বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
আগে দেখতাম উইন্ডোজ ৯৮/২০০০ এ কোন ফোল্ডার খোলা অবস্থায় পিসি রিস্টার্ট দিলে পরে পিসি ওপেন হবার সময় আবার ঐ ফোল্ডারগুলো অটোমেটিক্যালি ওপেন হয়ে যেত। কিন্তু এখন উইন্ডোজ এক্সপি ডিফল্ট ভাবে এটা হয় না। এটা কারোর জন্য সুবিধা আবার কারোর জন্য বিরক্তিকর। কিন্তু আমি মনে করি এটার সুবিধাটাই বেশি।
মনে করুন আপনি ১০/১২টা পাথ থেকে ফোল্ডার ওপেন করে কোন কাজ করছেন। সুবিদাটা অনেকটা হাইবার নেটের মত। হাইবার নেট সম্পর্কে হইতো সবাই কমবেশি জানেন। তাই আর হাইবারনেট সম্পর্কে লিখলামনা। অবশ্য হাইবার নেটের ব্যাপারে অনেক টিউন দেখেছি। তাই এব্যাপারে কিছু লিখলাম না। যারা যানেন না তারা কমেন্টে জানতে চাইবেন।
যাইহোক কাজের কথায় আসি। স্বাভাবিক অবস্থায় কম্পিউটার রিস্টার্ট দিলেন দেখবেন ফোল্ডারগুলো আবার আপনাকে খুঁজে খুঁজে খুলতে হচ্ছে। অথচ সয়ংক্রিয়ভাবে ফোল্ডারগুলো খুলে গেলে আপনার কিছুটা সময় বেঁচে যেত। সে কারণেই আমার আজকের এই টিউন। তবে আসুন দেখে নেয়া যাক পক্রিয়াটি -
বিষয়টি হইতো অনেকেরই জানা থাকতে পারে, কিন্তু আমার মত যারা কম জানেন তাদের জন্য আমার এই টিউনটি।
কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
sottoii jos lagche