আপনার ব্লগার ব্লগের SCROLLING BAR পরিবর্তন করে একটি সুন্দর SCROLLING BAR যুক্ত করে নিন ।

আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আমার সবাই চাই আমাদের ব্লগ আর ১০ জন এর থেকে একটু আলাদা হোক আর সেই উদ্দেশ্য নিয়েই আমার আজকের এই পোস্ট । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগের ডান পাশের  Scrolling Bar পরিবর্তন করবেন । এটি সত্যি দেখতে দারুন । 

* তাহলে এবার দেখে নেওয়া যাক এই সুন্দর Scrolling Bar আপনার ব্লগে কিভাবে যুক্ত করবেন । এর জন্য আমার নীচের টিপসটি একটু লক্ষ করুন ।

১) প্রথমে আপনার ব্লগার ব্লগ লগ অন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন , এবার বক্সে মউস দিয়ে একবার ক্লিক করুন এবার Ctrl + F চাপুন । নীচের চিত্রে দেখুন।

২) উপরের চিত্রে দেখুন লাল ঘরে যে সার্চ বক্স আছে সেখানে ]]></b:skin> এই কোড টি খুজেবের করুন তারপর নীচের কোডটি ]]></b:skin>  ঠিক এর উপরে বসান তারপর Save এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 

****---কোড পেতে নীচে যান ---****
/* TheTricksLab */
::-webkit-scrollbar {
background:#fff;
width:10px;
}
::-webkit-scrollbar-thumb {
-webkit-box-shadow: inset 0 0 6px rgba(0, 0, 0, 0.5);
background-image: -webkit-linear-gradient(top, #336699 10%, #336699 51%);
}
::-webkit-scrollbar-track {
}
* আশাকরি বুজতে কোন অসুবিধা হল না আর যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানবেন আমি হেল্প করার চেষ্টা করবো । 

* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লা হাফেজ । 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

করলাম তো , হয় না
পারলে স্ক্রীন শট দিয়ে দেন্‌।। তাহলে ভালো হইত

Level 0

not working