পিসিতে ইন্সটল করুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফুল টিউটোরিয়াল

হ্যালো! এই একই বিষয় নিয়ে দু’দিন আগেও একটি টিউন করেছিলাম। ওইটা সব পিসিতে চলে না। তার জন্য আমি দুঃখিত। তবে ওই পদ্ধতিটা সবচেয়ে সহজ ছিল বিধায় আগে ওটা দিয়েছিলাম। তবে আজ এ্ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

পিসিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইন্সটল করতে আপনার যা যা লাগবে:

(To get Android running in PC, there are few things that you need)

অ্যান্ড্রয়েড ৪.০ আইস্ক্রিম স্যান্ডউইচ লোগো

বি.দ্র: ৬৪ বিট অপারেটিং সিস্টেমে হবে না!

(Doesn’t work with 64BIT Operation System!)

১। আপানার পিসি কিংবা ল্যাপটপ - অন্তত ২ গিগাবাইট র‌্যাম সহ মিনিমাম পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহাটস গতির প্রসেসর এবং অবশ্যই ২৫৬ মেগাবাইট এজেপি। গ্রাফিক্স Card থাকলে আরো ভালো।

(Your PC or Laptop that contain minimum P4 2.4GHz Processor & 2GB Ram with 256MB AGP- Will do better with Graphic Cards)

২। ২০ গিগাবাইট ফ্রি Harddisk স্পেস। (আরো বাড়বে যত এপপস ইন্সটল করবেন)

(20GB Free Harddisk Space - Will Increase after you install many apps)

২। ভার্চূয়ার মেশিন সফটওয়্যার।

(Virtual Box Application)

৩। একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডিক্স ইমেজ।

(Any Android Operating System Disk Image.iso)

৪। ধৈর্য্য। (!)

(Patients!)

তবে আশাকরি!

ধাপসমূহ:

(Steps)

১। প্রথমে নিচের লিংক হতে ভার্চূয়াল বক্স সফটটি ডাউনলোড করে ইন্সটল করে নিন:

(First Download Virtual Box Software, skip it IF you already Have it)

https://www.virtualbox.org/wiki/Downloads

যাদের আগেই ইন্সটল করা রয়েছে তারা এড়িয়ে চলুন।

 

২। নিচের লিংক হতে আপনার পছন্দের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি বেছে নিন এবং ডাউনলোড করুন:

(Download Your Favorite Android Versions)

অ্যান্ড্রয়েড ১.৬:

http://android-x86.googlecode.com/files/android-x86-1.6-r2.iso

অ্যান্ড্রয়েড ২.২:

http://android-x86.googlecode.com/files/android-x86-2.2-r2-asus_laptop.iso

অ্যান্ড্রয়েড ২.৩:

http://android-x86.googlecode.com/files/android-x86-2.3-RC1-asus_laptop.iso

অ্যান্ড্রয়েড ৩.২:

http://android-x86.googlecode.com/files/android-x86-3.2-RC2-asus_laptop.iso

অ্যান্ড্রয়েড ৪.০:

http://android-x86.googlecode.com/files/android-x86-4.0-RC2-asus_laptop.iso

অ্যান্ড্রয়েড ৪.২:

https://android-x86.googlecode.com/files/android-x86-4.2-20130228.iso

 

৩। ভার্চূয়াল বক্স সফটটি ওপেন করুন, New বাটনে ক্লিক করে নতুন মেশিন তৈরি করুন।

(Assuming that Virtualbox is already installed in your PC, open your Virtualbox and create a new virtual machine.)

নাম দিন Android-x86, অপারেটিং সিস্টেম দিন লিনাক্স, সংস্করণ দিন লিনাক্স ২ দশমিক ৬। Next> বাটনে ক্লিক করুন

(Give your new VM a name (such as Androidx86) and set the Operating System to “Linux” and the version to “Linux 2.6″.)

 

 

৪। বেইস মেমোরি দিন আপনার র‌্যাম এর অর্ধেক। (২ গিগা = ১০২৪ দিন, ৪ গিগা - ২০৪৭ দিন)

(Set the base memory to 1024MB. NOTE: Put 1024MB IF YOU HAVE 2GB RAM)

 

 

৫। নতুন হার্ডডিক্স তৈরি করুন ভিডিআই ফাইল টাইপে

(Select “Create New Hard Disk”, followed by “VDI (VirtualBox Disk Image)” as the file type.)

 

৬। এরপরের স্ক্রিণে Dynamically Allocated টিক চিহ্ন দিয়ে সাইজ দিন ৮ গিগাবাইট।

(it is a good idea to set it to “Dynamically Allocated” and set the size to 8.0GB.)

 

৭। সব কাজ শেষ হলে মেইন মেনুতে সদ্য তৈরিকৃত মেশিনটি নির্বাচন করে সেটিংস বাটনে ক্লিক করুন

(Once you have done creating the VM and is back to the main screen, highlight the new VM and click the Settings button.)

