হ্যাঁ! এই যেমনটা ধরুণ দুদিন আগে জিটিএ ৪ এর ১৯ মেগাবাইট ডাউনলোড ফাইল দিয়েছিলাম, আনকম্প্রেস করার পর ৬.৫ গিগার একটি ফাইল বের হয়, এরপর কি করবেন তা অনেকেই বুঝতেই পারেননি! যাইহোক,
মাঝে মাঝে এমন এমন কিছু ফাইল আমরা পেয়ে থাকি যা চালাতে গেলে যে সঠিক প্রোগ্রামটি দরকার তা আপনার পিসিতে যদি না থাকে তাহলে ফাইলটি আপনি ব্যবহার করতে পারবেন না। এই যেমন উইনরার সফটটি পিসিতে ইন্সটল না থাকলে রার ফাইলগুলো ওপেন করতে পারবেন না। এগুলোকে বলে ফাইল।
কিছু কিছু ফাইল রয়েছে, যার নাম দেখলেই বুঝা যায় যে ফাইলটি কিসের, যেমন ফাইলে শেষে .docx থাকলে ফাইলটি অফিস ২০০৭ বা এর উন্নত সংস্করণের ফাইল অথবা .doc থাকলে ফাইলটি অফিস ২০০৩ বা এর আগের সংস্করণের ফাইল।
আবার অনেক ফাইল রয়েছে যা সাধারণত চেনা যায় না, এই ধরেন .apk এই ধরণের ফাইল কিসের এবং কিভাবে ওপেন করবেন তা অনেকেই জানেন না।
টিউনের আসল কথা হচ্ছে একটি ওর্য়াড ফাইলের .docx তুলে দিন। নিচের মতো ফাইল হবে আইকন ছাড়া
মাঝে মাঝে আমারা এই ধরণের ফাইল ডাউনলোড করে থাকি, এগুলোকে বলে এক্সটেনশনবিহীন ফাইল।
এখন কিভাবে বুঝবেন যে এটি কিসের ফাইল?? আসুন দেখা যাক।
আমি একটি ডকুমেন্ট ফাইলটির .docx এক্সটেনশন তুলে দেখাচ্ছি আপনাদের জন্য।
স্টেপস:
১। এজন্য আপনার একটি হেক্স এডিটর প্রোগ্রাম লাগবে। এখানে একটি পোর্টেবল হেক্স এডিটর XVI32 এর লিংক দিলাম ডাউনলোড করে নিন:
http://www.chmaas.handshake.de/delphi/freeware/xvi32/xvi32.htm#screenshots
২। ডাউনলোড করে প্রোগ্রামটি ওপেন করুন।
৩। এখন একটি এক্সটেনশন বিহীন ফাইল প্রোগ্রামটির মাধ্যমে ওপেন করুন। আমি একটি ডকুমেন্ট ফাইল ওপেন করেছি আপনাদের কে বুঝানো জন্য। দেখুন ফাইলটি ওপেন করার পর
প্রোগ্রামের ডান অংশে [Content_types]=.xml লেখা আসবে। যার মানে এটি একটি এক্সএমএল ফাইল। তবে আমি না বলেছিলাম এটি একটি ডকুমেন্ট ফাইল!!!!??? টেকনিক্যালি অফিস ২০১০তে সকল ফাইল এক্সএমএল আকারে গোপনীয় থাকে, বাইরে ডক থাকে।
তবে আপনি হেক্স এডিটর টি একটু স্ক্রল ডাউন করে দেখুন। দেখবেন ওর্য়াড ডকুমেন্ট কথাটি লেখা থাকবে।
এর মাধ্যমে আপনি নিশ্চিত হলেন যে এটি একটি ডকুমেন্ট ফাইল, এর পর ফাইলটি অফিস এর মাধ্যমে ওপেন করুন, ১০০% কাজ হবে।
এভাবে যদি পিডিএফ ফাইল হয় তাহলে নিচের মতো লাইন খুঁজে পাবেন:
যদি কোনো পিএনজি মানে ছবির ফাইল হয় তাহলে নিচের মতো লাইন খুঁজে পাবেন:
এবার একটু কঠিন।
কারণ এবার আমি এমপিথ্রি ফাইলের এক্সটেনশন উঠিয়ে দিয়ে পরীক্ষার জন্য নিয়ে এসেছি।, এমপিথ্রি ফাইল হলে লেখা থাকবে ID3 এবং আরো নিশ্চিত হবার জন্য দেখুন Ninja Tune Records লেখা রয়েছে। তার মানে এটি অবশ্যই কোনো অডিও ফাইল।
এভাবে এই পদ্ধতির সাহায্যে সহজে এক্সটেনশনবিহীন ফাইলের ধরণ খুঁজে পেতে পারেন এবং সঠিক প্রোগ্রাম দিয়ে ওপেন করতে পারবেন।
টিউনটি ভাল লাগবে অবশ্যই কমেন্ট করে আমায় উৎসাহিত করবেন! (যদিও উৎসাহিত না করলেও আমি টিউন করতেই থাকবো! হাহাহাহাহাহহিহিহিহি)
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
.temp file ki bhabe open korbo ? .zix open korar jonyo ki software use korbo