আমরা যারা কম্পিউটার ইউস করি। তারা মাঝে মধ্যে একটি বিব্রতকর পরিস্থিতিতে পরি। তা হল কম্পিউটার বুট না হওয়া বা boot manager is messing. press cntrl+alt+dlt to restart এই ধরণের ম্যাসেজ দেখায়।এটি সাধারণত “সি” ড্রাইভের boot.ini ফাইল ডিলিট বা নষ্ট হয়ে যাবার কারণে দেখায়। এর ফলে কম্পিউটার স্টার্ট হয়না এবং বুট হয়না বলে কম্পিউটার সেটআপ ও দেওয়া যায় না।
এখন আমি আপনাদের একটি সহজ ট্রিকস দেখাব যার মাধ্যমে আপনি সহজেই আবার কম্পিউটার বুট করতে পারবেন।
১. প্রথমত cntrl+alt+dlt চেপে কম্পিউটার রিস্টার্ট দিন
২. এবার F2/F1/DEL KEY PRESS করে বায়োস এ প্রবেশ করুন।
৩. এবার সোজা Exit ট্যাব- এ যান
৪. এখানে আপনি ৫টি অপশন পাবেন এখান থেকে Load Optimal Defults/Load Setup Defults সিলেক্ট করে এন্টার চাপুন
এবং সবশেষে ok করে বেরিয়ে আসুন।
এবার কম্পিউটার রিস্টার্ট দিন
দেখবেন কেমন লক্ষী ছেলের মতো কম্পিউটার ওপেন হয়ে যাচ্ছে!
কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
ও! আর একটা কথা আমি টেকটিউনসে নতুন। কিভাবে টিউনের মধ্যে পিকচার যোগ করা যায় তা জানিনা।
দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি সংগ্রামী ছাত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংগ্রামী ছাত্র
তোমার Account থেকে Dashboard এ ক্লিক করো। তারপর (আপনার টিউনার পিকচার পরিবর্তন করুন)
এখানে ক্লিক করো। WordPress.Gravatar account খোল। ওখানে প্রেফাল পিকচার set করে Gravatar
এর প্রফাইল পিকচার দিয়ে দাও ব্যাস হয়ে যাবে।