 

৮। বাম পাশের মেনু হতে সিস্টেম এ ক্লিক করে সিডি/ডিভিডি রম কে শিউর করবেন এটা চেকেড কিনা এবং এটা বুট অর্ডারে প্রথম রয়েছে কিনা।

(On the left pane, select “System” and make sure that CD/DVD-ROM is checked and is the first in the boot order.)

 

৯। এরপর স্টোরেজ অপশনে যান, এখানে সিডি-রম এন্ট্রি নির্বাচন করুন, এট্রিবিউট অংশে সিডি আইকনে ক্লিক করে আপনি যেই অ্যান্ড্রয়েড ভার্সনটি ডাউনলোড করেছেন সেটি নির্বাচন করুন। এরপর নিচের মতো আসবে:

(Next, go to Storage and select the Cd-rom entry. Under the Attribute section, click the CD icon and select the Android iso that you have previously downloaded. You should see something like this)

 

১০। ওকেতে ক্লিক করে বেরিয়ে আসুন, এবার স্টাট বাটনে ক্লিক করে মেশিনটি ওপেন করুন

(Click OK to save the changes. Once you are back in the main screen, click “Start” to run the installation)

 

১১। মেশিন চালুর পর এই স্ক্রিণ আসবে।

(This is what you will see on first boot up)

ইন্সটল অ্যান্ড্রয়েড টু হার্ডডিক্স এটা নির্বাচন করে এন্টার দিন।

(Select> Installation - Install Android-x86 to Harddisk)

 

১২। এর পরের স্ক্রিণে এসডিএ লিনাক্স পার্টিশন নির্বাচন করুন:

(Choose the Sda1 Linux partition)

 

১৩। পরের স্ক্রিণে ext3 ফাইলসিস্টেমে পার্টিশনটি ফরমেট করুন:

(Select “ext3″ as the filesystem to format to)

 

১৪। পরের স্ক্রিণে বুটলোডার ইন্সটল দিন।

(Install the bootloader.)

 

১৫। পরের মেনুতে নো দিন:

(When it prompts you whether you want to enable read-write for the /system directory, choose No if you just want to test and try out Android. If you are a developer or intend to use this full time, select Yes)

 

১৬। এবার অ্যান্ড্রয়েড কে ইন্সটল হতে দিন। কিছুক্ষণ সময় লাগবে আপনার পিসির গতির উপর ভিক্তি করে।

(The installer will then proceed to do its job.)

 

১৭। ইন্সটল শেষ হলে রান অ্যান্ড্রয়েড এক্স৮৬ কমান্ড দিন

(When it is completed, select “Run Android-x86″)

 

১৮। অ্যান্ড্রয়েড ৪.০ এখন বুট নিবে। প্রথম বারে এটি একটি একাউন্ট সেটাপ চাইবে। প্রথমে মেশিন অপশনে গিয়ে ডিসেবল মাউস ইন্টারগ্রেশন অপশনে ক্লিক করুন।

(Android  will now boot up. On the first run, it will prompt you to setup your account. If you move your mouse around, you will find that it is not working within the VM. To fix this, go to “Machine” in the menu and select “Disable mouse integration”. Next, click anywhere in the VM, your mouse will magically appear (You can restore the mouse in your host machine by pressing the right Ctrl button on your keyboard)]

 

১৯। সেটাপ করা হয়ে গেলে আপনি হোমস্ক্রিণ দেখতে পাবেন এবং আপনার অ্যান্ড্রয়েড এখন ব্যবহারের জন্য তৈরি! আপনি চাইলে অ্যান্ড্রয়েড মার্কেট হতে আপনার পছন্দের এপপসটি ইন্সটল করতে পারবেন।

(Proceed to setup your Android account. When you are done, you will see the homescreen and your Android is now ready for use, You can also go to Android market and install your favorite apps)

 

 

 

বি:দ্র:

১। প্রতিবার ব্যবহারের পর সাট ডাউন মেশিন অপশনটি ব্যবহার করে সফটটি বন্ধ করবেন।

২। প্রতিবার ব্যবহারের আগে নেট কানেক্টশন দিয়ে ব্যবহার করবেন যদি আপনি অ্যান্ড্রয়েডে নেট ব্যবহার করতে চান (মডেমে) আর ব্রন্ডব্যান্ড ইউজারদের নেটওর্য়াক অপশন থেকে WLAN নির্বাচন করতে হতে পারে।  আরো বিস্তারিত জানতে ভিজিট করুন:

http://nil.uniza.sk/linux-howto/android-40-virtualbox-networking-issues

৩। সর্টকাট:

F1/Win –> Home

F2 –> Menu

F3 –> Search
F4 –> Camera
F5 –> Power
Esc –> Back

 

 

 

আপনি যদি এটাকে ঝামেলা মনে করেন তাহলে আগের সিস্টেমে ব্যবহার করুন সহজে:

পিসিতে এন্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচ (উইথ এক্সট্রা সস!! হাহাহাহা)(কোর ২ ডুয়ো এর নিচে কেউ ট্রাই করবেন না!)

