জিপি দিয়ে কম্পিউটারে ফ্রী ইন্টারনেট ব্রাউজ করুন আগের চেয়ে সহজ উপায়ে (Auto Redial Enable)

জিপি এর (GPMMS) দিয়ে এখন যারা https:// এবং বিভিন্ন অনলাইন প্রক্সি সাইট দিয়ে বিভিন্ন ওয়েব ভিজিট করছেন তারা জানেন কত সমস্যার সম্মুখীন হতে হয়  *WALL* ।
তাদের এই সমস্যার সহজ সমাধান  নিয়ে আসলাম আজ।  *YAHOO*

প্রথমে টর ব্রাউজার  ডাউনলোড করে নিন আপনার কম্পিউটার এ।

এর পর সফটওয়্যারটি ওপেন করুন। নিচের ইমেজ এর মত দেখতে পাবেন।
http://www.orkoforum.com/apa/tor/1.png

আমি ডেস্কটপ এ ইন্সটল করলাম। আপনি চাইলে যেকোন যায়গায় ইন্সটল করতে পারবেন।

এর পর http://www.orkoforum.com/apa/tor/2.png Tor Browser ফোল্ডার ওপেন করুন। নিচের মত ফাইল পাবেন।

এবার http://www.orkoforum.com/apa/tor/3.png Start Tor Browser এ ক্লিক করে চালু করুন।

চালু হলে ছবির মত দেখতে পাবেন।
http://www.orkoforum.com/apa/tor/4.png

সফটওয়্যার ওপেন হলে Stop Tor এ ক্লিক করুন। এবং এর পর সেটিংস এ ক্লিক করুন, ছবিতে লাল বর্ডার দেওয়া অংশ লক্ষ্য করুন।

সেটিংসঃ
http://www.orkoforum.com/apa/tor/5.png

এবার সেটিংস উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হলে Network ট্যাব এ যান। এবার I use a proxy to access the Internet এ চেক করুন এবং এর পর নিচে প্রক্সি সেটিংস  আসলে অ্যাড্রেস এ 10.128.1.2 এবং পোর্ট এর বক্স এ 8080 দিবেন।
টাইপ এর বক্সে HTTP/HTTPS সিলেক্ট করুন। এবার ওকে দিন।

মেইন উইন্ডোতে http://www.orkoforum.com/apa/tor/6.png Start Tor এ ক্লিক করুন।

এবার কিছুক্ষন অপেক্ষা করুন। কানেক্ট হয়ে গেলে এই ইমেজের মত দেখতে পাবেন।
http://www.orkoforum.com/apa/tor/7.png

এবার স্বয়ংক্রিয় ভাবে আপনার সামনে একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে। এই ব্রাউজার দিয়ে ই আপনাকে ব্রাউজ করতে হবে। এটি খুব সিকিউর, এবং এটি আপনার সম্মপুর্ন পরিচয় গোপন রাখে।
যদি আপনি সঠিক ভাবে কানেক্টেড হতে পারেন তাহলে Congratulations. Your browser is configured to Tor: এমন বার্তা সম্মলিত একটি ওয়েব পেইজ ওপেন হবে।
http://www.orkoforum.com/apa/tor/8.png

ব্যাস আপনার কানেক্ট ওকে। এবার HTTP/HTTPS যে কোন ওয়েবসাইট ব্রাউজ করুন কোন সমস্যা ছাড়া ই।

শুধু একটাই সমস্যা। GPMMS বার বার ডিসকানেক্ট হয়।  😥

কিন্তু এই সমস্যারও একটি সমাধান আছেঃ

নেট ডিস্কানেক্ট এর সমস্যার সমাধান (ডায়াল-আপ কানেকশন এর জন্য)
যারা পিসি সুইট ব্যাবহার করছেন অথবা ডায়াল আপ কানেকশন ব্যাবহার করছেন তাদের জন্য এই ট্রিক্স টি কাজ করবে।

