KMP Player দিয়ে যে কোন মুভি থেকে আপনার পছন্দের ছবিটি JPG ফরম্যাটে সেভ করুন।

প্রিয় টিউনার ভাইয়েরা সবাই কেমন আছেন? ভালো থাকেন এটাই কাম্য আজকে কেএমপি প্লেয়ারের একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব তবে বলে রাখা ভালো যারা জানেন তাদের জন্য না নতুন যারা আছেন তাদের জন্য এই টিপসটি।

------------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------------

প্রথমে কেএমপি 3.5.0.77 ভাসর্নের কেএমপি প্লেয়ারটি চালু করুন আপনার কাঙ্খিত মুভি নাটক বা যে কোন কিছু ওপেন করুন এবার টাইম স্লাইডারটি টেনে টেন আপনার কাঙ্খিত ছবিটির কাছে আনুন পুষ করে দিন। এবার স্লাইডারের নিচে মাউস রেখে রাইট ক্লিক করুন তারপর ক্যাপচারে যান সেখান থেকে সিলেক্ট ক্যাপচার ফোল্ডারে ক্লিক করুন এবার দেখুন একটি ডেসটিনেশন উইনডো আসবে, আপনার ছবিটি কোথায় সেভ করবেন তার লোকেশন দেখিয়ে দিন।

এবার কী বোর্ড হতে কন্ট্রো+এ         চাপুন যদি ডেসটিনেশনে ডেস্কটপ দিয়ে থাকেন তাহলে ডেক্সটপে আপনার ছবিটি জেপিজি ফরম্যাটে সেভ হবে  নিচের মত করে মুভির কোয়ালিটি যত ভালো হবে আপনার ছবি কোয়ালিটিও ততটা ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যারা জানেন না তাদের জন্য। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

Level 0

এর থেকে Vlc তে আরো সহজে নেয়া যায়

thnx notun janlam
emi etai onek din theke khujtesilam

Level 0

thanks valo hoise.