মাউসের right বাটনকে left এবং left বাটনকে right বাটনে রুপান্তর করুন

সবাইকে সালাম জানিয়ে শুরু করলাম। প্রযুক্তির এই যুগে আমার আমাদের দৈনন্দিন কাজ গুলো অধিকাংশ এখন কম্পিউটারের মাধ্যমেই

করে থাকি। কম্পিউটারের অপরিহার্য একটি বিষয় হল মাউস, আমরা সাধারণত মাউস ব্যাবহার করি ডান হাত দিয়ে, এখন যদি এমন হয়

ডান হাত দিয়ে কাজ করতে করতে আপনি আপনার হাত ব্যাথা করে ফেলেছেন, এবং ডান  হাত দিয়ে কিছুই করতে পারতেছেননা অথবা কোন

কারনে আপনার ডান হাত কেটে গেছে তখন কি করবেন? এই সমস্যাটির সমাধানের জন্যই আমার আজকের পোস্ট। হাঁ বন্ধুরা আমরা যখন

ডান হাত দিয়ে কাজ না করতে পারব সে ক্ষেত্রে আমরা আমাদের বাম হাত ব্যাবহার করতে পারি। আর যখন বাম হাত দিয়ে মাউস ব্যাবহার

করবো তাই মাউসটিকে বাম হাতের উপযোগী করে নেব। তার জন্য প্রথমে যান control panel

তারপর printers and other hardware তারপর mouse এ ক্লিক করুন, তারপর buttons থেকে

switch primary and secondary buttons এ টিক চিহ্ন দিয়ে ok করুন। ব্যাস হয়ে গেল, এবার দেখুন মাউসের right এবং left

একটি আরেকটির জায়গা দখল করে নিয়ে গেছে। নিচের ছবিটা দেখুন………………………………

মাউস আবার আগের মত করতে চাইলে শুধু যেখানে টিক দিয়েছিলেন সেখান থেকে টিক মার্কটি

উঠিয়ে দিয়ে ok করুন।

আল্লাহ হাফেজ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

A to sobai jane.

ভুল@felu da
যারা জানেনা তাদের জন্য।