আহা! গুণে গুণে ১০০তম টিউন করে ফেললাম! দেখা যাক আর কতটি টিউন করতে পারি। যাই হোক,
আইকনের সাথে আমরা সবাই পরিচিত। উইন্ডোর এর তৈরি কৃত আইকন গুলো দেখতে আর কত ভাল লাগে বলুন? এবার নিজের তৈরি করুন আইকন। একটি সফটওয়্যার এর সাহায্যে।
আজকের সফটওয়্যারটির নাম Imagicon 3
আইকন তৈরি করার জন্য আপনার যা যা লাগবে:
ক) একটি ছবি । (যেটি দিয়ে আইকন বানাবেন)
খ) মাউস। 😆
গ) Imagicon 3 সফটওয়্যার।
তবে আসুন সরাসরি টিউন এ চলে যাই:
১। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক পোষ্টের শেষে দেওয়া আছে।
সফটওয়্যারটি পিসিতে ইন্সটল করুন। এরপর সফটওয়্যারটি ওপেন করুন।
ছোটখাট সাইজের একটা ডায়ালগ বক্স আসবে।
২। এরপর আপনাকে সেটিং সমূহ ঠিক করে নিতে হবে। অপশনে ক্লিক করুন > আইকন সেটিং এ ক্লিক করুন।
একটি ডায়ালগ বক্স আসবে।
এখান থেকে আইকনটির সাইজ নির্ধারণ করুন। সাধারণত আইকনের সাইজ হয় 32x32
৩। এরপর অপশনে ক্লিক করুন > ইমেজ ট্রান্সফরম এ ক্লিক করুন।
এখানে প্রথম অপশনটির % হল আপনার আইকনের ফাইন সাইজ। সাধারণত আইকনে সাইজ খুবই কম হয় তাই এটিকে ১০০% করে রাখাই ভাল।
এরপর নিচের দিকের ৩টি অপশনের কাজ হল:
১। হরজনটাল ফ্লিপ একটিভ থাকলে ইমেজের ডান-বাম পাশ উল্টে আইকন তৈরি হবে।
২। ভার্টিক্যাল ফ্লিপ একটিভ থাকলে ইমেজের উপর-নিচ পাশ উল্টে আইকন তৈরি হবে।
৩। কনভার্ট টু ব্ল্যাক এন্ড হোয়াইট একটিভ থাকলে ইমেজের আইকনটি সাদা- কালো রং এ তৈরি হবে।
৪। এবার সর্বশেষ অপশন সেভ ডাইরেক্টরি তে যান।
প্রথমটি একটিভ রাখলে যেই জায়গা থেকে ইমেজ সিলেক্ট করবেন সেই জায়গায় আইকনটি সেভ হবে।
আর
২য়টি একটিভ রাখলে আপনি যেই জায়গায় আইকন সেভ করতে চান সেটি নির্বাচন করুন। আইকনটি সেখানেই সেভ হবে।
5। সেটিং করা শেষ এবার ফাইল > ওপেন এ ক্লিক করুন। ওপেন ডায়াগল বক্স আসলে আপনার পছন্দের ইমেজ টি সিলেক্ট করুন।
এবার ওপেন এ ক্লিক করুন। আর কিছু করতে হবে না। এবার আপনি আইকনটি যেই জায়গায় সেভ হবে সেখানে গিয়ে দেখুন ফাইলটির নামে একটি আইকন তৈরি হয়েছে।
*************************
************************
এবার আপনার পছন্দ মত যতখুশি আইকন তৈরি করুন এবং আপনার পিসির ফোল্ডার গুলোকে সাজিয়ে তুলুন আপনারই পছন্দে! 😀
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
১০০ তম টিউন এর ১ম টিউমেন্ট দিলাম 😀