আপনারা হয়তো অনেকেই ব্যাপারটি সম্পর্কে জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার এই ছোট প্রয়াস।আশা করি ভালো লাগবে।
প্রথমে গুগল ইমেজ এ যান।তারপর যেকোন কিছু যেমন birds, bikes etc লিখে image search দিন।
এরপর Address bar থেকে পুরো Address টি মুছে দিন ।এবার নিচের কোডটি কপি করে এড্রেসবারে পেষ্ট করুন এবং ENTER চাপুন।
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200;DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style;DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px";DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);
এরকম আরও কতগুলো কোড:
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200;DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length;function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute';DIS.left=(Math.sin(R*1+i*x2+x3)*x1+x2)+"px";DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',50); void(0);
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200;DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length;function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute';DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px";DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval( 'A()',5); void(0);
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200;DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length;function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute';DIS.left=(Math.tan(R*x1+i*x2+x3)*x4+x5)+"px";DIS.top=(Math.sin(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200;DI=document.getElementsByTagName("div"); DIL=DI.length;function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute';DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px";DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);
আপনি এই ট্রিক টা যেকোন image আছে এমন page এ Apply করতে পারবেন। ধন্যবাদ।
আমি Gi-joe। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ এর অপেক্ষায়.......
আমি অপেরা, ইন্টারনেট এক্সপ্লোলার, ফায়ার ফক্স এই তিনটা ব্রাউজারেই চেষ্টা করলাম কই কিছুই তো হল না।
যারা পারেন নাই তাদের জন্য, কোডের শেষে “;” চিহ্ন বাদে বাকি অংশ কপি পেস্ট করে দেখুন, কাজ হবেই হবে।
এটা না হওয়ার কিছনা । কোডগোলো প্রত্যেকটা ঠিক আছে। আমি নিজে ট্রাই করেছি। ধন্যবাদ G Joe ভাই।
ভাই দুইদিন আগেও এই একই কারিশমা আমাদের আরো এক ভাই দেখাইছে …….. টেকটিউনস দেখি জাভা কোডারে ভইরা গেল ।