শীর্ষ তিন সার্চ ইঞ্জিনে আপনার ব্লগকে সাবমিট করুন

কিছু দিন আগে একটা বিষয় চিন্তা করলাম, আমার ব্লগকে শুধু গুগল এর সার্চ ইঞ্জিনে সাবমিট করছি। কিন্তু, গুগল ছাড়াও তো আরো কয়েকটি সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে আমার ব্লগকে সাবমিট করতে পারি। তো গুগলেই সার্চ দিলাম, ১০ মিনিটের মধ্যে পাইলাম ইয়াহু আর বিং সার্চ ইঞ্জিনে ব্লগকে সাবমিট করার লিঙ্ক। দিলাম আমার ব্লগ সাবমিট করে। হয়তো অভিজ্ঞরা এই বিষয়টি জানেন। তাই এই বিষয়টি আপনাদের সবার সাথে শেয়ার করতেই আমার এই টিউনটি করা।

তো চলুন দেখি কিভাবে………. J

প্রথমেই দেখি Google কে (সার্চ ইঞ্জিন এ বিগ বস)

1. প্রথমেই http://www.google.com/addurl এই লিঙ্ক এ যান। নিচের মত পেজ খুলবে।

12. এখন আপনার ব্লগ ঠিকানাটি URL লিখা এর পাশের ফাকা ঘরে লিখে দিন।কমেন্ট এর ঘরে আপনার ব্লগ সম্পর্কে কিছু তথ্য দিন(আপনার ব্লগটি যা যা বিষয় নিয়ে লিখা)। তারপর Add URL button এ ক্লিক করেন। নিচের চিত্রের মত করে .....

23. তারপর একটি পেজ আসবে আপনার ব্লগটি সফল ভাবে সাবমিট হয়েছে কিনা এই বার্তা নিয়ে।

4. ব্যাস্! আপনার ব্লগটি গুগল এর সার্চ ইঞ্জিনে স্থাপন শেষ।

এবারে আসা যাক Yahoo! সার্চ ইঞ্জিন। গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।

1. আপনার সাইককে ইয়াহুর সার্চ ইঞ্জিনে সাবমিট করতেআপনার ব্রাউজারে http://siteexplorer.search.yahoo.com/submit টাইপ করুন।

2. তারপর নিচের মত পেজটি খুলবে......

3

3. এখন, Submit a Website or Webpage লিঙ্কটিতে ক্লিক করুন। নিচের মত একটি বক্স আসবে।

4

4. আপনার ব্লগের নাম দিয়ে Submit URL এ ক্লিক করুন। তারপর নিচের পেজটি প্রদর্শণ করবে।

5

5. এখানে একটি বার্তা প্রদর্শন করবে যে, আপনার ব্লগটি সঠিকবাবে Yahoo! সার্চ ইঞ্জিনে সাবমিট হয়েছে।

সবশেষে, Bign! সাম্প্রতিক মাইক্রোসফট্ এর আলোরন সৃষ্টি করা সার্চ ইঞ্জিন- Bign

এখানে আপনারা দেখতে পারবেন কিভাবে Bign এ আপনার ব্লগকে সাবমিট করবেন?

১. প্রথমত, আপনাকে http://www.bing.com/docs/submit.aspx লিঙ্কটিতে যান।

২. এখানে নিচের মত পেজ পাবেন......…

6

৩. প্রথমত Captcha code টি  Characters box পাশে টাইপ করে দেন। তারপর Type the URL of your homepage  লিখা এর নিচের ঘরে আপনার ব্লগ ঠিকানাটি দিয়ে  Submit URL বাটনে ক্লিক করেন।7

৪. পরবর্তী একটি পেজ খুলবে confirmation বার্তা নিয়ে।8

ব্যাস্! বিং এও মাবমিট হয়ে গেল।

এভাবে শীর্ষ সার্চ ইঞ্জিনে আপনার ব্লগকে সাবমিট কইরাফেলেন !!!!!!!!!!!  আস্তে আস্তে সাবমিট কইরেন স্টক আনলিমিটেড।

ধন্যবাদ সকলকে।

টিউনটি প্রথম প্রকাশ আমার ব্লগে

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি কাজের, নতুন ব্লগারদের উপকারে আসবে। ধন্যবাদ……………….

    বস্ আপনি কেমন আছেন। আপনার কমেন্ট আমাকে আগামি দিনের আরো অনুপ্রানিত করবে। অসংখ্য ধন্যবাদ। 🙂

জট্টিল …….. চালিয়ে যাও শাওন

জট্টিল শাওন ….. চালিয়ে যাও

ভাই টিউনটি কাজের, নতুন ব্লগারদের উপকারে আসবে।অনেক ধন্যবাদ
আমি সাবমিট করলাম।
http://gsmalapon.blogspot.com/

    হাসিব ভাইরে কপি করলেন নাকি ভাই……… 🙂 🙂 । আপনাকেও ধন্যবাদ

জট্টিল……… চালিয়ে যাও

    বসসসস আপনি 🙂 🙂 🙂 🙂 🙂

শাওন আপনার টিউন থেকে অনেক উপকৃত হলাম।ধন্যবাদ আপনাকে।কিন্তু ইয়াহুটা একটু সমস্যা করছে।আপনার দেয়া পেজ অনুযায়ি ok প্রদরশন করছেনা।

    প্রবাসী ভাই, আপনি উপকৃত হয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ। আপনি বলেছেন যে, ইয়াহুতে সমস্যা হচ্ছে। কোন পে ওকে প্রদর্শন করছেনা। এটি ঠিক বুঝতে পারলাম না।
    তার পরও বলে রাখি, গুগলে ব্লগকে সাবমিট করলে এটি কিন্তু সরাসরি কোন কনফার্ম বার্তা প্রদশন করে না। তারা বলে যে, তাদের প্রেরিত দূত এসে আপনার ব্লগকে ভেরিফাই করার পর এটিকে কনফার্ম করে। তরে কনফার্ম করলো কিনা এটির জন্য গুগল কোন বার্তা প্রদর্শন করবে না।

    ধন্যবাদ 🙂

ভাইজান,
আমি সাবমিট করছি কিন্তু সার্চ করলে তো খুঁজে পায় না কোনো সার্চ ইঞ্জিন। আমাকে কি একটু সাহায্য করবেন ? তাহলে খুবই উপক্রিত হব !
http://bloggersumon.blogspot.com

    আপনি যদি গুগলে আপনার ব্লগকে সাবমিট করে থাকেন। তবে কমিন্টস এর ঘরে যে ওয়ার্ড গুলো লিখেছেন, সেগুলো দিয়ে সার্চ করে দেখুন।

ভাইজান,
সরাসরি আমার বল্গটির এ্যাডড্রেস লিখে দিলেও তো কোন সার্চ ইঞ্জিন খুঁজে পাচ্ছে না। তাহলে কি করবো ? আমি ইতিধ্যে আমার বল্গটিকে সার্চ ইঞ্জিন গুলোতে সফল ভাবে সাবমিট করেছি।

    কি-ওয়ার্ড দিয়ে সার্চ করেন। যেগুলান আপনি কমিন্টস এর ঘরে লিখেছেন। তবে, এখনেই যে আপনার ব্লগকে খুজে পাবেন তা নয়। ব্লগটি যদি গুগলও খুজে না পায় বা ইনডেক্স করতে না পারে তাহলে সময় লাগবে।

Level 0

এখন তও অনেক পরিবরতন হয়েছে ভাইয়া। এখন কি করে করব???