আপনার ইমেইল অ্যাড্রেস এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (ইয়াহু , জিমেইল )

সবাইকে আমার সালাম । আজ আমি একটি ট্রিকস নিয়ে টিউন করবো । অবশ্য অবিজ্ঞরা এ ট্রিকস জানে , তবে যারা নতুন তাদের অনেক কাজে আসবে বলে মনে হয়।আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন , কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয়  মেইল (ণিউজ লেটার ) পাঠাছে আপনাকে কেউ কোন একটি একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে , যা অনেক বিরক্তিকর !!!! এখন আপনি কি করবে ???? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই । কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ননা করা হল ।

Unwanted Emails

চিত্রঃ বিরক্তিকর মেইল এর উদাহারন

এখানে ধাপে-ধাপে কিভাবে বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করবে তা বর্ননা করা হল ।

জিমেইল জন্য

  • ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
  • তার পর উপরের ডান কনায় , settings এ ক্লিক করতে হবে ।

1g

  • settings এ ক্লিক করলে একটি পেজ আসবে , সেখানে Filters এ ক্লিক করুন ।

2g

  • তারপর নতুন যে পেজ আসবে তাতে Create a new filter এ ক্লিক করুন ।
  • এবার একটি ফর্ম আসবে তাতে আপনার বিরক্তিকর মেইল অ্যাড্রেস সহ ফর্ম পরুন করুন এবং নেক্সট করুন ।

3g

  • এবার আপনার আপনি যা করতে চান তা সিলেক্ট করে নেক্সট করুন ব্যস কাজ শেষ ।

4g

এবার আর বিরক্তিকর মেইল অ্যাড্রেস আপনাকে আর বিরক্তি করতে পারবে না ।

ইয়াহু এর জন্য

  • ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
  • তার পর উপরের ডান কনায় , Options এ ক্লিক করতে হবে ।
  • Options এ ক্লিক করে সেখান থেকে  More Options এ ক্লিক করুন ।

1

  • তারপর নতুন যে পেজ আসবে তাতে Filter > Create a new Filter এ ক্লিক করুন ।

3

  • এবার নতুন একটা পেজ আসবে সেখানে ADD এ ক্লিক করুন ।

3

  • এবার আপনি Filter name দিন এবং যে মেইল অ্যাড্রেস টা ব্লক করতে  চান সেটা From header এ টাইপ করুন । Add Filtar এ ক্লিক করুন ।

4

এভাবে আপনি আপনার বিরক্তিকর মেইল আসা বন্ধ করতে পারেন ।

আপনাদের ট্রিকস টি কাজে লাগলে কমেন্ট করে জানাবেন ।

তথ্য সুত্রঃ এখানে

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ট্রাই করতেছি……..দেখি কি হয়

ধন্যবাদ আপনাকে টিউনের জন্য, ইহা আমার উপকারে আসতে পারে.আর লিভ মেসেঞ্জারে এই ভাবে মেইল বন্ধ করা যায় কিনা জানাইবেন.

সত্যিই দারুণ একটা টিপস্‌ দিলেন….. অনেকের উপকারের আসবে……

ভাইজান,
অনেক কাজের জিনিস ! অনেক উপকারী ! শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ !

ধন্যবাদ।

Thanks

উপকৃত হইলাম

proyojon chilo.thanku

আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম কিভাবে অবাঞ্চিত ই-মেইল বন্ধ করা যায়। তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

পোলাপানের কাজের জিনিস,
ফাহিম ইলেক্ট্রনিস্ক নিয়াও শুরু করো।
আমরা তো আছি। 😀

এই ট্রিপসটি আমার খুবই দরকার ছিলো ।
ধন্যবাদ ফাহিম ভাই….

কয়েকদিন আগেই (আপনার টিউনটি পড়ার আগে) নেট ঘাটাঘাটি করে পদ্ধতিটি বের করি। কথা হলো, ফিল্টার করার পর থেকে কি এটি এক্টিভ হবে? নাকি তার আগে থেকে যে মেইল এসেছে সেগুলোও ডিলিট হবে? জানালে ভালো হয়।

    ফিল্টার করার পর থেকে কি এটি এক্টিভ হবে!! ধন্যবাদ ফেসবুক গুরু মন্তবের জন্য!!

আমিও ট্রাই করতেছি…

এই টিপস কাজ করতে গেলে আপনাকে কেই যদি মেইল করে সাথে ফেসবুক ও মেইল করে তাও ডিলিট হয়ে যাবে।

এ টিউন টি আরো সহজ করা জেতো প্রথমে মেইল অপেন করে পরে আইডি কপি করে উপরে ফিল্টার লিখাতে ক্লিক করে পেষ্ট করে নেক্সট করলেই খুভ সহজে হয়ে যাবে

Level 0

দারুণ একটা টিপস্‌ ।শেয়ার করার জন্য ধন্যবাদ ।