প্রথমে বলে রাখি এটা আমার প্রথম টিউন। যদি কোথাও কোন ভূল থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন।
আমি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক। অনেক দিন ধরে ভাবছি টিউন করব। কিন্তু জ্ঞানের অভাব এবং অপারগতার কারণে আজ অবধি কোন টিউন করার ক্ষমতা হয়নি। আজ আল্লাহর অশেষ রহমতে ছোট্ট একটা বিষয় নিয়ে টিউন করতে চাই।
বিষয়টি অনেকের জানা থাকতে পারে। কিন্তু আমার মত অজ্ঞ যারা আছে তাদের জন্যই আমার এই টিউন। যাইহোক কাজের কথায় আসি-
সধারণত এটা ঘটে থাকে গ্রুপ পলিসি অথবা রেজিষ্ট্রি এর Restriction এর কারণে। এই সমস্যাই পড়লে নিম্নোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করুন।
HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies \ Explorer
-এবং-
HKEY_LOCAL_MACHINE \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies \ Explorer
এটা আমার প্রথম টিউন তাই ভাল হোক আর মন্দ হোক কমেন্ট করতে ভূলবেন না।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
ভাই আপনার ভূল বানানটা ভুল হইছে।