আল্লাহ্ এর নাম নিয়ে টিউন শুরু করছি । আজকে আমি আপনাদের যে টিপস টি দেবো সেটি সম্পর্কে হয়তো অনেকে জানেন , কিন্তু যারা এই বিষয় টি জানেন না শুধু মাত্র তাদের জন্য আমার এই টিপস । টিপস টি হল গুগলকে নিয়ে , এতো দিন আমাদের কোন কিছু সার্চ করতে হলে গুগলে গিয়ে টাইপ করতে হতো কিন্তু সেটার আর দরকার নেই , কারণ এখুন গুগল সার্চ এ গিয়ে কথা বলেই সার্চ হবে । কিভাবে করবেন তা নীচে থেকে দেখে নিন ।
বিঃদ্রঃ আপনি কথা বলে সার্চ করবেন তখুন অবশ্যই ইংলিশে বলবেন আর একটু সুধ ভাবে বলবেন না হলে কিন্তু উলটো পালটো লিখা আসবে আর এই কাজটি করার জন্য Google Chrome ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে ।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
বুঝলাম না। আমার ইংরেজী কি এতই খারাপ। আমি বলি এক আর শোনে আরেক। বললাম ট্রি, সে শুনলো থ্রি। বললাম সিক্স আর সে শুনলো সেক্স। গুগল মামু পুরাই মজা দিতেছে বেশ কিছুদিন।