সকলে আমার সালাম নিবেন । সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউনটি শুরু করছি ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
আমি এটা জানি যে সকলেই জানে কিভাবে গ্রামীনফোনের সাহায্যে ফ্রি তে ইন্টারনেট চালাতে হয় । তারপর ও যারা সঠিক উপায় জানে না এই অংশটকি শুধুমাত্র তাদের জন্য ।
আমার মতে গ্রামীফোনের GP MMS সেটিং দিয়ে দুই ভাবে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় । আরো উপায় থাকতে পারে কিন্তু সেটা আমার জানা নাই । আমি যে দুটা উপায় জানি সেই তুটো পদ্ধতি বলি -
পদ্ধতি ১ - Proxy সেটিং করে । আপনি যে ব্রাউজার চালাবেন সেই ব্রাউজারের সেটিং এ গিয়ে প্রক্সি এবং পোর্ট পরিবর্তন করে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় ।
বর্তমান ফ্রি ইন্টারনেট চালানোর প্রক্সি ও পোর্ট হচ্ছে -
Proxy – 10.128.1.2
Port – 8080
আসুন চিত্রের মাধ্যমে মজিলা ফায়ারফক্সের ফ্রি ইন্টারনেট চালানোর জন্য প্রক্সি এবং পোর্ট সেটিং দেখে নিই -
পদ্ধতি ২ - আমার মতে এই পদ্ধতিতে ফ্রিতে ইন্টারনেট চালালো সবচেয়ে সহজ উপায় । আর এটা ঝামেলা বিহীন পদ্ধতি ও বটে । এই পদ্ধতিতে ফ্রিতে ইন্টারনেট চালানোর জন্য আপনাকে প্রথমে নিচে থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে । ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download Proxifier Full Version.
সাথে এই বইটি সংগ্রহে রাখুন কাজে লাগবে । ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download GPMMS FULL TUTATIAL
সফটওয়্যারটি ডাউনলোড শেষে আপনার পিসি তে ইনস্টল করুন । সিরিয়াল কি ভেতরে পাবেন তাই ফুল ভার্সন করে নিন । এবার সফটওয়্যারটি কে ওপেন করুন । এবার নিচের ছবিটি দেখে সেটিং করে নিন -
আপনি সফটওয়্যারটি ওপেন করে প্রথমে Option এ ক্লিক করুন । এবার দ্বিতীয় ছবিটির মত একটা ডায়ালগ বক্স আসবে সেই ডায়ালগ বক্স Add এ ক্লিক করে -
Adress – 10.128.1.2
Port – 8080
Protocal – HTTPS
সিলেক্ট করে দিবেন । এবার Ok করুন । ব্যাস ফ্রি ইন্টারনেট চালানোর সিস্টেম টা আপনি নিজে তৈরি করে ফেললেন ।
আপনি তো ফ্রি ইন্টারনেট চালানোর সিস্টেম টা তৈরি করে ফেললেন তাহলে এবার চালাবেন কিভাবে সেটা তো দেখে নিন -
আপনি প্রথমে আপনার মডেম বা ডায়াল আপ কানেকশন সেটিং এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিন । এবার Proxifier ওপেন করুন । Proxifier মিনিমাইজ করে রাখুন ।
আপনার ব্রাউজার ওপেন করে আপনার কাঙ্খিত সাইটের নাম লিখে ব্রাউজিং অথবা ডাউনলোড করতে থাকুন ।
বিশেষ দ্রষ্টব্য - আপনি যদি এভাস্ট এন্টিভাইরাসের লেটেস্ট ভার্সন ব্যাবহার করে থাকেন তাহলে ফ্রি ইন্টারনেটের কানেকশন দেওয়ার আগে এভাস্ট ১০ মিনিটের জন্য ডিসএবল করে নিবেন ।
অনেকেই আছেন যারা গ্রামীনফোনের মাধ্যমে ফ্রি তে ইন্টারনেট চালাচ্ছেন । বর্তমানে গ্রামীনফোনের ফ্রি ইন্টারনেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিসকানেক্ট সমস্যা ।
বার বার ডিসকানেক্ট সমস্যা তাই বলে কি আমরা ফ্রি ইন্টারনেট আর ব্যবহার করতে পারব না । নো টেনশন ডু ফুর্তি । ডিসকানেক্ট সমস্যা তাতে কি যেমন ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তেমনি এটি অটো ভাবে কানেক্ট হয়ে যাবে । তবে এর জন্য সেটিং করে নিতে হবে ।
আসুন আমরা প্রথমে দেখে নিই আমার Reconnect সফটওয়্যারের ব্যাবহার ছাড়া কিভাবে ডায়াল আপ কানেকশন কে Reconnect করব ।
