রাইট ক্লিক মাউস ফাংশন অনেক কাজের একটি জিনিস। আমরা অধিকাংশ সময়েই রাইট ক্লিক মাউস ফাংশন দিয়ে উইন্ডোজের অনেক কাজ করে থাকি। রাইট ক্লিক অথবা সেকেন্ডারি ক্লিক অপশন উইন্ডোজের একটি ডাইনামিক ফিচার যা কয়েকটি অপশনে কুইচ একসেস দেয়। যেমন ডেক্সটপে খালি জায়গায়, যেকোনো ফাইলের উপর, যেকোনো প্রোগ্রামের উপর ইত্যাদি। তবে আপনি চাইলে আপনার রাইট-ক্লিক ফাংশনে আরো কিছু নতুন ফিচার যোগ করে রাইট-ক্লিক ফাংশনকে আরো সুন্দর এবং কাজের জিনিস হিসেবে তৈরি করতে পারেন।
নিচে কিছু রাইট-ক্লিক এড অনস দেওয়া হলো:
ফাস্টপ্রিভিউ:
ফাস্টপ্রিভিউ একটি সুন্দর রাইট-ক্লিক এনহাচমেন্ট তাদের জন্য যারা অনেকগুলো ছবির ফাইলের সাথে সারাদিন কাজ করেন। এটির সাহায্যে যেকোনো ছবির উপর রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন মেনুর মধ্যে ছোট আকারের ছবিটির প্রিভিউ দেখতে পারবেন। আলাদা করে কোনো ফটো ভিউয়ার ওপেন করতে হবে না। আমি আগেই বলেছি এই এডড অনস টা তাদের জন্য যারা ছবির সাথে কাজ করেন। তাদের জন্য এই এড অনসটা খুব কাজে দিবে এবং অনেক সময় বাঁচাবে। আর অন্যদের জন্য এটা ফালতু জিনিস যদিও এটির সিস্টেম দেখতে খুব সুন্দর। তাই যারা সৌখিন ইউজার রয়েছেন তারা এটা তাদের কালেক্টশনে রাখতে পারেন।
ডাউনলোড:
https://tn123.org/fastpreview/
মুউউউউউ রাইটক্লিকার!
উপরের ছবির মতোই, এটি অনেকগুলো ফিচার সার্পোট করে। এটি ইন-মেনু ব্রাউজার ফিচার করে। এক কথায় File Path Navigation এর জন্য এটি বেস্ট।
ডাউনলোড:
http://download.cnet.com/Moo0-RightClicker/3000-2094_4-10864741.html
রাইটক্লিক রিপ্লেস দিস:
এটির সাহায্যে কপি-পেষ্ট দ্রুত করা যাবে।
ডাউনলোড:
http://download.cnet.com/RightClick-ReplaceThis/3000-2248_4-75531647.html?tag=mncol;8
রাইট ক্লিক এনহ্যানচার:
এটি একটি রাইট ক্লিক এডিটর, রাইট ক্লিক টু্য়িকার, মাই কম্পিউটার ম্যানেজার, নিউ মেন্যু এডিটর, রাইট ক্লিক সর্টকাট ক্রিয়েটর ইত্যাদির সমষ্টি।
ডাউনলোড:
রাইট ক্লিক টুয়িকার!
এটি আমার সবচেয়ে পছন্দের এড অনস। এটির সাহায্যে রাইট ক্লিক মেনুতে নিজের ইচ্ছে মতো ফাংশন যোগ করতে পারেন!
ডাউনলোড:
http://download.cnet.com/Right-Click-Tweaker/3000-2094_4-75696517.html?tag=mncol;6
টিউনটি ছোট এবং ছোট খাট সফট নিয়ে করা হলেও আশা করবো টিউনটি আপনাদের কিছুটা হলেও কাজে দেবে, তাহলেই আমার ১৫ মিনিট টাইপিং + ১০ মিনিট সফট খোঁজা সার্থক হবে!!! হাহাহাহা! 😮
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাল লাগল