অটো কানেকশন এর জন্য প্রথমে, স্টার্ট মেনু থেকে কন্ট্রল-পেনেল এ যান।

http://www.orkoforum.com/apa/image/1.png

এর পর "Network and Sharing Center" খুজে বের করে এতে ক্লিক করুন।

http://www.orkoforum.com/apa/image/2.png

এবার ডান পাশের মেনু তে "Change adapter settings"  এ ক্লিক করুন।

http://www.orkoforum.com/apa/image/3.png

দেখবেন আপনার সব নেটওয়ার্ক কানেকশন গুলার লিস্ট চলে আসবে। এবার আপার ডায়াল আপ কানেকশন এর উপর রাইট বাটন ক্লিক করে "Properties" এর উপর ক্লিক করুন।

http://www.orkoforum.com/apa/image/4.png

দেখবেন একটা মেনু আসবে, এবার এই মেনুর "Options" ট্যাব থেকে "Dailing options" এর সব চেক তুলে দিন ও "Time between redial attempts" এর জায়গায়  "1 secound" করে দিন চিত্রের মত। এবং "Redial if line is dropped" এর মধ্যে চেক দিয়ে "ok" তে ক্লিক করে বের হয়ে আসুন। কনফার্মেশন চাইলে "ok' দিন।

http://www.orkoforum.com/apa/image/5.png

ব্যাস এইবার নেট একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করুন। এর পর থেকে যত বার নেট ডিসকানেক্ট হবে, ততো বার ই নেট অটো কানেক্ট হয়ে যাবে।

===============================================

যারা GPMMS সেটিংস্‌ সেট করতে পারেন না তাদের জন্য -->

Nokia PcSuit দিয়েঃ

স্টেপ ১-  Nokia PcSuit ওপেন করুন।

http://www.orkoforum.com/apa/1.png

স্টেপ ২- এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে ক্লিক করুন।

http://www.orkoforum.com/apa/21.png

স্টেপ ৩- Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।

http://www.orkoforum.com/apa/3.png

স্টেপ ৪- এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্নতে ক্লি

http://www.orkoforum.com/apa/4.png

স্টেপ ৫- এরপর কানেক্ট দিন।

http://www.orkoforum.com/apa/5.png

===========================================================

গ্রামীণফোন মডেম দিয়েঃ

স্টেপ ১- গ্রামীণফোন মডেম এর সফটওয়্যারটি চালু হলে  Tols->Options এ যান

http://www.orkoforum.com/apa/5.jpg

স্টেপ ২- টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান। New তে ক্লিক করুন।

http://www.orkoforum.com/apa/6.jpg

স্টেপ ৩- এরপর নিম্নোক্ত সেটিংস্‌ দিন (ছবির মত করে) ।

Profile Name:GPMMS

APN Type:Static

APN:gpmms

http://www.orkoforum.com/apa/7.jpg

স্টেপ ৪- এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

স্টেপ ৫- এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন

http://www.orkoforum.com/apa/8.jpg

বিস্তারিত জানতে ও কোন প্রশ্ন থাকলে এখানে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।

Level 0

আমি soft-tuner। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক রাতে কষ্ট করে টিউনটি করেছেন, খুব সুন্দর হয়েছে…

    Level 0

    @Black Dragon: অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

Level 0

জটিল টিউন জটিল টিউন …… খুব সুন্দর হয়েছে… অনেক ধন্যবাদ

    Level 0

    @sharif007: আপনাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।

খুব ভালো লাগলো…অব্যশই try করে দেখবো…carry on…

উইন্ডোজ ৮ এ আরো সহজ রিডায়েল করা।

Level 0

কীপ উপ 😮

Level 0

খুব ভাল হয়েছে । মোবাইলে কি এখন ফ্রি চলে না ?

    Level 0

    @Jubayer: আপনাকেও ধন্যবাদ। জি এখনও চলে ফোন।

টিউন টি অনেক সুন্দর হয়েছে, তবে আমি একজন এক্সপি ইউজার হিসাবে কিভাবে সেটিং দিব কন্ট্রোল প্যানেল থেকে সেটি লিখলে বেশ উপকৃত হতাম। ধন্যবাদ

কোটি কোটি thanks .

অনেক অনেক ধন্যবাদ আপনাকে । জটিল হইছে টিউনটা । চালিয়ে যান ।

ভাই এই পদ্ধতিতে কত মেগা ব্যবহার করা যাবে ?

Avast internet security 2013 update হচ্ছে না।
HTTP server returned error403 দেখায়।
plz help……….

Level 0

bi kew jodi BANGLALION HACK system jana thake tahole janaben plz… mail id = [email protected]

আপনাকে অনেক ধন্নবাদ। vai Jodi androide gp free net chalanor system chake tahole amake janaben.