প্রথমে আপনি আপনার মডেম কানেকশন বা ডায়াল আপ কানেকশনের মাধ্যমে কানেকশন দিন । আপনি দেখবেন ডেস্কটপের টাস্কবারে নতুন আইকন এসেছে । আসুন আইকনটি চিত্রের মাধ্যমে দেখি -
আমি আমার GPMMS ডায়াল আপ কানেকশন কানেকটিং করে আপনাদের দেখালাম । কানেকশন তো দিলাম তবে এবার এটাকে অটো কানেকন্ট করব কিভাবে । আসুন চিত্রটি দেখি -
আপনি এবার টাস্কবারে উপস্তিত আইকনে ডবল ক্লিক করুন । তাহলে দেথতে পারবেন উপরের ছবির মত এসেছে ।
এবার Properties এ ক্লিক করুন । তারপর আপনি Option এ ক্লিক করুন এবং ছবিটির মত সেটিং করে নিন -
Redial Attemps – 3
Time Between Redial Attemps – 1 Second
Idle Time Before Hang Up – Never
আপনি উপরের ঘর গুলোকে ফাকা রাখবেন । এথন আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে । কাজটি হল নিচের Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করতে হভে ।
Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করার পর Ok করুন ।
ব্যাস !! এবার দেখুন কানেকশন ডিসকানেক্ট হলে এক সেকেন্ডের মধ্যে আবার কানেক্ট হয়ে যাবে ।
আমরা ফ্রি ইন্টারনেট চালানোর নিয়ম কানুন তো জেনে নিলাম তাহলে এবার জানব আমরা কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে (IDM) ফ্রিতে ডাউনলোড করার জন্য ব্যাবহার করব এবং এটাকে অটো কানেকটেড করব ।
ইন্টারনেট ব্যবহারকারিরা জানে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তাদের জন্য কতটা জরুরি । আমরা এটা জেনে গেছি যে GPMMS এর মাধ্যমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজাররের (IDM) সাহায্যে ফ্রিতে ডাউনলোড করা যায় । এটা ও ঠিক দুইটা উপায়ে করা যায় ।
প্রথম উপায় হল Proxy & Port পরিবর্তন করে । আসুন ছবির মাধ্যমে সেটিং
IDM ওপেন করে Option এ ক্লিক করবেন । এবার Proxy তে ক্লিক করবেন । আর নিচের সেটিং গুলো করবেন ।
Use HTTPS Proxy – 10.128.1.2
Port – 8080
এবার Ok করুন ।
আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে Proxifier ব্যবহার করা । এটা ব্যাবহার করা সবচেয়ে উত্তম । কারণ এ দ্বারা আপনারা সবচেয়ে সহজে ডাউনলোড করতে পারবেন । রিজুম ভাবে ।
ডিসকানেক্ট সমস্যা আসে বিধায় ডাউনলোড করতে গেলে আপনাকে বার বার IDM কানেক্ট করতে হয় । এ সমস্যা সমাধানের উপায় আসুন এবার দেখে নিই ।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ওপেন করুন । এবার Option এ ক্লিক করুন । তারপর ডায়াল আপ এ ক্লিক করুন ।
Use Windows Dial Up Networking মার্ক করবেন ।
Connection - আপনার মডেম কানেকশন এর নাম থাকবে ।
User Name - এর ঘরে নাম দেওয়া না থাকলে আপনার ইচ্ছামত নাম দিন ।
Password – Password দেওয়া না থাকলে ইচ্ছামত নাম দিন ।
Save Password এ মার্ক করবেন । এবার Apply এ ক্লিক করবেন ।
আর অটো রিকান্টে করার জন্য Redial Option এ যান ।
Redial Attemps –3 Second
Time Between Redial Attemps – 1 Second
দিবেন ।
এবার Ok করবেন । আপনার সকল কাজ এবার শেষ হল । এবার আপনি আনন্দের সাথে ডাউনলোড এবং ব্রাউজিং করুন ।
আজ এ পর্যন্ত । আমি বাংলা ভাল লিখতে পারি না তাই বানান ভূল হলে ক্ষমার চোখে দেখবেন ।
আমি sujonbiswasagon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
gp mms die mobile er trik ta share koren plz..vule gasi