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাই কনফিগার পিসিতে ভার্চুয়াল বক্স সেটাপ দিয়ে চড়ম মজা 🙂

ভাচুয়াল বক্সে যে কোন OS সেটাপ দেওয়া যায় শুধামাত্র এন্ড্রোয়েগ নয় । এমন কি সেইম OS হলেও । তোমার বেইজ OS এক্সপি২ আর ভাচূয়াল বক্সে এক্সপি৩ বা অন্যকিছু ও দিতে পারবে ।

অনেকে সার্ভার চালাই এটা সেটাপ করে একাধিক পিসির প্রোয়জন হয়না তবে সমস্যা হলো আইপি চেন্জ হয় না , তাই আইপি ট্রেকিং সাইটগুলো একাধিক একাউন্ট করা করা সমস্যা হতে পারে । ভুচুয়াল বক্স এবং মাস্টার OS এর আইপি একই থাকবে ।

সুন্দর টিউন করেছো , ধন্যবাদ ।।

সোজা প্রিয়তে……………………………………………।।

vai install korsilam gpu upgrade korte bole…….ki korbo?

অনেক অনেক ধন্যবাদ |
আমি ইনস্টল করেছি । কিন্তু নেট connection দিতে পারছি না ।
উল্লেখ আমি intel core i3 , GA 61, 4 GB desktop pc ব্যবহার করছি এবং বডব্যান্ড Lan দিয়ে নেট চালাই ।

আমি Microsoft Virtual PC -ও ব্যবহার করি , সেখানে (Virtual windows) আইপি বসিয়ে নেট connection করতে পারি ।

এ ক্ষেত্রে কি করণীয় ?

আমি ANDROID ফাইল সিলেক্ট করলে এরর দেখাচ্ছে , দয়া করে কেউ সমাধান দেন ।
Failed to open the CD/DVD image D:\android-x86-4.2-20130228.iso.

Could not get the storage format of the medium ‘D:\android-x86-4.2-20130228.iso’ (VERR_NOT_SUPPORTED).

Result Code: VBOX_E_IPRT_ERROR (0x80BB0005)
Component: Medium
Interface: IMedium {29989373-b111-4654-8493-2e1176cba890}
Callee: IVirtualBox {3b2f08eb-b810-4715-bee0-bb06b9880ad2}
Callee RC: VBOX_E_OBJECT_NOT_FOUND (0x80BB0001)

Failed to open the CD/DVD image D:\android-x86-4.2-20130228.iso.

Could not get the storage format of the medium ‘D:\android-x86-4.2-20130228.iso’ (VERR_NOT_SUPPORTED).

Result Code: VBOX_E_IPRT_ERROR (0x80BB0005)
Component: Medium
Interface: IMedium {29989373-b111-4654-8493-2e1176cba890}
Callee: IVirtualBox {3b2f08eb-b810-4715-bee0-bb06b9880ad2}
Callee RC: VBOX_E_OBJECT_NOT_FOUND (0x80BB0001)

ভাই সমাধান চাই ।

আমি উইন্ডোজ ৮ ইউস করি… আর আমি কি এটা সেটআপ দিলে সি ড্রাইভ ফরম্যাট হয়ে যাবে???

    আরে ভাই এটা তো শুধুমাত্র একটি এমুলেটর মাত্র। জ্বি না হবে না।

      @গেমওয়ালা: তা নিউ ড্রাইভ এর অপশন কেন…। ভাই সব ডাউনলোড করলাম… দেখি হয় কিনা…। রিস্ক আপনার!!!

ভাই কোন ঝুঁকি আছে? ভালোভাবে চলবে তো? আমার কনফিগঃ
1.2gb ram
2.intel pentium dual cpu 2.20 ghz
3.agp-256 mb [উইন্ডোজ ৭ এ ৭৬৮mb দেখায়]
please,help.

– Install Android-x86 to Harddisk এর পর Sda1 Linux partition এই অপশান্টা আসে না । আমার কনফিগ কোর টু ডুয়ো, ২ জিবি র‍্যাম , ৫০০ জিবি হার্ডডিস্ক ।
দয়া করে সমাধান দেন ।

ভাই আমি মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে পিসি তে নেট চালাই।। আন্ড্রইড এ নেট কানেকশন তো পায় না… কিভাবে দিব।

Sda1 Linux partition স্ক্রীনটা তো আসে না ব্রো!! :/

Level 0

গেমওয়ালা ভাই একই সমস্যা হচ্ছে। help koren.

Level 0

vai bar bar setup dea sara ki upay nai?

ami bluestacks split installer dsi.instal dte onk data consume hoice. Fruit ninja,zombie runway 2ta gm khelte parci.bt nfs most wnted,subway surfers8.7 khelte parini.ekta te ble j game ta authorized na,r subway surfr ta loading hoe asena.eta kno hy,plz er solutn din fahad vai.