আপনার মোডেম আর আমার মোডেম মিলছেনা, আমার মোডেম এর মডেল হল-MF100
আপনার এই পোষ্টটিতে কোন মোডেম ব্যবহার করেছেন, তার মোডেল নাম্বারটা দিবেন pls……. pls…pls…

    @tahmid hasan: মোডেম এর মডেল এর তফাৎ হলে ও সেটিংস এর তফাৎ হওয়ার কথা না। আপনি সেটিংস গুল দেখুন এবং আপনার মোডেম এ সেটিংস গুল ঠিক মত করুন। আশা করি হবে।
    কারন আমি রবি ইন্টারনেট মোডেম এ gpmms দিয়ে ফ্রী ইন্টারনেট চালাচ্ছি।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমি করতে পারছি। আমার 2টি প্রশ্ন হচ্ছে

1. আইডিএম দিয়া কি ভাবে ডাউনলোড করবো

2. ইউটিউব থেকে কি ভাবে ভিডিও ডাউনলোড করবো।

কোন পেইজই তো লোড হয় না এই ইরর মেসেজটা দেয় Unable to find the proxy server. যদি SSL Prorxy : 10.128.1.2 Port : 8080 দিই তবে শুধু মাত্র ফেইজবুক লোড হয় কিন্তু অন্য কোন পেইজে কিল্ক করলে এই ইরর মেসেজটা দেয় The proxy server is refusing connections. একটু হেল্প করেন ভাই।

Level 0

Koi vai amar to load hosche na!!

Level 0

Sundor post. Mobile ya use korar kono way ase free GP internet

ভাই কোন জবাব দেবেন না। অনেক সমস্যায় আছি ভাই।

    Level 0

    @Reaz Ul Islam: ভাই বুজতেসি না আপনার কেন কাজ হয় নাই।
    আপনি এই পদ্ধতি কাজ না করলে এই ট্রিক্সটা দেখতে পারেন। আশা করি ১০০% কাজ করবে।

      @soft-tuner: জি ভাই আপনার দেওয়া ট্রিক্সটা কাজ করছে। ভাই আপনার টর ট্রিক্সটা দিয়া কি ফেবু ছাড়া অন্য কোন পেইজে যেতে পারবো না? এর তো কোন সমাধান দিলেন না। আর ইউটিউব থেকে কি ভাবে ভিডিও ডাউনলোড করবো?

        Level 0

        @Reaz Ul Islam: টর দিয়ে সকল ওয়েবসাইট এ যায়। এমনকি Yutube এও। কিন্তু এডোবি ফ্লাশপ্লেয়ার বন্ধ থাকায় আমি ভিডিও লোড চেক করতে পারি নি। আপনি ফ্লাশপ্লেয়ার অন করে দেখতে পারেন।

vai, amar windows 8 a to reconnect korar jonno Properties a gele oi option gula astece nah…. Kau ki windows 8 a ai auto reconnect option enable korte parcen.. Kau parle plz help koren. Thanks.

tx bro. Waiting for ur screenshot. R ami reconnect software diye o try koreci. But amar modem takay okhane show korce nah. Afd soft a sei akoi prblm. Khub jhamelate aci bro… Doya kore quickly help korben. Thanks.

reconnect software?/

vay ame gp modem dia use kori kintu 3+ minit por disconnect hoy any help

Level 0

@BotMaster: দুঃখিত ভাই। আপনি কি বুঝাতে চেয়েছেন আমি বুঝি নি। কিন্তু কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

সুন্দর টিউন হয়েছে

ভাই, ১ বা ২ mb এর বড় ফাইল ডাউনলোড করা যায় না। ডাউনলোড করার কোন পদ্দতি শেয়ার করুন
ধন্যবাদ

ভাই আমি GP মডেম দিয়া ইনটারনেট ব্যবহার করি কিন্তু ৩ মিনিট পর পর বিছিন্ন হচ্ছে । আর রিকানেক্ট সফটাওয়ার কাজ করছে না ভালো একটা সফটাওয়ার দিন পারলে ইমেইল করবেন [email protected]

