাই বানান ভূল হলে ক্ষমার চোখে দেখবেন ।

Level 0

আমি sujonbiswasagon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

gp mms die mobile er trik ta share koren plz..vule gasi

Proxy – 10.128.1.2
Port – gpmms
Acccoun/ Confugration Name – GP MMS
Ata Holo Mobile ar jonno.

Level 0

Thanks brother for this tune….

Level 0

qubee dia hobena vai ?

Level 0

android diye free use korar kono upai ki ache………….??? jana thakle aktu shajajjo korben asakori………….

Android diye ami free internet korchi but bar bar disconnect hoye jai. Er kono somadhan ase ki vai?
ami Orbot use kori free net er jonno and My mobile is rooted

ok vay pala janabo.

Level 0

vai windows 7 e to pacci na

Level 0

Avast! এন্টিভাইরাসের লেটেস্ট ভার্সনে শুধু Web Shield & Firewall Disable করলেই Proxifier চলবে।

Yes Boss.

Level 0

জাভা মোবাইল এ জিপি ফ্রী ইন্টারনেট কিভাবে ব্যবহার করব কেউ একটু বলবেন প্লিজ।

net chalanor somoy pc hang kore … any solution ?

Level 0

windows 8 a auto disconnect problem solve korbo kibaba………

    @RAJIBEU: ami ja system likhaci sa ta ki nay . na thakla reconnect.exe software use korun.

Level 0

@sujonbiswasagon: Right……………..

Level New

youtube ar vedio download korty partyce na ai seeting via plz help me. ami proxy fire use kori.clip convertor kub time lagy.any solution plz

Sorry vay. ata bangladesh proxy tay youtube open hoba na.

Level 0

Vai sob download resum saport korena

ata server problam. apni ja site thaka download korcen sate resume supported na.

Level 0

Can anyone help me to hack Banglalion prepaid, please…

ভাই আপনার গ্রামীনফোন ইন্টারনেট এর স্পীড কিভাবে 921.6 kbps হল প্লিজ বলবেন ?

Boss I use blutooth device.TAY

মোবাইল এ ক্যামনে চালামু ?

ধন্যবাদ ভাই ! কিন্তু অটো কানেক্ট হচ্ছে না 🙁

Boss Auto connect 100% Hoba Jodi Thik mota setting Koran. Lakhati valo kora porun.

    Level 0

    @sujonbiswasagon: vaia sob thik ase kintu Use Windows Dial Up Networking মার্ক korar poreo conection-er jaigai kisui dekhassena, blank…ki korbo doia kore bolun…..

vaiy ame sobe tik tak korase but amr cannect hoitasa na kano mobila hossa na bujlam na

Boss Hoba Access point – gpmms ditay hoba na dila hoba na.

amr nokia n95 mobile Account/Confuguration set korase ai vaba
cannect..name=GP-MMM
Data beared =packet data
access point =gpmms
authentication =normal
hompage = none
advanced settings
network type = IPv6
DNS address = automatic
proxy serv..add= 10.128.1.2
proxy port num =8080
plz akto dakan tik asa ke ai vaba dia hoitasa na boss

Ha Boss Thik Asa.

Level 0

vai ami aj dupur theke free net use korta parci na. apnara ki free net use korta parcen??

Level 0

vai chinese mobile (micromax) diye net calai. Bluetooth diye connect dei. Oikhane APN set korbo kivabe?

net stting a jaben ar apn change korben.

Level 0

android diya gpmms pc te connect
hot na.plz help

Vay setting Thik kora koren hoba. onakay use kora .

Error : Could not connect to the proxy server 10.128.1.2:8080 (error code 10060)

ami symhony dia noormally modem connect koreci….kamne ki!!!!!!!!

Level 0

vay tahole ektu details bolben ki.plz

Level 0

vay.ami symphony android phone modem diye pc te gpmms diya internet use korsi.kintu disconnect problem solve hosse na.reconnect soft kaj kore na.plz help.

Thanks.

Level 0

@sujonbiswasagon: vaia sob thik ase kintu Use Windows Dial Up Networking মার্ক korar poreo conection-er jaigai kisui dekhassena, blank…ki korbo doia kore bolun….amnite redial hote 30sec somoi nisse….plz plz bolun ki korbo…:(

Level 0

vae gp mms service dia to opera mini chalano jacca na…solution ki??????????

pc hola hoba proxifier use korun.

vai avast enable hole disconnect hoye jasse,,,solution ta jodi diten

Thank you very much. onek din dore onek rokom chesta korchi aj apner tune pore ta dekhe dekhe korate sofol hoysi abar o apnake osonkho dhonnobad.

Level 0

GP sim diye free net calate sim theke ki kon package active karte hobe? Ar sim e jodi taka thake tahole ki taka kete nibe? please help. Apnar tune er joono dhanyabab.

na katba na .

10.6.16.40 80 পিন্গ হয় এয়ারটেল এপিন এমএমএস দিয়ে ফুল ইস্পীড পাওয়া যায়।

কিন্তু কোন পেজ খুলতে গেলে ৪০৪ এরর দেখায় হেল্প করুন … এয়ারটেল..

thanks

Level 0

ASSA AI PROCESS TA OFF HOYE GASE NA CHOLTESE.

আলহামদুল্লিলাহ, আমার রিকানেক্ট হচ্ছে। আচ্ছা, Dial-Up connection সেটিং-এ রিডায়েল এটেম্প-এ ৩ এর পরিবর্তে ৪/৫/৬/৭ বা আরো বড় ডিজিট ইউজ করা যাবে?

dhonnobad……………………………………….!

Eta ki akhono kaj korce, ami W8 use kori aivabe chesta korlam but holonato, doya kore ki ektu bolben ki korle hote pare r sim a jodi mb thake othoba taka thake tahole ki taka ba mb kete nibe…..

Level 0

Amar PC te (internet notaccess) dekhay gpmms
gpinternet (internet access) dekhay plz HELP ME….

আচ্ছা ভাই ডায়েল আপ কি বারবার ডেস্কডপে দেখাবে, যেমনটা দেখায় ডায়েল করার সময়, প্রতি ১ সেকেন্ড পরপর যদি ডায়েল আপ নেয় তাইলে বুঝতেই পারছেন কত জ্বালা 🙁

Level 0

vaiya dial up connection toiri korbo kivabe???
Amar pc te keno j reconnect.exe kaj kore na connection dile error dekhay

Level 0

pls vaiya help koren :/ 🙁

GPMMS দিয়ে নেট use করতে আপনাদের কি কনো problem হচ্ছে ?
আমার কাল রাত থেকে অনেক problem হচ্ছে। ৩mnt পর dicconnect হয়ে জাউয়ার পর আবার connect নেউয়ার পর আর speed পাই না ।

বন্ধ হইছে বাঁশ দেওয়া । এই বার অন্য কিছু খোজেন ?

vai ata ki gp mms die chalate hobe

vai marakttok kaj kortase.tnx vai tnx.kinto vai reconnect kaj kore na

Level 0

vai net ar cholana net canect hoi but kono page load hoi na……..ki korban taratari koran…!

Level 0

kag hoy na.load dela bola Bytemobile Dummy Web Server

ভাইজান, এতদিন তো ভালোভাবে ফ্রী ব্যবহার করেছি, কিন্তু বিগত ১৫ দিন থেকে ব্যবহার করতে পারছি না। কানেক্ট হয় বাট পেইজ লোড হয় না, (সব সেটিংস আগের মতই আছে)। এখন উপায় কি?