    Level 0

    @sotterbani2: ভাই আপনি আপনার আগের কমেন্টের রিপ্লাই দেখেন, রিপ্লাই তে ক্লিক করেন। ওইটা কোন সফটওয়্যার ছাড়া কানেক্টের ট্রিক্স।

pd বন্ধ হয়ে যাওয়ার পর থেকে gpmms দিয়েই নেট ব্যবহার করছি। কিন্তু gpmms এ সমস্যা হল 3 মিনিট পর পর নেট disconnect হয়ে যায়। আমি unlimited browsing করতে পারি। কিন্তু কোন কিছু download দিতে পারি না। auto reconnect এও কিছুটা time লাগে যার কারনে যে কোন active download failed হয়ে যায়। এর কোন সমাধান কি কারও কাছে আছে? শেয়ার করলে উপকৃত হব। ধন্যবাদ

ভাই এই ট্রিক্সটা তো আমার ক্ষেত্রে কাজ করতে ছে না আমি প্রক্সিফায়ার দিয়া চালাই কিন্তু সেটা দিয়া ইউটিউবে ডোকা যায় না কিন্তু আপনার ট্রিকস দিয়া তো ফেবু ছাড়া অন্য কোন সাইটে ডুকতে পারলাম না এর কি কোন সমাধান আছে? আমি আপনি যে ভাবে বলছেন ঠিক সেভাবেই টরকে কনফিগার করছি কিন্তু সমস্যা কোথায় বলতে পারছি না। আমার সমস্যাটা আমি খুলে বিস্তারিত বলছি দয়া করে সাহায্য করবেন।

1.কোন পেইজই লোড হয় না এই ইরর মেসেজটা দেয় “Unable to find the proxy server.”

2. যদি SSL Prorxy এর ঘরে : 10.128.1.2 Port : পোর্ট 8080 দিই তবে শুধু মাত্র ফেইজবুক লোড হয় কিন্তু অন্য কোন পেইজে কিল্ক করলে এই ইরর মেসেজটা দেয় “The proxy server is refusing connections.”

একটু হেল্প করেন ভাই।

Level 0

nice tune..but idm dia ki down load kora jaba??? idm settings ta aktu dakala valo hoeto….thank you,……..

@soft-tuner: ভাই এই ট্রিক্সটা তো আমার ক্ষেত্রে কাজ করতে ছে না আমি প্রক্সিফায়ার দিয়া চালাই কিন্তু সেটা দিয়া ইউটিউবে ডোকা যায় না কিন্তু আপনার ট্রিকস দিয়া তো ফেবু ছাড়া অন্য কোন সাইটে ডুকতে পারলাম না এর কি কোন সমাধান আছে? আমি আপনি যে ভাবে বলছেন ঠিক সেভাবেই টরকে কনফিগার করছি কিন্তু সমস্যা কোথায় বলতে পারছি না। আমার সমস্যাটা আমি খুলে বিস্তারিত বলছি দয়া করে সাহায্য করবেন।

1.কোন পেইজই লোড হয় না এই ইরর মেসেজটা দেয় “Unable to find the proxy server.”

2. যদি SSL Prorxy এর ঘরে : 10.128.1.2 Port : পোর্ট 8080 দিই তবে শুধু মাত্র ফেইজবুক লোড হয় কিন্তু অন্য কোন পেইজে কিল্ক করলে এই ইরর মেসেজটা দেয় “The proxy server is refusing connections.”

একটু হেল্প করেন ভাই।

Level 0

vae tor browser dia browse to kortaci kintu idm dia to download hoena…help pls….

Level 0

vai ame ata use koci robi modem a gp sim dia but apni অটোমেটিক কানেক্ট হওয়ার উপায় j ta diacen se ta mone hoy cp sut diea

Level 0

এডমিন আবারো লিখতেছি …আমি proxifier use করি but re coonect এর জন্য re coonect soft এর দরকার হয়না কয়েক সেকেণ্ড পর এমনিতেই re connect হইয়া যায়

but idm দিয়ে download করেত গেলে এই লেখা আসে “””””The requested server name is valid but it does not have the coorect associated data

being resolved for (the host itself exists,but is not directly reachable)”””

idm এ proxy no ও port use kora দেখেছি but কাজ হয়না….আমি win-7(x86) এবং mojilla firefox v-22 ব্যাবহার করতেছি…

এডমিন এবার আমাকে একটি সঠিক সমাধান দিন….plss..help pls…

Level 0

kew ki Samsung gt-5300 pocket android e gpmms configta babohar korte peresen????